রবিবার, ১৯ জুলাই, ২০২০

পরিসংখ্যান ব্যুরোর, পরিসংখ্যান সহকারীর আবেদন প্রক্রিয়ার ব্যাখ্যা।

#Do_not_get_confused_please.

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ১২ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরিসংখ্যান সহকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী, ইনুমারেটর এবং এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিসটেন্ট পদে অাবেদন করার যোগ্যতা কী হবে?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতসহ অন্যূন দ্বিতীয় শ্রেনী বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।"

ব্যাখ্যাঃ পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতে স্নাতক (সম্মান) এখানে বাধ্যতামূলক নয়। স্নাতক পর্যায়ে যে কোন বর্ষে এই তিনটি হতে কমপক্ষে একটি কোর্স থাকা বাধ্যতামূলক।

অর্থাৎ ইংরেজি বিভাগের সিলেবাসে কোন বর্ষে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতের কোন কোর্স থাকে না বলে এই বিভাগের প্রার্থীগণ অাবেদন করতে পারবেন না। কিন্তু ব্যবস্থাপনা বিভাগের স্নাতক সিলেবাসে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত কোর্স থাকে বলে এই বিভাগের প্রার্থীগণ অাবেদন করতে পারবেন।

এখানে তিনটি বিভাগের কথা বলা হয়নি। বরং যেকোন বিভাগ কিন্তু উল্লিখিত তিনটির কমপক্ষে একটি কোর্সের কথা বলা হয়েছে।  যারা স্নাতক (সম্মান) এর পরিবর্তে সমমানের কোন ডিগ্রি নিয়ে অাবেদন করবেন, তাঁদের ক্ষেত্রেও বিষয়টি একইভাবে বিবেচ্য হবে। তবে কমপক্ষে দ্বিতীয় শ্রেনী বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমমানের ডিগ্রি হতে হবে।

-----
মোহাম্মদ কামাল হোসেন
পরিসংখ্যান কর্মকর্তা
বিসিএস (পরিসংখ্যান)
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...