বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

লোহাগাড়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন

 লোহাগাড়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন।

লোহাগাড়া,চট্টগ্রাম। 



 শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ,লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে ১০ম মহতী ধর্মসম্মেলন অদ্য ২৯ অাগস্ট,২০২১ইং; রবিবার, চরম্বা তেলিবিলা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পরিষদের সভাপতি সুমন মজুমদার হিরোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।


পবিত্র গীতাপাঠের পর উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ হিঃ বৌঃ খ্রীঃ ঐক্য পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শ্রীনিবাস দাশ সাগর, অার্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী প্রশান্ত ভট্টাচার্য্য,সভাপতি, লামা কেন্দ্রীয় হরিমন্দির; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অমল দাশ,সভাপতি,বান্দরবান পৌর অাওয়ামীলীগ।


এতে আরো উপস্থিত ছিলেন প্রধান ধর্মীয় বক্তা অধ্যাপক শ্রী স্বপন কুমার চৌধুরী-বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ; সংবর্ধেয় অতিথি মিল্কি রানী দাশ,ভাইস চেয়ারম্যান,লামা উপজেলা পরিষদ; বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য-সর্বশ্রী সুজিত পাল,সুভাষ চন্দ্র নাথ,প্রকৌশলী রতন দাশ,প্রসেনজিত পাল,ডাঃরিটন দাশ,রিটন বিশ্বাস,শিবু রঞ্জন পাল,অসীম দাশ,রিটু দাশ বাবলু,টিটু দাশ মহাজন, শিক্ষক অনুপ দাশ ও মিহির দাশ,সভাপতি,পদুয়া কেন্দ্রীয় হরিমন্দির মহোৎসব উদযাপন পরিষদ, প্রমূখ।আরো 

বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি পলাশ দাশ, যুগ্ম সম্পাদক কাঞ্চন আচার্য, সহ সম্পাদক নরেন দাশ, সহ সভাপতি শিক্ষক অলক দাশ,অর্থ সম্পাদক শিক্ষক ধীমান নন্দী,সহ সম্পাদক নরেন দাশ, সাংগঠনিক সম্পাদক শিক্ষক বাবলু কান্তি হাজারী, মহিলা সম্পাদিকা শিক্ষিকা পান্নাশ্রী আচার্য, রিংকু হোড়, শিক্ষক দীপক ভট্টাচার্য,  প্রভাষক অনুপ দাশ গুপ্ত, প্রভাষক রিটন সুশীল, অজিত চক্রবর্তী, কৃষ্ণ দাশ শ্রীধাম, ও টুন্টু সিকদার  প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে সম্মাননা স্মারকের মাধ্যমে অতিথিবৃন্দদের বরণ করা হয়। 

ধর্ম সম্মেলন শেষে ভক্তসংগীত পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী শ্রীমতি ইলা চৌধুরী ও স্থানীয় শিল্পীবৃন্দ। শেষে জন্মাষ্টমী পূজা ও মহানাম সংকীর্তনের মাধ্যমে ৩১ আগস্ট ভোরে শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...