বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

পদুয়ায় অন্ধ পরিবাবের পাশে "সৎ সংঘ যুব ক্লাব'র সহযোগিতা।

 পদুয়ায় অন্ধ পরিবাবের  পাশে "সৎ_সংঘ_যুব_ক্লাব"

বি.কে হাজারী।লোহাগাড়া,চট্টগ্রাম।



" মানব সেবায় এগিয়ে আমরা ক'জন" এ শ্লোগানকে সামনে রেখে তৎকালীন কতিপয় ছাত্রের সমন্বয়ে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় সৎ সংঘ যুব ক্লাব।
 সেই ধারাবাহিকতা বজায় রেখে বিগত কিছুদিন আগে এশিয়ান টিভি,ভয়েস অনলাইন টিভি চ্যানেল সহ বিভিন্ন মিডিয়ায় স্থানীয় যুবক পলাশ দাশের(Polash Lakshmi)  প্রচেষ্টায়  উঠে আসে পদুয়া ইউনিয়নের বাড়ৈ পাড়ার মৃত দূর্গাচরণ দাশের দুই পুত্র ভোলা দাশ ও শংকর দাশের #অন্ধ_পরিবারের_কথা। একই পরিবারে ৩ জন অন্ধ(মেয়ে শান্তাসহ)। কি মর্মান্তিক আর কষ্টের...!!!
আজ ২৭ জানুয়ারি, ২০২১ইং 
"সৎ সংঘ যুব ক্লাবের" পক্ষ হয়ে 'মানব সেবায় এগিয়ে আমরা ক'জন' শ্লোগানের বাস্তবতা ধরে রাখতে কয়েকজন সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে সংগৃহীত নগদ পাঁচ হাজার (৫,০০০/-) টাকা *আর্থিক অনুদান* নিয়ে সশরীরে ঐ অন্ধদের বাড়ি উপস্থিত হয় ক্লাবের সাধারণ সম্পাদক -- বাবলু কান্তি হাজারী।
বিঃদ্রঃ মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় তাদের গৃহনির্মাণের কাজ ও চলমান।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা সংশ্লিষ্ট সকল সহযোগিদের।

                   ------- 

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...