সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

ন্যাপের পরিচালকের পটিয়ার পিটিঅাই পরিদর্শন




নিজস্ব প্রতিবেদকঃহঠাৎ পটিয়ার পিটিঅাই পরিদর্শনে অাসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও ন্যাপের পরিচালক মোঃ শাহ অালম ও ন্যাপের উর্ধ্বতন কর্মকর্তা   নাজমুল হাসান।

গতকাল সকাল বেলা ১০ ঘটিকার সময় চট্টগ্রামস্থ পটিয়ার পিটিঅাই এ তারা উপস্থিত হলে পুষ্পস্তবক দিয়ে তাদের স্বাগত জানানো হয়।পরে পিটিঅাই এর হলরুমে এক মতবিনিময় সভার অায়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির অাসন অলংকৃত করেন ন্যাপের পরিচালক ও যুগ্ম সচিব মোঃ শাহ অালম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপের কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, অত্র পিটিঅাই এর চারু ও কারুকলার সিনিয়র ইন্সট্রাক্টর সবুজ কান্তি অাচার্য্য,উপস্থিত ছিলেন অন্যান্য ইন্সট্রাক্টর,রিসোর্স পার্সনসহ বিভিন্ন উপজেলা থেকে অাগত ২০০ জন শিক্ষক প্রশিক্ষণার্থীবৃন্দ।



অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ হতে লোহাগাড়া উপজেলার শিক্ষক বাবলু কান্তি হাজারী ও চন্দনাইশ উপজেলার শিক্ষিকা শাহীনুর অাক্তার তাদের বক্তব্যে বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন। তারা প্রশিক্ষণ ভাতা বৃদ্ধি,স্কুল সময় কমানো,অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি দাবী তুলে ধরলে প্রধানঅতিথি তাদেরকে এসবের সুব্যবস্থা গ্রহণের অাশ্বাস দেন এবং ভাতা ১৫০০ থেকে২৫০০/৩০০০ করার অাশ্বাস প্রদান করেন।

পরে পিটিঅাই এর অতিরিক্ত দায়িত্বপাললকারী সুপারিন্টেনডেন্ট সুব্রতা গুহ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সবাইকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে উক্ত অালোচনার সমাপ্তি ঘোষণা করেন।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...