বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ -বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখা কমিটি গঠিত।



শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ -বাংলাদেশ,  লোহাগাড়া উপজেলা শাখা  কমিটি গঠিত


লোহাগাড়া, চট্টগ্রাম। 

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখা, কমিটি গঠনকল্পে আজ ৪/৮/২১ ইং তারিখ বিকালে  আমিরাবাদ ইউনিয়ন পরিষদ, মিলনায়তনে মাস্টার রিটন বিশ্বাস ও মাস্টার সুমন মজুমদার হিরো 'র যৌথ সভাপতিত্বে এবং মাস্টার রাজিব দাশ ও শ্রী পলাশ দাশ'র যৌথ সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়,  সভায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা প্রসেনজিৎ পাল, শিবু রন্জন পাল,  মাস্টার অসীম দাশ, মাস্টার অনুপ কুমার দাশ,  টিটো দাশ মহাজন,নেহেরু দাশ,মৃনাল দাশ, পূজা পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখা'র সহ -সভাপতি ডাঃ রিটন দাশ এবং দৈনিক যুগান্তর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি রতন কান্তি দাশ প্রমূখ।   সভায় সর্বসম্মতিক্রমে সুমন মজুমদার হিরো কে সভাপতি,  পলাশ দাশ কে সিনিয়র সহ-সভাপতি,  মাস্টার রাজিব দাশ কে সাধারণ সম্পাদক, কাঞ্চন আচার্য কে যুগ্ন সাধারণ সম্পাদক,  শিক্ষক ধীমান নন্দী কে অর্থ সম্পাদক, শিক্ষক জুয়েল দাশকে সহ - অর্থ সম্পাদক এবং শিক্ষক বাবলু কান্তি হাজারী কে সাংগঠনিক সম্পাদক করে (২০২১-২২)দুই বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়,  সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন লোহাগাড়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর   ডাঃ রিটন দাশ।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...