সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।
বি.কে বিচিত্র, কলাম।
বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ও ধরণ পরিবর্তনের দাবি চাকরি প্রার্থীদের। এর যৌক্তিক কারণও বিদ্যমান রয়েছে প্রেক্ষাপটে। বর্তমানে ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে ব্যাংকের পরীক্ষা নেওয়া হচ্ছে।এতে চাকরি প্রার্থী ও প্রতিষ্ঠানের যেমন সময় বেঁচে যাচ্ছে তেমনি যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে। এখন সময় এসেছে অভিন্ন প্রশ্ন'র মাধ্যমে বিভাগীয় শহরে বা আঞ্চলিক কেন্দ্রে সরকারি চাকরির পরীক্ষা নেওয়া। নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি বিভিন্ন দফতরের চাহিদার ভিত্তিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, তার জন্য পরীক্ষার অনুষ্ঠান করা সরকারের পক্ষে কঠিন কোন ব্যাপার নয়। এসব কার্যক্রম পরিচালনা ও নিয়োগ'র জন্য "পরীক্ষা ও প্রশ্ন বোর্ড " নামক দফতর প্রতিষ্ঠা করতে পারে।যাদের কাজ হবে সরকারি চাকরির প্রশ্ন ও নিয়োগ সম্পন্ন করা।