রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

লোহাগাড়ার উত্তর আমিরাবাদ এম. বি উচ্চ বিদ্যালয়ে "বই বিতরণ উৎসব ২০১৭ " অনুষ্ঠিত

Posted by B.K
শোভন দাশগুপ্ত, লোহাগাড়া:বাংলাদেশ সরকারের ঘোষিত বিনামূল্যে বই বিতরণের অংশ হিসেবে ঐতিহ্যবাহী উত্তর আমিরাবাদ এম.বি.উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া, চট্টগ্রাম আয়োজিত ২০১৭ সনের "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার" কতৃর্ক নতুন পাঠ্য বই বিতরন করা হয়।  এসময় উপস্থিত  ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আজিজুল হক সহ,  ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবক সদস্য জনাব আব্দুর রহিম , জনাব মোঃ নেজাম উদ্দীন ,  জনাব আব্দুস ছবুর  ও অন্যান্য শিক্ষক -শিক্ষিকা মন্ডলী ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। এসময় অতিথিরা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। আগে যেখানে বই পেতে ছাত্র-ছাত্রীদের কয়েক মাস চলে যেতো সেখানে শেখ হাসিনার সরকার ১ লা জানুয়ারি বই শিক্ষার্থীর হাতে তুলে দিচ্ছে।

about us


বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...