মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

লোহাগাড়ায় রত্নাগর্ভা শিক্ষক দম্পতির ৩ সন্তানই এমবিবিএস পাশ ডাক্তার

 লোহাগাড়ার রত্নাগর্ভা

শিক্ষক দম্পতির ৩ সন্তানই এমবিবিএস পাশ ডাক্তার।




চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান ও দক্ষিণ পূর্ব আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরীর তিন সন্তানই এমবিএস পাশ ডাক্তার। এ দম্পতির  ছোট ছেলে সাখাওয়াত হোছাইন চৌধুরী তামিম চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন তাঁরা তিন ডাক্তার সন্তানের জনক-জননী। উল্লেখ্য, বড় মেয়ে শাওসান তামান্না চৌধুরী এলিচ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস. শেষ করে ৩৯ তম বি.সি.এস. এ সহকারি সার্জন হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়। বর্তমানে তিনি বি.এস.এম.এম. ইউ.তে পোস্ট গ্রাজুয়েশান  করছেন।  বড় ছেলে তানজিল হোসাইন চৌধুরী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস. শেষ করেছে। 

সন্তানত্রয় বাবা-মা’র স্বপ্ন পূরণ করায়  সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। 

আল্লাহ যেন তাদের সন্তানরা সুচিকিৎসক হওয়ার তৌফিক দান করেন এবং জনগণের সেবা করার সুযোগ দান করেন সকলের কাছে দোয়া কামনা করেছেন।

 একজন রত্নাগর্ভা মা-বাবা হিসেবে আমি স্যালুট করছি।

--মহিউদ্দিন ওসমানীর ফেসবুক ওয়াল থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...