বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

লোহাগাড়ার তরুণ কবি নাছির উদদীনের কবিতা"ফেরিওয়ালার ডাক"

Posted by B.K
# ফেরিওয়ালার ডাক #
নাছির উদদীন পুটিবিলা
--------------------
দিন দুপুরে ঘুম পাড়িলে
ফেরিওয়ালার ডাক,
ঔষুধ ঢেলে খালি বোতল
নিয়ে দিতাম লাফ।
রাতের বেলায় মা যখনি
পায়না ঔষুধ খুঁজে,
কাঁথার ভিতর মুখ লুকিয়ে
বসেছিলাম চুপে।
সকাল হলে পায়না যখন
বাবার পুরান জুতা,
খেয়ে নিছি চম্পা পুরি
জুতা পাবে কোথা ?
পাকা আমে  ডিল মারিতাম
ঢিল পড়িত চালে,
বাবা মায়ের ঘুম ভাঙ্গিলে
দৌড়ে আড়ালে।
দুদিন আগে বলে দিতাম
পরশু শুক্রবার,
স্কুলে না যাওয়ার লাগি
কত কি কারবার।
যাইনি ভুলে নদীর কূলে
মাছ ধরিবার শখ,
গোল পাহাড়ের জাম কাননে
বৃষ্টি ভেজা পথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...