শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

লোহাগাড়ার উত্তর আমিরাবাদে আজ থেকে শুরু হচ্ছে অষ্টপ্রহরব্যাপি মহোৎসব

Posted by B.K Bichitro.
লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ মজুমদার পাড়ায় শনিবার থেকে শুরু হয়েছে অষ্টপ্রহরব্যাপি মহোৎসব।
  উত্তর আমিরাবাদ সাবর্জনীন কালী মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী কালীমাতা বিগ্রহের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩১ডিসেম্বর২০১৬  ধর্মসভা ও ০১জানুয়ারি২০১৭ অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় অধিবাস ও কীর্তনের মধ্যদিয়ে উৎসব আরম্ভ হয়। তারপর  বিশ্ব শান্তি কামনায়  ধর্মসভার আয়োজন রয়েছে।  সূত্রে জানা গেছে,  প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন,প্রধান অতিথি; হরিশংকর গুপ্ত, সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,লোহাগাড়া উপজেলা শাখা।প্রধান বক্তা কাঞ্চন আচার্য্য রাজু সাধারন সম্পাদক সাতকানিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদ, মহান অতিথি বাবু গৌতম ধর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রামপুর,সাতকানিয়া, সংবর্ধেয় অতিথি রফিকুল ইসলাম চৌধুরী,ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরাবাদ ইউনিয়ন পরিষদ। রাত ১০টা মহাপ্রসাদ বিতরণ করা হয়। ১লা জানুয়ারি রবিবার ভোর থেকে শুরু হয় মহানাম সংকীর্তন।  সত্যজিৎ রায় জানান, এবারের প্রধান আকর্ষণ হল বিভিন্ন দেব-দেবীর মূর্তি প্রদর্শন। নাম শুনাচ্ছেন দেশের জনপ্রিয় কীর্তনী দল। দুপুর ১ টায়  ও রাত ৯টায় আনন্দ
উক্ত অনুষ্ঠানে  সবাইকে আসার  আমন্ত্রন জানান উৎসব কমিটি।
বাজারে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব



 ধর্ম ২৪ ডেক্স:হজের পরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গাজীপুরের টঙ্গিতে তুরাগ নদীর তীরে আগামী ১৩ জানুয়ারি শুরু হবে। বিশ্ব তাবলিগ জামাত আয়োজিত ৫২তম ধর্মীয় সমাবেশ হিসেবে বিশ্ব ইজতেমার প্রাক্কালে যাবতীয় প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে।

 

এ ব্যাপারে ইজতেমা প্রস্তুতি কমিটির মুখপাত্র মাওলানা এম গিয়াস উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ইজতেমা মাঠের কাজ প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, গ্যাস, পানি, টয়লেট, বাথরুম এবং লাউডস্পিকার বসানোসহ শতভাগ কাজ সম্পন্ন হবে। ’

এদিকে ইজতেমাকে কেন্দ্র করে যাত্রী পরিষেবায় বিআরটিসির পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এম রফিকুল ইসলাম তালুকদার বলেন, বিভিন্ন রুটে মোট ২২৮টি বাস ইজতেমার যাত্রীদের পরিবহন করবে। এ ছাড়াও বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস ১১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ইজতেমার যাত্রী পরিবহন করবে।

তিনি আরো বলেন, পাশাপাশি জোয়ার শাহাবা বাস ডিপোতে বিআরটিসি প্রধান কার্যালয়ে দুইটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যে কেউ ৯৫৬৪৩৬১ ও ৮৯০০৬৫৫ নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু হবে এবং ১৫ জানুয়ারি আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ৪ দিন বিরতির পর ২০ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে এবং শেষ হবে ২২ জানুয়ারি।

ইজতেমা প্রস্তুতি কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমার প্রথম পর্বে গাজীপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুর, সৈয়দপুর, রাজবাড়ী, শরীয়তপুর, দিনাজপুর, জয়পুরহাট, লালমনিরহাট, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চাঁদপুর, বি-বাড়িয়া, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর এবং বাগেরহাটের মুসল্লিরা অংশ নেবেন।

গণজাগরণ মঞ্চ মুখপাত্র ইমরানের সঙ্গে শিক্ষামন্ত্রীর মেয়ের বিয়ে।

জাতীয় ২৪ ডেক্স:এ বছরই বিয়ে করছেন, ঘোষণা দিয়েছিলেন বছরের শুরুতে; গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সেই শুভ কাজটি সারছেন বছরের শেষ প্রান্তে এসে।

পাত্রী শিক্ষামন্ত্রীর মেয়ে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলাম। শুক্রবার সন্ধ‌্যায় ঘরোয়াভাবে তাদের হলুদের আনুষ্ঠানিকতা সারা হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কনের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া গণজাগরণ মঞ্চের কয়েকজন ছিলেন পারিবারিক ওই আয়োজনে।

ইমরান বলেন, “পারিবারিকভাবেই সব হচ্ছে। ঢাকায় কনের বাড়িতে কাল বিয়ে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ‌্যাপক নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামেই পরিচিত। বেশ কিছুদিন ধরেই পারিবারিকভাবে ইমরানের সঙ্গে তার বিয়ের কথা চলছিল বলে পরিবারের ঘনিষ্ঠ একজন জানান সংবাদ মাধ্যমকে

৩৩ বছর বয়সী ইমরান ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্বে আসার পর সারা বাংলাদেশে আলোচিত মুখ। আর সিলেটের মেয়ে নন্দিতার এসএসসি ১৯৯৭ সালে।  

ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক হিসেবে গণজাগরণ আন্দোলনে সম্পৃক্ত হন রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়া ইমরান।

মেডিকেল কলেজের ছাত্র থাকাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগে যুক্ত ছিলেন ইমরান। ‘ইয়ুথ ফর পিস অ্যান্ড ডেমোক্রেসি’ বা ওয়াইপিডি নামের একটি সংগঠনও করতেন তিনি, যার মূল লক্ষ্য ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি। এই কাজের জন্য ‘প্রজন্ম ব্লগ’ গঠন করে ওয়াইপিডি।

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

টলিউড অভিনেতা তাপস পাল গ্রেফতার

বিনোদন ২৪ ডেক্স:তৃণমূলের এমপি ও টলিউডের জনপ্রিয় অভিনেতা তাপস পালকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এদিন সকালে সাড়ে ১১টার দিকে সিবিআই দফতরে হাজির হন কৃষ্ণনগরের এমপি তাপস পাল। সঙ্গে ছিলেন তার স্ত্রী নন্দিনী পাল এবং এক আইনজীবী। রোজভ্যালির বিষয়ে সেখানে চার ঘণ্টা জেরা করা হয় তাপস পালকে। জেরা শেষে সিবিআই গোয়েন্দারা তাপস পালকে গ্রেফতার করেন।
সূত্রের খবর, দু’দফায় ঘণ্টাচারেক জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জানতে চাওয়া হয়, রোজ ভ্যালি থেকে যে সমস্ত টাকা তিনি নিয়েছেন, তা কেন নিয়েছেন? কোনো চুক্তি হয়েছিল কি? সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক কোনো উত্তর তিনি দিতে পারেননি। তার বয়ানে মেলে একাধিক অসঙ্গতি। এরপরই তাকে গ্রেফতার করা হয়। জেরা করতে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হচ্ছে তাকে।
রোজভ্যলির ফিল্মের ব্যবসার সঙ্গে তাপস পালের যোগ পাওয়া গেছে। তিনি রোজভ্যালির ফিল্ম শাখার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ওই বিভাগের ডিরেক্টর ছিলেন। রোজভ্যালি দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ করার জন্য গত ২৭ তারিখ তাপস পালকে তলব করে সিবিআই। নোটিস পাঠানো হয় তাকে। এর আগে তাকে নোটিস পাঠিয়েছিল ইডি। দলের তরফে সবুজ সংকেত পাওয়ার পরেই সিবিআই  দফতরে হাজিরা দেন তৃণমূল সাংসদ। এই দুর্নীতিতে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল।
২০০১ সালে প্রথমবার আলিপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন তাপস পাল। এরপর ২০০৬ সালেও একই কেন্দ্র থেকে জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হন। ২০০৯ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচনে জয়ী হন। এমপি নির্বাচিত হয়ে বিধায়ক পদ ছেড়ে দেন। ২০১৪ লোকসভা নির্বাচনে ওই একই আসন থেকে জিতে এমপি নির্বাচিত হন তাপস পাল।

নতুন বছরে রুপালি পর্দায় শচীন টেন্ডুলকার

ডিসেম্বর ৩০, ২০১৬

বিনোদন 24 ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পর রুপোলি পর্দায় আসছেন মাস্টার ব্লাস্টার্সের বায়োপিক ‘শচীন এ বিলিয়ন ড্রিম’।

এক সময় সারা বিশ্বেই ক্রিকেটঈশ্বর হিসেবে পূজিত হন শচীন রমেশ টেন্ডুলকার। মাস্টার ব্লাস্টার্সের এই বিশ্বজোড়া খ্যাতিকে কাজে লাগিয়ে সেলুলয়েডে লিটল মাস্টারকে নিয়ে আসছেন নির্দেশক জেমস এরস্কাইন। এক মারাঠি যুবকের ২৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে সেলুলয়েডে তুলে ধরেছেন পরিচালক এরস্কাইন। রিলিজ হবে আগামী বছর ১৪ এপ্রিল। অর্থাৎ শচীনের ৪৪তম জন্মদিনের ১০ দিন আগে।

১৫ নভেম্বর, ২০১৩ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শচীন টেন্ডুলকার। সেই সঙ্গে বাইশগজে শচীন যুগের অবসান ঘটে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এবং একমাত্র শততম সেঞ্চুরির মালিককেই দেখা যাবে তার বায়োপিকে।

‘শচীন ও বিলিয়ন ড্রিম’ দেখার আগ্রহ ইতোমধ্যেই প্রকাশ করেছেন বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান।

চলতি বছরে রুপোলি পর্দায় দেখা গেছে ভারতের দুই অধিনায়কের বায়োপিক। দ্বিতীয়বার ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া ধোনি এবং ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়া সাবেক ভারত অধিনায়ক আজহারউদ্দিন।

বাংলাদেশের দ.আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত


December 30, 2016

    

 

ক্রীড়া 24 ডেস্ক : আইসিসির ফিউচার ট্যুর প্রোগাম অনুযায়ী আগামী বছর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে তা সবারই জানা। স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

 

সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিতব্য সফরের পুর্নাঙ্গ সূচি বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

 

২৮ সেপ্টেম্বর টেস্ট ম্যাচ দিয়ে দুই দলের লড়াই শুরু হবে। প্রথম টেস্টটি হবে পচেফষ্ট্রমে। ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। ১৫ অক্টোবর প্রথম ওয়ানডে হবে কিম্বার্লি স্টেডিয়ামে। ১৮ ও ২২ অক্টোবর শেষ দুই ওয়ানডে হবে পার্ল ও ইষ্ট লন্ডনে। ২৬ ও ২৯ অক্টোবর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ব্লুমফন্টেইনে ২৬ অক্টোবর হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২৯ অক্টোবর পচেফষ্ট্রমে শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শেষ করবে বাংলাদেশ।

 

টেস্ট ও ওয়ানডে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচের সুযোগ পাবে বাংলাদেশ। টেস্ট সিরিজের আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বেনোনিতে ২১ সেপ্টেম্বর ম্যাচটি শুরু হবে। এছাড়া ওয়ানডে সিরিজের আগে ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

দীর্ঘ নয় বছর পর আগামী বছর দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। ২০০৮ সালে সবশেষ দক্ষিণ আফ্রিকায় পা পড়েছিল বাংলাদেশের। ওই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিল দুই দল।

বলিউডে ১২ মাসে ১৩ বায়োপিক!

বলিউডে ১২ মাসে ১৩ বায়োপিক!

ডিসেম্বর ৩০, ২০১৬

বিনোদন ২৪ ডেস্ক: বলিউডে একেক বছর একেক ঘরানার ছবি তৈরির হিড়িক দেখা যায়। এরই ধারাবাহিকতায় চলতি বছর  ছিল সত্য ঘটনা নিয়ে বলিউডের মাতামাতি। এ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বাজার মাতিয়ে রেখেছে বায়োপিক। বছর শেষে দেখা যায়, ১২ মাসে ১৩টি জীবনীনির্ভর ছবি মুক্তি পেয়েছে বলিউডে।

রেবেলাস ফ্লাওয়ার
বছরের শুরুতেই মুক্তি পায় স্বল্প বাজেটে নির্মিত ছবি রেবেলাস ফ্লাওয়ার। ছবিটি নিয়ে বলিউডে তেমন একটা আলোচনা হয়নি। এটি তৈরি হয় ধর্মগুরু রাজনীশ অশোর জীবনী অবলম্বনে।

এয়ারলিফট
জানুয়ারিতেই মুক্তি পায় বছরের অন্যতম আলোচিত ছবি অক্ষয় কুমারের এয়ারলিফট। ছবিটি নির্দিষ্ট কারও জীবনীকে ভিত্তি করে তৈরি না হলেও এতে যে চরিত্রগুলো দেখানো হয়, তা বাস্তব থেকেই নেওয়া। ছবিটি কুয়েতনিবাসী ভারতীয় ধনকুবের হরভজন সিং বেদী ও ম্যাথুনি ম্যাথিউসের জীবন অবলম্বনে।

নিরজা
বছরের দ্বিতীয় মাসে মুক্তি পায় আরেক আলোচিত জীবনীনির্ভর ছবি নিরজা। এ ছবিতে ভারতের সম্মানজনক ‘অশোক চক্র’ পদক পাওয়া প্রয়াত বিমানবালা নিরজা ভানোতের চরিত্রে অভিনয় করেন সোনম কাপুর। তিনি এতে অভিনয় করে বছরজুড়েই হন আলোচিত।

আলীগড়
ফেব্রুয়ারিতে মুক্তি পায় আরও একটি ছবি আলীগড়। এতে অভিনেতা মনোজ বাজপেয়ি অভিনয় করেন ভারতীয় লেখক ও ভাষাবিদ রামচন্দ্র সিরাসের চরিত্রে। এটি বিকল্পধারার ছবি হওয়ায় তেমন সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। তবে সমালোচকেরা ছবিটি মুক্তির পর থেকেই এর প্রশংসা করে আসছেন।

আজহার
দুই মাস বলিউড কোনো জীবনীনির্ভর ছবি পায়নি। তবে মে মাসে এসে মুক্তি পায় আলোচিত তিন ব্যক্তির জীবনীনির্ভর তিনটি ছবি। প্রথমটি ছিল ক্রিকেটার আজহারউদ্দিনের জীবনী অবলম্বনে ছবি আজহার।

সরবজিৎ
মে মাসেই পাকিস্তানে বন্দী ভারতীয় নাগরিক সরবজিৎ সিংয়ের জীবন নিয়ে তৈরি ছবি সরবজিৎ। ছবিতে সরবজিতের বোন দলবীর কাউরের ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া। ছবিতে সরবজিতের ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুদা।

বীরাপন্ন
মে মাসে মুক্তি পায় আরো একটি সিনেমা। ভারতের কুখ্যাত ডাকাত বীরাপ্পনের জীবনকাহিনি নিয়ে তৈরি হয় বীরাপন্ন।

রমন রাঘব ২.০
ডাকাত বীরাপ্পনের পর জুনে বলিউডে সাড়া ফেলে আরেক কুখ্যাত ব্যক্তির জীবনী। তিনি হলেন ভারতের আলোচিত সিরিয়াল কিলার রমন রাঘব। সেই খুনির চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নওয়াজউদ্দিন সিদ্দিকী। নির্মাতা অনুরাগ কাশ্যপ তার রমন রাঘব ২.০ ছবিটি নিয়ে যান কান চলচ্চিত্র উৎসব পর্যন্ত।

সুলতান
বছরের সবচেয়ে সফল ছবির তালিকার শীর্ষে আছে সালমান খান অভিনীত ছবি সুলতান। এতে সালমান অভিনয় করেন এক সত্যিকারের কুস্তিগিরের চরিত্রে। এই কুস্তিগির ভারতের হরিয়ানানিবাসী। তার প্রেমকাহিনি অবলম্বনেই বলিউডের ২০১৬ সালের সবচেয়ে সফল ছবিটি মুক্তি পায় জুলাই মাসে।

রুস্তম 
ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কে এম নানাভাতির জীবনের একটি অংশ নিয়ে তৈরি ছবি রুস্তম। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এ ছবি নিয়েও বছরের একটি নির্দিষ্ট সময়ে ছিল দারুণ আলোচনা। শত কোটি রুপির বেশি আয় করে বছরের সবচেয়ে সফল ছবির তালিকায়ও ছিল আগস্টে মুক্তি পাওয়া রুস্তম।

এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি
ক্রিকেটার এম এস ধোনি এ বছর খেলা-সংক্রান্ত খবরের চেয়ে বেশি সিনেমার কারণে ছিলেন আলোচিত। তার জীবনী অবলম্বনে তৈরি ছবি এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি সেপ্টেম্বরে মুক্তি পায়। ছবিটি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি আয় করেছে বক্স অফিসে। তা ছাড়া জীবনীনির্ভর ছবির কদর বেশি থাকায় ছবিটি আলাদাভাবে নজরও কেড়েছে দর্শকদের।

আন্না
ভারতের রাজনীতির জগতে আলোড়ন তোলা সমাজকর্মী আন্না হাজারেকে নিয়েও সিনেমা তৈরি হয়েছে এ বছর। অক্টোবর মুক্তি পাওয়া সেই ছবিটি নিয়ে তেমন বেশি আলোচনা না হলেও জীবনীনির্ভর ছবির হওয়ার কারণে একেবারে ভরাডুবি হয়নি।

দঙ্গল
বছরের শেষে সবচেয়ে আলোচিত জীবনীনির্ভর ছবিটি মুক্তি পায়। আমির খানের সেই ছবি দঙ্গল নিয়ে এখন আলোচনার কমতি নেই। কুস্তিগির গীতা ফোগাত ও তার বাবা মহাবীর সিং ফোগাতের জীবনের একটি অংশ অবলম্বনে নির্মিত এই ছবি একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙেই যাচ্ছে।সূত্র-আলনিউজবিডি২৪.কম

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

খেলবে নাসির দেখবে দেশ, জিতবে আবার বাংলাদেশ’



স্পোর্টস ২৪ ডেক্স:বাংলাদেশ মানেই ক্রিকেট, ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা। কিন্তু সেই প্রানের ক্রিকেট এখন আর ক্রিকেট নেই! কেননা, এখন খেলোয়াড়দের স্কোয়াডে রাখা হয় শুধু মাত্র পানির বোতল টানার জন্য।

আর যাদের পানির বোতল টানার কথা তারা মাঠে খেলে। হ্যাঁ, বলছিলাম অবহেলিত অলরাউন্ডার নাসির হোসাইনের কথা কথা। দেশের হয়ে তারা যখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে নিউজিল্যান্ড যায় তখন নাসির এবং আনামুল বাংলাদেশ জাতীয় ডিভিশন লীগ খেলে।

 


বাংলাদেশের সকল ক্রিকেট ভক্তদের বলছি, ভাই আমরা ৭১এর যুদ্ধ দেখিনি! কিন্তু দেশের হয়ে খেলোয়াড়দের মাঠে নেমে যুদ্ধ করতে দেখেছি সহস্র বার। তাই সবার প্রতি আহ্বান জানাচ্ছি, স্লোগান হবে আরও একবার “খেলবে নাসির দেখবে দেশ, জিতবে আবার বাংলাদেশ।” খেলবে নাসির দেখবে দেশ, জিতবে আবার বাংলাদেশ। এই স্লোগানে ফেসবুকে ইভেন্ট খুলেছে নাসির ভক্তরা। আর তার ডিটেইলসে উপরের কথা গুলো লেখেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ডিভিশন ক্রিকেট লীগে ২০১ রানের অনবদ্য ক্রিকেট খেলেন নাসির হোসেন।সূত্র-বিডি২৪টাইমস.কম

বান্দরবান সরকারি কলেজে বীর বাহাদুর এম. পির পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ

বি.কে বিচিত্র, নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: :বান্দরবান সরকারি কলেজ হল রুমে ১৮ই জানুয়ারি ,  সন্ধ্যায় এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজ  ছাত্রলীগের আয়োজনে বীর বাহাদুর এম পির পক্ষ থেকে  ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় এই বছরেও মেধাবী, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই ব্যবস্থা চালু রয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা  ছাত্রলীগের সহ-সভাপতি ও কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু,  যুগ্ন আহবায়ক শিবলু, কলেজ কমিটির সদস্য রাজু, সুরিত,নাজমুল, নারায়ণ, সুজন, রাজ, শুভ, বঙ্গবন্ধু ছাত্রাবাসের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক শামীম।  অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক টিপু দাশ, সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু। এসময় প্রধান অতিথি বলেন , ছাত্রলীগ হল বাংলাদেশের প্রাচীন সংগঠন। বিভিন্ন আন্দোলনে  যাদের অংশগ্রহণ ছিল অপ্রতিরোধ্য। ছাত্ররাই পারে দেশকে এগিয়ে নিতে, ক্ষুধা, দ্রারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়তে। ছাত্রলীগ মনে ধারণ করতে হবে।উপরে ছাত্রলীগ করলে হবে না।  এসময় ইউনিউটের সকল সদস্য ও ছাত্র-ছাত্রিরা উপস্থিত ছিলেন।


লোহাগাড়ার একমাত্র নিম্নমাধ্যমিক প্রাইমারি স্কুলে শিক্ষক সংকট। বিপাকে শিক্ষার্থীরা।


লোহাগাড়া প্রতিনিধি(চট্টগ্রাম) :পূর্ব পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহাগাড়ার একটি মাত্র সরকারি প্রাইমারী স্কুল। যেখানে ৮ম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলছে। প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন এখানে জসিম উদ্দিন । তিনি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের অবস্থার পরিবর্তন আসতে শুরু করে। নিন্ম মাধ্যমিক শুরু হবার কিছু দিন পর যোগদান করেন লোহাগাড়ার ২ বিশিষ্ট শিক্ষক ও টট ট্রেনার এ,এস,এম মুমিনুল হক (এম, এ, ইংরেজী) যিনি ইংরেজী বিষয়ের ট্রেনার এবং মুহাম্মদ নূরুল ইসলাম(এম,এ, রাষ্ট্র বিজ্ঞান) যিনি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ট্রেনার। প্রধান শিক্ষক নিজেও একজন(এম,এ বাংলা) বাংলা বিষয়ের  টর্ট ট্রেনার।   অন্যান্য বিষয় শিক্ষকগনতো আছেনই।

প্রায় হাজারের বেশী শিক্ষার্থী,  ৮ শ্রেণির ১২ টি শাখার জন্য ১৪ জন শিক্ষকের  পদ থাকলেও মাত্র ৭ জন শিক্ষক নিয়ে চলছে এ বিদ্যালয়।  উপজেলা শিক্ষা অফিসের কাছে  বিদ্যালয়ের শিক্ষক সংকট নিয়ে বহুবার দেনদরবার করলেও কোন শিক্ষক মিলেনি এমন অভিযোগ রয়েছে।  স্থানীয় কমিটির পক্ষ হতে ৪ জন প্যারা  শিক্ষক নিয়োগ দিয়ে চলছে পাঠদান।  বিদ্যালয়টিতে অস্টম শ্রেনি পর্যন্ত খোলার পর স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চাপ কিছুটা কমে আসে। স্থানীয় গরীব ঘরের কিশোরী মেয়েরা দুরে স্কুলে না গিয়ে বাড়ীর পাশেই এখন ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষা নিতে পারছে। কিন্তু শিক্ষকের স্বল্পতা থাকার কারনে শিক্ষার্থীদের  নিয়মিত পাঠে ব্যাঘাত  ঘটছে।  বিদ্যালয়টির পাশে পুকুর থাকার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে ছাত্র-ছাত্রীরা। মাঠ না থাকার ধরুন জাতীয় সংগীত পাঠ, খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। এমন সমস্যায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা ও অভিভাবক।

খাগড়াছড়িতে ইয়ুথ ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ।

খাগড়াছড়ির ছোটগাছবান ত্রিপুরা পল্লীতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণে ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ
------------------------------------------------
বাবলু হাজারী।♦::রুমা উপজেলায় অগ্রবংশ অনাথালয়ের বস্ত্র ও খাদ্য বিতরণের পর এবার খাগড়াছড়ির গহীণ অরণ্যে ত্রিপুরাপল্লীতে " বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ" করে অার্ত মানবতার কল্যাণের সংগঠন ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ।
গত ২৫/১২/১৬ খাগড়াছড়ির ছোটগাছবান এলাকার ত্রিপুরাপল্লীতে প্রায় ৮০০-৯০০ মানুষের মাঝে এ কর্মসূচির অায়োজন করা হয়।
১০ জন চিকিৎসকসহ প্রায় ১৮-২০ জন সদস্যের সমন্বয়ে এ উদ্যোগের অায়োজন হয়। ঐ সময় দানবীর ধার্মিক অদুল -অনিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অদুল চৌধুরী তার প্রতিষ্ঠিত শিবমন্দির উদ্বোধনের পাশাপাশি এ ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ এ মানবতার উদ্যোগ গ্রহণ করে। এ কর্মসূচিতে অারো উপস্থিত ছিলেন- উক্ত সংগঠনটির উপদেষ্টা শ্যাম ধর,রুবেল সাহা, ফাউন্ডার অনুপম দেবনাথ পাভেল,কো অপারেটর বাবলু হাজারী, বাপ্পা,সৌরভ,সঞ্জয়,অংকনসহ অারো অনেকে।

বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হল ‘ইভেন্ট রিমাইন্ডার’



POSTED BY: B.K 28.12. 2016
আন্তর্জাতিক ২৪ডেক্স::​ফেসবুক মেসেঞ্জার অ্যাপে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ‘রিমাইন্ডার’ নামের নতুন এই ফিচারের মাধ্যমে অ্যাপের মধ্যে যে কোনো নির্দিষ্ট ইভেন্টের রিমাইন্ডার দিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা। পরবর্তীতে মেসেঞ্জার ওই অনুষ্ঠানের কথা মনে করিয়ে দিবে।

ব্যবহারকারী ‘আগামীকাল সকাল ৭টায় ঘুম থেকে উঠতে হবে’ এই মেসেজ মেসেঞ্জারে লেখার সঙ্গে সঙ্গে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ওই তারিখ ও সময়ের রিমাইন্ডার সেটিং অপশন দেখাবে। ফিচারটি রিমাইন্ডার সেট করেই সীমাবদ্ধ থাকে না, ব্যবহারকারীর ইচ্ছামতো তারিখ ও সময় পরিবর্তন করার ক্ষমতাও রাখে।

মেসেঞ্জার বন্ধ করে স্মার্টফোনের ক্লক অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যালার্ম ঠিক করার ঝক্কি না নিয়ে খুব সহজেই অ্যাপটিতে তারিখ ও সময় লিখে রিমাইন্ডার ঠিক করার সুযোগ পাবেন মেসেঞ্জার ব্যবহারকারীরা

সিএ’র বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ

স্পোর্টস২৪ ডেস্ক: ২০১৬ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)অফিসিয়াল ওয়েবসাইট। এই বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় তারা এই একাদশ তৈরি করেছে।

এই একাদশে জায়গা পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। একাদশে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের জস বাটলারকে।

এই বছর ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে মোট ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৭টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। তার বোলিং গড় ১৮.১০। ইকোনোমি রেট ৬.৬৮। বেস্ট বোলিং ফিগার ৫-২২।

এই বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদ ও কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলেন মোস্তাফিজুর রহমান।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ:ডেভিড ওয়ার্নার, জ্যাসন রয়, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, জস বাটলার (উইকেটরক্ষক), ফারহান বিহারডাইন, শহীদ আফ্রিদি, জ্যাসপ্রীত বুমরাহ, অ্যাডাম জাম্পা, মোস্তাফিজুর রহমান।--সূত্র-বিডি২৪টাইমস.কম

চট্টগ্রামে হচ্ছে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প





Posted by ctg24bd.com Desk::

​বন্দরনগরী চট্টগ্রামের পার্বত্য ফটিকছড়ির দাঁতমারি এলাকায় দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প হচ্ছে। ৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ প্রকল্প স্থাপনের প্রাথমিক প্রক্রিয়া হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রতিবেদন চাওয়া হয়। এরই আলোকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সামসুল আরেফিন স্বাক্ষরিত একটি প্রতিবেদন গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়।

প্রকল্পটি সম্পন্ন হলে তা থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে। সূত্র মতে, চট্টগ্রামে বড় ধরনের সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য চাওয়া প্রতিবেদন প্রধানমন্ত্রী কার্যালয়ে ইতিমধ্যে জমা দিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। 

উল্লেখ্য, বাংলাদেশে আগামী ২০২০ সালের মধ্যে ৬০ লাখ বাড়িতে সৌরবিদ্যুৎ নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা। যা বর্তমান উৎপাদনের তুলনায় দ্বিগুণ। এরই অংশ হিসেবে সরকার জরুরি ভিত্তিতে সৌরবিদ্যুৎ উৎপাদনে মনোযোগী হয়েছে।

সূত্র মতে, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) প্রস্তাবিত এ প্রকল্পের জন্য ১১৮ একর পতিত খাস জমি বন্দোবস্তের বিষয়ে মতামত চাওয়া হয়। ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের উত্তর বারমাসিয়া মৌজায় উল্লেখিত ভূমির অবস্থান।

ফটিকছড়ির সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) প্রস্তুত করা এ প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর বারমাসিয়া মৌজার ১১৭ দশমিক ৫৯ একর টিলা শ্রেণীর ভূমি বিএস ১নং খতিয়ানে বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনারের নামে রেকর্ড করা। এই ভূমি বনবিভাগের পিএফ (প্রোটেক্টেড ফরেস্ট) এর অন্তর্ভুক্ত। কিছু জমিতে বিভিন্ন ব্যক্তি আকাশী ও অন্যান্য গাছ রোপণ করেছেন। উল্লেখিত টিলা শ্রেণির জমির শ্রেণি পরিবর্তন করে এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে এসি (ল্যান্ড) কর্তৃক দেয়া প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে দেশের সবচেয়ে বড় এ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামে বিদ্যুৎ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ৮১ শতাংশই আসে সৌরবিদ্যুৎ থেকে। বর্তমানে দেশে মোট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২০ মেগাওয়াট। এর অধিকাংশই ব্যবহৃত হয় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। উল্লেখিত ২০ মেগাওয়াট বিদ্যুৎ এর মধ্যে দেশে উৎপাদিত সৌর প্যানেল থেকে বিদ্যুৎ আসে ৫ মেগাওয়াট। আর আমদানি করা সৌর প্যানেল থেকে উৎপাদন করা হয় ১৫ মেগাওয়াট বিদ্যুৎ। সরকার ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ বিদ্যুৎ সৌর ও বিকল্প ব্যবস্থা থেকে উৎপাদন করার টার্গেট ঘোষণা করেছে।

বাংলাদেশে সরকারি হিসেবে প্রায় ৪০ লাখ বাড়িতে সোলার হোম সিস্টেম রয়েছে। উদ্যোক্তারা মনে করছেন আগামী চার বছরে তা দ্বিগুণ হবে। কারণ জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতার বাইরে এখনো বহু মানুষ রয়ে গেছে।

পিডিবির তথ্য মতে, দেশে বর্তমানে ৮ থেকে সাড়ে ৮ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। আর চট্টগ্রামের ১৩৫৮ মেগাওয়াটের উৎপাদন ক্ষমতা সম্পন্ন সরকারি বেসরকারি ১২টি বিদ্যুৎকেন্দ্রে রয়েছে। যাতে বিদ্যুৎ উৎপাদিত হয় চাহিদার অর্ধেকেরও কম।

এদিকে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, সৌরবিদ্যুৎ খুব কম খরচে উৎপাদন করা যায়। তাছাড়া এ বিদ্যুৎ পরিবেশসম্মতও।

তিনি আরো বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছাতে এর বিকল্প নেই। কৃষিতে মোক্ষম সুবিধা হিসেবেও এ বিদ্যুৎকে কাজে লাগানো যাবে

গাইবান্ধায় ছয় রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল ১২ মার্চ

জাতীয় ডেক্স:♦মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধা সদর উপজেলার আব্দুল জব্বার মন্ডলসহ (৮৬) ছয়জনের আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য আগামী ১২ মার্চ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ২ সদস্যর ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেন। প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নী আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন।

গত ২১ ডিসেম্বর এই ৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে চূড়ান্ত প্রতিবেদনে। এ মামলায় অন্য পাঁচ আসামি হলেন- জাছিজার রহমান অরফে খোকা (৬৪), আজগর হোসেন খান (৬৬), মোন্তাজ আলী ব্যাপারী (৬৮), আব্দুল ওয়াহেদ মন্ডল (৬২) ও মো: রনজু মিয়া (৫৯)। এদের মধ্যে শুধু রনজু মিয়া গ্রেপ্তার রয়েছেন। বাকী সবাই পলাতক। এরা সবাই জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ২৯ মে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

চার অভিযোগ:

এক নম্বর অভিযোগে বলা হয়, একাত্তরে জুন মাসের প্রথম দিকে রাজাকার আজগর হোসেন খানের নেতৃত্বে ৮/১০ জন রাজাকার এবং ১৫/২০ জন পাকিস্তান দখলকার সেনাবাহিনী হিন্দু সম্প্রদায়কে ধ্বংস করার জন্য গাইবান্ধা জেলার সদরের সাহাপাড়া ইউনিয়নের বিঞ্চপুর গ্রামে হামলা করে। তারা অম্বিকা চরন সরকার, দ্বিজেন চন্দ্র সরকার ও আব্দুল মজিদ প্রধানকে নিয্যাতন করে। আসামিরা ফুল কুমারী রানী ও তার জা সাধনা রানী সরকার (বর্তমানে মৃত) আটক করে নিয্যাতন করে। মুসলমান হওয়ার প্রতিশ্রুতি দিলে কপালের সিদুর এবং হাতের শাখা ভেঙ্গে দিয়ে ছেরে দেয় তারা।

দ্বিতীয় অভিযোগ: গাইবান্ধা জেলার সদর থানাধীন সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে আবু বক্কর, তারা আকন্দ, আনছার আলী এবং নছিম উদ্দিন আকন্দসহ মোট ৯ জনকে গুলি করে হত্যা করে এবং ৪০/৫০টি বাড়ির মালামাল লুণ্ঠন করে আগুনে পুড়িয়ে দেয়।

তৃতীয় অভিযোগ: গাইবান্ধা জেলার সদর থানার সাহাপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে লাল মিয়া বেপারী, আব্দুল বাকী এবং খলিলার রহমানসহ ৫ জনকে গুলি করে হত্যা করে।

চতুর্থ অভিযোগ: গাইবান্ধার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা, মিরপুর, সাহারবাজার, কাশদহ, বিসিক শিল্প নগরী, ভবানীপুর এবং চকগায়েশপুর গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে নিরস্ত্র মুক্তিযোদ্ধা ওমর ফারুক, ইসলাম উদ্দিন এবং নবীর হোসেনসহ মোট ৭জনকে গুলি করে হত্যা করা হয়

Ctg24bd.com: প্রতিবন্ধকতা থামাতে পারেনি রায়হানের জীবন।♦♦রায...

Ctg24bd.com:
প্রতিবন্ধকতা থামাতে পারেনি রায়হানের জীবন।

♦♦রায...
: প্রতিবন্ধকতা থামাতে পারেনি রায়হানের জীবন। ♦♦রায়হান একজন উজ্জিবক।চকরিয়ার ছেলে।জন্মের সময় সবার মত ওরও দুটো বলিষ্ঠ হাত ছিল।মার্বেল খেল...

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মাশরাফিদের প্রশংসা

নিউজিল্যান্ডের বিপক্ষে হেগলি ওভালে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে মাশরাফি বিন মুর্তজার দলকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

৩৪২ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও শেষ অবধি লড়াই করে গেছে টাইগাররা। বাংলাদেশ দলের এমন ইতিবাচক মনোভাবের কথা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেদের ওয়েব সাইডে মাশরাফিদের প্রশংসা করে লিখেছে, পরে ম্যাচগুলোতে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে।

মাশরাফি-সাকিবদের প্রশংসা করে নিউজিল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও মনোবল হারায়নি তারা। বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত লড়াই করে গেছে।

সাকিব আল হাসান (৫৯), মুশফিকুর রহীম (৪২), মোসাদ্দেক হোসেন (৫০)। এ তিনজন দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যেমন করেছে। তাতে অবশ্য পরিষ্কার যে, সামনে তারা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে।’

যদিও হারের কারণ হিসেবে বাজে ফিল্ডিং-বোলিংকে কাঠগড়ায় তুলছেন দলনেতা মাশরাফি বিন মর্তুজা। বোলিংয়ে শর্ট বল বেশি হয়েছে। এই উইকেটে ২৮০-৩০০ রান হবেই। বোলিং-ফিল্ডিং ভালো হলে তাদের ৪০ রান কম হতে পারতো।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...