শনিবার, ১৮ মার্চ, ২০১৭

চট্টগ্রামে ধর্ম কটূক্তিকারী তুহিনের শাস্তির দাবিতে মানববন্ধন


বি.কে বিচিত্র,স্টাফ রিপোর্টারঃ
ফেসবুক পোস্টে হিন্দু  ধর্মকে নিয়ে বাজে,ভিত্তিহীন কটুক্তি করায় তুহিনের শাস্তির দাবিতে মানবববন্ধন করেছে চট্টগ্রামে হিন্দু মহাজোট ও সহযোগী সংগঠন। এতে উপস্থিত ছিলেন,



 জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শ্রী শৈবাল দাশ সুমন, বাংলাদেশ হিন্দু মহাজোটের সকল নেত্ববৃন্দ   শেখর,জুয়েল,অভি,রাসেল,পার্থ সহ সকল সারথীদের এবং সনাতন বির্দ্যার্থী সংসদের সন্জয় ,পার্থ   সারথী,মিঠু, শারদান্জলী ফোরামের পিয়াল,অভি,জাগো হিন্দু সহ অংশগ্রহনকারী সকল নেত্ববৃন্দদের আন্তরিক ধন্যবাদ এভাবে নির্ভীক হয়ে সাম্প্রদায়িক উস্কানিদাতার বিরুদ্ধে রাজপথে নেমে আসার জন্য।  আহ্বান জানান, সমন্বয়ক, রাজেশ্বর চৌধুরী, তিনি বলেন,
 'আমরাই ঐক্য,থাকবে না কোন মতনৈক্য'
  তুহিন রাজাকারের ফাসিঁ চাই'

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...