শনিবার, ১৯ জুন, ২০২১

করোনাকাল ও শিক্ষিত যুবসমাজ-সুমন মজুমদার।

 করোনাকাল ও শিক্ষিত যুবসমাজ
*******************************



মানুষ সৃষ্টির সেরা ও সামাজিক জীব।তাই মানুষ কখনো একা বাস করতে পারে না,বিভিন্ন দূর্যোগ কিংবা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় একে অপরের পাশে এসে সহযোগিতার হাত বাড়ায়, অধুনা করোনা সংক্রমনের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে সেই সামাজিক দায়বদ্ধতা দিন দিন লোপ পাচ্ছে যার ফলশ্রুতিতে সমাজে নেমে আসছে অস্থিরতা, অরাজকতা তথা চুরি, ডাকাতি,খুন রাহাজানি সহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকান্ড। প্রবাদ আছে ' ইচ্ছা থাকলে উপায় হয়।' মানুষ চাইলে একটা সমাজকে সুশোভিত করে তুলতে পারে, আবার ঘোর অন্ধকারেও ঠেলে দিতে পারে,সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য শিক্ষিত যুবসমাজের ভুমিকা অপরিসীম বলে মনে করে বিশ্লেষকরা। আজকের শিক্ষিত যুবসমাজই আগামীর ভবিষ্যৎ,তারাই একটা সমাজকে সুশোভিত করে তুলতে পারে, সমাজের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করে দিতে পারে বিশেষ করে করোনাকালীন সময়ে যুব সমাজই স্ব-স্ব এলাকায় তাদের এলাকা তথা সমাজের উন্নয়নে ভুমিকা রাখতে পারে,  করোনা ভাইরাস সংক্রমন রোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে উপরের শ্রেণিতে পড়ুয়া  যুবসমাজ তাদের স্ব-স্ব এলাকায় মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনার ব্যাপারে জনসচেতনতামূলক  ক্যাম্পেইন পরিচালনা করতে পারে, তাদেরকে এ সমস্ত সামাজিক কর্মকান্ডে সহযোগিতা,  অনুপ্রাণিত ও সুসংগঠিত করে  উদ্ধুদ্ধ করতে পারে একমাত্র এলাকার শিক্ষিত বয়োজ্যেষ্ঠরা।করোনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় যেহেতু সুদীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেহেতু  যুব সমাজ তথা শিক্ষার্থীদের মাঝে  অস্থিরতা বিরাজ করছে এবং ফলে শিক্ষার্থী তথা যুবসমাজের বিপথগামী হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বলে ধারনা করছেন মনোবিজ্ঞানীরা।পড়ালেখার পাশাপাশি  করোনা সংক্রমন রোধ, বৃক্ষরোপণ থেকে শুরু করে এলাকায়  চুরি, ডাকাতি,খুন রাহাজানিসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে ভুমিকা রাখার ব্যাপারে যুবসমাজকে উদ্ধুদ্ধ করতে পারলেই করোনাকালীন সময়ে তাদের বিপথগামী হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। তাই সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে করোনা ভাইরাস সংক্রমন রোধ ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে যুব সমাজের এগিয়ে আসা উচিত।

লেখকঃ সুমন মজুমদার 

সহকারি শিক্ষক, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহাগাড়া চট্টগ্রাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...