বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

বান্দরবানে বর্ণাঢ্য র‍্যালী ও গণসমাবেশে গণতন্ত্র রক্ষা দিবস পালিত

বি.কে বিচিত্র, নিজস্ব প্রতিবেদক,বান্দরবান:বান্দরবানে  ১০ম জাতীয় সংসদ নির্বাচনের ৩য় বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে বান্দরবান  জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল  গণসমাবেশের আয়োজন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সুধাংশু বিমল চক্রবর্তী, দীপ্তি কুমার বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মং কৈ চিং চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যা সা প্রু, লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ম্রা সা খ্যায়াং, ফিলিপ ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ অনেকে ।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, আগামী নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহন না করে তাহলে দলটি মুসলিমলীগে পরিনত হবে। তাদের লক্ষ্য ছিল নির্বাচন করা নয়, তাদের লক্ষ্য ছিল নির্বাচন বর্জন করা। আমরা যারা গনতন্ত্র বিশ্বাস করি তাদের লক্ষ্য ছিল জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাবে। প্রধানমন্ত্রী বারবার চেষ্টা করেছেন, মানুষ জানেন। সেই দিন টেলিফোন করেছিলেন কিন্তু তিনি ফোনে কি বলেছিলেন তা বাংলার জনগন জানে।
এসময় জেলা শহরের ৯টি ওয়ার্ড থেকে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে এসে সমাবেশে অংশ নেয় ।
বি

চট্টগ্রাম বন্দর এ ৬৬৬টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

জব ২৪  নিউজ:
চট্টগ্রাম বন্দরে শুন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন অনলাইনে ২৫.০১.২০১৭ তারিখ পর্যন্ত করা যাবে।



লোহাগাড়ার তরুণ কবি নাছির উদদীনের কবিতা"ফেরিওয়ালার ডাক"

Posted by B.K
# ফেরিওয়ালার ডাক #
নাছির উদদীন পুটিবিলা
--------------------
দিন দুপুরে ঘুম পাড়িলে
ফেরিওয়ালার ডাক,
ঔষুধ ঢেলে খালি বোতল
নিয়ে দিতাম লাফ।
রাতের বেলায় মা যখনি
পায়না ঔষুধ খুঁজে,
কাঁথার ভিতর মুখ লুকিয়ে
বসেছিলাম চুপে।
সকাল হলে পায়না যখন
বাবার পুরান জুতা,
খেয়ে নিছি চম্পা পুরি
জুতা পাবে কোথা ?
পাকা আমে  ডিল মারিতাম
ঢিল পড়িত চালে,
বাবা মায়ের ঘুম ভাঙ্গিলে
দৌড়ে আড়ালে।
দুদিন আগে বলে দিতাম
পরশু শুক্রবার,
স্কুলে না যাওয়ার লাগি
কত কি কারবার।
যাইনি ভুলে নদীর কূলে
মাছ ধরিবার শখ,
গোল পাহাড়ের জাম কাননে
বৃষ্টি ভেজা পথ।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...