মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭

শত সংগ্রাম -শত বাঁধা পেরিয়ে

Biography - সংগ্রাম -শত বাঁধা পেরিয়ে
উত্তর আমিরাবাদের কৃতি সন্তান  নয়নমণি
--------------------------------------------------
আমাদের নয়ন, এলাকার নয়নমণি।
নাম নয়ন। পুরো নাম নয়ন সুশীল। লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ গ্রামের কৃতি সন্তান।  শত দারিদ্র, দুর্দশা অতিক্রম করে আজ বাংলাদেশের দ্বিতীয় বৃহতম  সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত। কিন্তু এতটুকু যাওয়া তার পক্ষে সহজ ছিল না। বাবার একজনের পক্ষে সংসার চালানো কঠিন ছিল, তবুও ছেলের চেষ্টা, প্রত্যাশা, আগ্রহ সব ভুলিয়ে দিত।  প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়,  স্থানীয় স্কুল উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ।  সেখান থেকে কৃতিত্বের সাথে পিএসসিতে জিপিএ ৫ পায় এবং ট্যালেন্টপুুলে বৃত্তি লাভ করে।  তারপর মাধ্যমিক শুরু হয়  উত্তর আমিরাবাদ এম বি উচ্চ বিদ্যালয়ে,  সেখানেও মেধার স্বাক্ষর রাখে নয়ন।  জেএসসিতেও জিপিএ ৫,  এবং ট্যালেন্টপুলে বৃত্তি পায়। এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে  জিপিএ ৫ পায়। উচ্চ মাধ্যমিক শুরু হয় বান্দরবান সরকারি কলেজে। সেখানেও বিজ্ঞান বিভাগ থেকে এইচ এস সি পাস করে। তারপর স্বপ্নের পথ চলা শুরু হয় University of Chittagong, Dept. of Mathematics,  আমাদের সবার প্রিয়, সবার অহংকার,  অদম্য মেধাবী,  শিক্ষার্থীদের আইডল, নয়ন একদিন বিসিএস ক্যাডার হবে এই প্রত্যাশায়। আগামীর পথ চলা হোক সুন্দর, সংকামুক্ত, আমরা সব সময় আছি, থাকব।

প্রতিকুল পরিবেশে নিজেকে উত্তরণ,  সেটা শিখলাম আমরা নয়ন থেকে।
উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সাহিত্য ও সংস্কৃতি

       কবিতা-  রাজকূট ( বর্ণক্রম-তিন শব্দ)
                  -বি.কে
রাজ্যে রঞ্জিত রাজকূট,
ভূবনে ভোলাল ভোট।
নেতা নৈতিকতা নীতি,
প্রভাব প্রতীভূ প্রীতি।
মানুষ মনুষ্যত্ব মানবিক,
সম্প্রীতি স্বভাব সমদিক।
কথিত কথা কর্তব্য,
বর্ণিত বিভিন্ন বক্তব্য।
শিক্ষা শোণিত শোভিত,
অনবদ্য অবাধ্য অবিরত।
সমাজ সমন্বয় সাধিত,
প্রবাহ পরিনত প্রণীত,
চাকরি চর্চা চরিত।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...