সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রামের আনোয়ারায় আটকে থাকা দৈত্যাকার জাহাজ দেখতে পর্যটকদের ভিড়।



 
বি.কে বিচিত্র, পারকির চর ঘুরেঃ 
প্রতি দিনই চট্টগ্রাম আনোয়ারার পারকির  সৈকতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। গত ২১শে  ফেব্রুয়ারি  গিয়ে দেখা গেছে সৈকতজুড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।বিশেষ করে আটকে থাকা দৈত্যাকার "ক্রিস্টাল গোল্ড" জাহাজটি দেখতে পর্যটকরা ভিড় জমাচ্ছে।


চট্টগ্রাম নগরীর উপকণ্ঠে কর্ণফুলী নদী ও বঙ্গোপসারের মোহনায় আনোয়ারা উপজেলার বারশত ও রায়পুর ইউনিয়নের মধ্যবর্তী বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠেছে পার্কি সমুদ্র সৈকত। চট্টগ্রাম নগরবাসী ও বিভিন্ন উপজেলার দর্শনার্থীদের হাতের নাগালে হওয়ায় এই বিনোদন স্পটে প্রতিনিয়তই ভিড় বাড়ছে। আর এ বিনোদন স্পটে গত দেড় বছর ধরে আটকে আছে ক্রিস্টাল গোল্ড নামে বিশাল মালবাহী জাহাজ। এ কারণে বিশাল এলাকা নিয়ে জেগে ওঠেছে চর।
x

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...