মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন।

 


বি.কে বিচিত্র, চট্টগ্রামঃ 

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা  ছাত্রলীগের উদ্যোগে দিনভর কর্মসূচী পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল  বৃক্ষরোপন কর্মসূচী,   মানুষদের খাবার বিতরণ,  ও দোয়া মাহফিল ।চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণ যোগাযোগ ও  উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক মিনহাজ উদ্দিন কায়সারের  উদ্যোগে এসব কর্মসুচী পালন করা হয়। এ সময় মিনহাজ উদ্দিন কায়সার,  বলেন, শেখ হাসিনার জন্ম হয়েছিল বলে আজ আমরা উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে চলছি। শান্তিতে বসবাস করছি। কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশে অভাব দুর হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণ যোগাযোগ ও  উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক মিনহাজ উদ্দিন কায়সার, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা মিজান ,সাকিব ,তানজুল,ইমতিয়াজ, রাকিব,রাইহান,রিদুওয়ান,আতিক,সাকের প্রমুখ

ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...