বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

বীর বাহাদুরের জন্মদিন উপলক্ষে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ'র দুস্থ শিশুদের খাবার বিতরণ

বি.কে বিচিত্র, নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে  বীর বাহাদুরের জন্মদিন  কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায়  এক আড়ম্বর অনুষ্ঠানে কলেজ হল রুমে দোয়া কামনা ও  দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ  করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা রাজু বড়ুয়া,  আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু, যুগ্ন আহবায়ক টিপু দাশ,  সদস্য রাজু, সুরিত,নাজমুল, নারায়ণ, সিকিম,  সুজন, বঙ্গবন্ধু ছাত্রাবাসের সভাপতি রুবেল দাশ,  সাধারণ সম্পাদক শামীম মিয়া, ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি  বলেন, পার্বত্য জনপদের অবিসংবাদিত নেতা, অপ্রতিরোধ্য কন্ঠস্বর,  আপামর জনগণের প্রিয় নেতা,  পার্বত্য বীর, বীর বাহাদুরের আজ জন্মদিন,  যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে বান্দরবানের প্রত্যন্ত জনপদ, হাজার বছর বেঁচে থাকুক প্রিয় বীর,

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...