রবিবার, ১৩ জুন, ২০২১

বিকাশ আলফ্রেড'র কবিতা- মীরজাফর!!

 মীরজাফর
          বিকাশ আলফ্রেড
 
মীরজাফর তুমি পলাশীর প্রান্তর
বাঙালির বুকে ক্লাইভের খঞ্জর।
 তুমি একাত্তরের অত্যাচারী পাকিস্তানি  হানাদার বর্বর।
 তুমি মহা পাপী সন্তান রাজাকার একাত্তরে প্রমাণ।
 তুমি করেছো শত্রুর হাতে বাঙালি ভাই-বোনদের প্রদান।
 তুমি মাথার উকুন মাথায় বাস করে মাথা কে কর   খুন।
 তুমি কুকুরের কামড়ে মিশে থাকা জলাতঙ্কের গুন।
 তুমি আলোর সৃষ্টি আলেয়া মানুষের সৃষ্টি ছায়া
 তুমি বাংলায় জন্মগ্রহণ করেও ভুলে গেছো বাংলার মায়া।
 তুমি পানের মধ্যে মাঝে মাঝে অতিরিক্ত চুন।
 তুমি ভাইয়ের হাতে  ভাইকে করাও খুন।
 তুমি বন্ধুর কাছে বন্ধুর মারাত্মক বিশ্বাসঘাতকতা
 মানুষের জন্য এক জঘন্য প্রতীক হৃদয়হীন নিষ্ঠুরতা।
 তুমি ফলের মাঝে লুকিয়ে থাকা গোপন পোকা
 তুমি পৃথিবীতে যুগে যুগে মানুষকে এখনো দিয়ে যাচ্ছ ধোঁকা।
 তুমি কেড়ে নিতে পারো এক নিমিষেই অনাহারীর মুখে খাবার
 তুমি মুহূর্তের ব্যবধানে ভেঙ্গে দাও সাজানো সুখের সংসার।
 তুমি কাঁচা বাঁশের মধ্যে লুকিয়ে থাকা অকল্পনীয় ঘুন।
 এডিসের শরীরে মিশে থাকা ডেঙ্গুজ্বরের গুণ।
 তুমি মানুষকে মৃত্যুর পথে আমন্ত্রণকারী এডিসের কামর
 তুমি মানুষরূপী ঘৃণ্য নরপশুদের সাথে মিশে থাকা আড্ডার আাসর।
 তুমি প্রতিটি সমাজে বসবাসকারী ঘৃণিত এক লোক 
তুমি মানুষের রক্ত চুষে খাওয়া খুবই পরিচিত সাধারণত জোঁক।
তুমি গাছের মাঝে বসবাসকারী অকৃতজ্ঞ পরগাছা।
 তুমি স্বীকার করো না যে তার জন্য তোমার জীবন বাচাঁ।
 তুমি নিরীহ মানুষের উপর মিথ্যে নির্মমতার সাজা
 তুমি সমাজ ধ্বংস কারী নেশা নাম যার গাঁজা।
->চয়নকাল

 ২০০১ সাল।


বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...