রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

অমর-২১- বি.কে বিচিত্র'র বর্ণক্রমিক কবিতা।

 অমর-২১

        (৩ শব্দের বর্ণক্রমিক অণু কবিতা)

ভাষা শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 


ভাষার ভুবনে ভূষিত,

সৃজন  সৃষ্টি স্বীকৃত। 

আমাদের- ২১ আমৃত্যু আমরণ,।

সর্বদা  সর্বোচ্চ সাধারণ,।

আন্দোলন আলোড়িত আগমন,।

ইতিহাস ইতোপূর্বে ইন্ধন,। 

ফেব্রুয়ারি ফেরারি ফাল্গুন,

আহত আত্মাহুতি আগুন।

সালাম সতীর্থ সমাদর, 

বরকত বীরত্ব বৃহত্তর,

রফিক রঞ্জিত রণক্ষেত্র।



বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...