সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

বি.কে হাজারীর কবিতাঃসময় তুমি অসময়ে!

 Posted by B.K Bichitro

সময় তুমি অসময়ে

সময় তুমি অসময়ে
বি.কে.হাজারী
————————————-

সময় তুমি সুধাও যবে
কে আপন কে পর?
সব হারিয়ে নিঃস্ব হেথায়
সাজাই কেমনে আপন ঘর?

সময় তুমি প্রমাণ দাও
ভালোবাসা নাকি অভিনয়;
প্রেমরসের ডুবন্ত লাশ
এখন কি উপায়?

সময় তুমি অতি জিঙ্কেস
বাছাই করো গরিব-ধনী;
স্বার্থ ছাড়াই ভাবাও তুমি
তুলে ধরো বিষধর ফনী।।

সময় তুমি বুঝিয়ে দাও
প্রিয়জন না প্রয়োজন;
ঠেকায় পড়ে করছিল তোমায়
অধিক ভক্তি-সম্বোধন।।

সময় তুমি বড়ই নিষ্ঠুর
বাস্তবতার যাঁতাকলে;
সমাধান ছাড়া শিক্ষা দাও
অসময়ে কথা বলে।।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...