বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

জাতীয় পতাকার আদলে স্কুল ব্যাগ, নতুন ড্রেস, নতুন বই পেয়ে খুশি বান্দরবানের চিম্বুক পাড়া স্কুলের শিক্ষার্থীরা।

 নতুন বই, নতুন পোশাক, নতুন ব্যাগ

চিম্বুক পাড়ায় ছাত্র-ছাত্রীদের মুখে হাসি।


বি.কে বিচিত্র, বান্দরবান।

চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নতুন বই, নতুন স্কুল ড্রেস, নতুন স্কুল ব্যাগ পেয়েছে। স্কুল ব্যাগের নকশা সবার দৃষ্টি কেড়েছে। পাহাড়ি সংস্কৃতির সাথে মিল রেখে বাংলাদেশের জাতীয় পতাকার রং-এ সংমিশ্রণে ব্যাগটি নকশা করা হয়েছে। ব্যাগটি সংস্থার থানচি ট্রেনিং সেন্টারে বানানো হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সমন্বয়ক বিদ্যাপূর্ণ চাকমা। স্কুলটি হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালনা করছে।

                                (


বান্দরবানের দুর্গম "থানচি উপজেলা " পরিদর্শনে জেলা প্রশাসক।

 সূত্র-DC office Bandarban.



দুর্গম ও প্রত্যন্ত উপজেলা থানচি পরিদর্শনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি মহোদয় বান্দরবানের অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মানোয়ন্ননে তাঁর আন্তরিকতা ও প্রচেষ্টার নিদর্শন স্থাপন করলেন। থানচিতে জেলাপ্রশাসক মহোদয়কে স্বাগত জানান থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আতাউল গনি ওসমানী। এসময় থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার উপস্থিত ছিলেন। থানচি থানা পরিদর্শনকালে জেলাপ্রশাসক মহোদয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানচি থানার পুলিশ বাহিনীকে সচেতন থাকার নির্দেশনা দেন। 


পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড, আইন শৃঙখলা রক্ষা, পর্যটন বিকাশসহ নানাবিদ ইস্যুতে মতবিনিময় হয়।



 এসময় জেলা প্রশাসক মহোদয় উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে তাঁর দৃঢ় সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও,উপজেলা ভূমি অফিস, একটি ইউপি অফিস, দুইটি মৌজা হেডম্যান অফিস ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এর কার্যালয় পরিদর্শন করে তাদেরকে জনস্বার্থে কাজ করার জন্য দায়িত্বশীল ও উদ্যমী হবার নির্দেশনা প্রদান করেন।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...