শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

টলিউড অভিনেতা তাপস পাল গ্রেফতার

বিনোদন ২৪ ডেক্স:তৃণমূলের এমপি ও টলিউডের জনপ্রিয় অভিনেতা তাপস পালকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এদিন সকালে সাড়ে ১১টার দিকে সিবিআই দফতরে হাজির হন কৃষ্ণনগরের এমপি তাপস পাল। সঙ্গে ছিলেন তার স্ত্রী নন্দিনী পাল এবং এক আইনজীবী। রোজভ্যালির বিষয়ে সেখানে চার ঘণ্টা জেরা করা হয় তাপস পালকে। জেরা শেষে সিবিআই গোয়েন্দারা তাপস পালকে গ্রেফতার করেন।
সূত্রের খবর, দু’দফায় ঘণ্টাচারেক জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জানতে চাওয়া হয়, রোজ ভ্যালি থেকে যে সমস্ত টাকা তিনি নিয়েছেন, তা কেন নিয়েছেন? কোনো চুক্তি হয়েছিল কি? সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক কোনো উত্তর তিনি দিতে পারেননি। তার বয়ানে মেলে একাধিক অসঙ্গতি। এরপরই তাকে গ্রেফতার করা হয়। জেরা করতে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হচ্ছে তাকে।
রোজভ্যলির ফিল্মের ব্যবসার সঙ্গে তাপস পালের যোগ পাওয়া গেছে। তিনি রোজভ্যালির ফিল্ম শাখার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ওই বিভাগের ডিরেক্টর ছিলেন। রোজভ্যালি দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ করার জন্য গত ২৭ তারিখ তাপস পালকে তলব করে সিবিআই। নোটিস পাঠানো হয় তাকে। এর আগে তাকে নোটিস পাঠিয়েছিল ইডি। দলের তরফে সবুজ সংকেত পাওয়ার পরেই সিবিআই  দফতরে হাজিরা দেন তৃণমূল সাংসদ। এই দুর্নীতিতে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল।
২০০১ সালে প্রথমবার আলিপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন তাপস পাল। এরপর ২০০৬ সালেও একই কেন্দ্র থেকে জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হন। ২০০৯ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচনে জয়ী হন। এমপি নির্বাচিত হয়ে বিধায়ক পদ ছেড়ে দেন। ২০১৪ লোকসভা নির্বাচনে ওই একই আসন থেকে জিতে এমপি নির্বাচিত হন তাপস পাল।

নতুন বছরে রুপালি পর্দায় শচীন টেন্ডুলকার

ডিসেম্বর ৩০, ২০১৬

বিনোদন 24 ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পর রুপোলি পর্দায় আসছেন মাস্টার ব্লাস্টার্সের বায়োপিক ‘শচীন এ বিলিয়ন ড্রিম’।

এক সময় সারা বিশ্বেই ক্রিকেটঈশ্বর হিসেবে পূজিত হন শচীন রমেশ টেন্ডুলকার। মাস্টার ব্লাস্টার্সের এই বিশ্বজোড়া খ্যাতিকে কাজে লাগিয়ে সেলুলয়েডে লিটল মাস্টারকে নিয়ে আসছেন নির্দেশক জেমস এরস্কাইন। এক মারাঠি যুবকের ২৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে সেলুলয়েডে তুলে ধরেছেন পরিচালক এরস্কাইন। রিলিজ হবে আগামী বছর ১৪ এপ্রিল। অর্থাৎ শচীনের ৪৪তম জন্মদিনের ১০ দিন আগে।

১৫ নভেম্বর, ২০১৩ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শচীন টেন্ডুলকার। সেই সঙ্গে বাইশগজে শচীন যুগের অবসান ঘটে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এবং একমাত্র শততম সেঞ্চুরির মালিককেই দেখা যাবে তার বায়োপিকে।

‘শচীন ও বিলিয়ন ড্রিম’ দেখার আগ্রহ ইতোমধ্যেই প্রকাশ করেছেন বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান।

চলতি বছরে রুপোলি পর্দায় দেখা গেছে ভারতের দুই অধিনায়কের বায়োপিক। দ্বিতীয়বার ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া ধোনি এবং ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়া সাবেক ভারত অধিনায়ক আজহারউদ্দিন।

বাংলাদেশের দ.আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত


December 30, 2016

    

 

ক্রীড়া 24 ডেস্ক : আইসিসির ফিউচার ট্যুর প্রোগাম অনুযায়ী আগামী বছর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে তা সবারই জানা। স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

 

সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিতব্য সফরের পুর্নাঙ্গ সূচি বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

 

২৮ সেপ্টেম্বর টেস্ট ম্যাচ দিয়ে দুই দলের লড়াই শুরু হবে। প্রথম টেস্টটি হবে পচেফষ্ট্রমে। ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। ১৫ অক্টোবর প্রথম ওয়ানডে হবে কিম্বার্লি স্টেডিয়ামে। ১৮ ও ২২ অক্টোবর শেষ দুই ওয়ানডে হবে পার্ল ও ইষ্ট লন্ডনে। ২৬ ও ২৯ অক্টোবর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ব্লুমফন্টেইনে ২৬ অক্টোবর হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২৯ অক্টোবর পচেফষ্ট্রমে শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শেষ করবে বাংলাদেশ।

 

টেস্ট ও ওয়ানডে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচের সুযোগ পাবে বাংলাদেশ। টেস্ট সিরিজের আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বেনোনিতে ২১ সেপ্টেম্বর ম্যাচটি শুরু হবে। এছাড়া ওয়ানডে সিরিজের আগে ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

দীর্ঘ নয় বছর পর আগামী বছর দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। ২০০৮ সালে সবশেষ দক্ষিণ আফ্রিকায় পা পড়েছিল বাংলাদেশের। ওই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিল দুই দল।

বলিউডে ১২ মাসে ১৩ বায়োপিক!

বলিউডে ১২ মাসে ১৩ বায়োপিক!

ডিসেম্বর ৩০, ২০১৬

বিনোদন ২৪ ডেস্ক: বলিউডে একেক বছর একেক ঘরানার ছবি তৈরির হিড়িক দেখা যায়। এরই ধারাবাহিকতায় চলতি বছর  ছিল সত্য ঘটনা নিয়ে বলিউডের মাতামাতি। এ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বাজার মাতিয়ে রেখেছে বায়োপিক। বছর শেষে দেখা যায়, ১২ মাসে ১৩টি জীবনীনির্ভর ছবি মুক্তি পেয়েছে বলিউডে।

রেবেলাস ফ্লাওয়ার
বছরের শুরুতেই মুক্তি পায় স্বল্প বাজেটে নির্মিত ছবি রেবেলাস ফ্লাওয়ার। ছবিটি নিয়ে বলিউডে তেমন একটা আলোচনা হয়নি। এটি তৈরি হয় ধর্মগুরু রাজনীশ অশোর জীবনী অবলম্বনে।

এয়ারলিফট
জানুয়ারিতেই মুক্তি পায় বছরের অন্যতম আলোচিত ছবি অক্ষয় কুমারের এয়ারলিফট। ছবিটি নির্দিষ্ট কারও জীবনীকে ভিত্তি করে তৈরি না হলেও এতে যে চরিত্রগুলো দেখানো হয়, তা বাস্তব থেকেই নেওয়া। ছবিটি কুয়েতনিবাসী ভারতীয় ধনকুবের হরভজন সিং বেদী ও ম্যাথুনি ম্যাথিউসের জীবন অবলম্বনে।

নিরজা
বছরের দ্বিতীয় মাসে মুক্তি পায় আরেক আলোচিত জীবনীনির্ভর ছবি নিরজা। এ ছবিতে ভারতের সম্মানজনক ‘অশোক চক্র’ পদক পাওয়া প্রয়াত বিমানবালা নিরজা ভানোতের চরিত্রে অভিনয় করেন সোনম কাপুর। তিনি এতে অভিনয় করে বছরজুড়েই হন আলোচিত।

আলীগড়
ফেব্রুয়ারিতে মুক্তি পায় আরও একটি ছবি আলীগড়। এতে অভিনেতা মনোজ বাজপেয়ি অভিনয় করেন ভারতীয় লেখক ও ভাষাবিদ রামচন্দ্র সিরাসের চরিত্রে। এটি বিকল্পধারার ছবি হওয়ায় তেমন সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। তবে সমালোচকেরা ছবিটি মুক্তির পর থেকেই এর প্রশংসা করে আসছেন।

আজহার
দুই মাস বলিউড কোনো জীবনীনির্ভর ছবি পায়নি। তবে মে মাসে এসে মুক্তি পায় আলোচিত তিন ব্যক্তির জীবনীনির্ভর তিনটি ছবি। প্রথমটি ছিল ক্রিকেটার আজহারউদ্দিনের জীবনী অবলম্বনে ছবি আজহার।

সরবজিৎ
মে মাসেই পাকিস্তানে বন্দী ভারতীয় নাগরিক সরবজিৎ সিংয়ের জীবন নিয়ে তৈরি ছবি সরবজিৎ। ছবিতে সরবজিতের বোন দলবীর কাউরের ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া। ছবিতে সরবজিতের ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুদা।

বীরাপন্ন
মে মাসে মুক্তি পায় আরো একটি সিনেমা। ভারতের কুখ্যাত ডাকাত বীরাপ্পনের জীবনকাহিনি নিয়ে তৈরি হয় বীরাপন্ন।

রমন রাঘব ২.০
ডাকাত বীরাপ্পনের পর জুনে বলিউডে সাড়া ফেলে আরেক কুখ্যাত ব্যক্তির জীবনী। তিনি হলেন ভারতের আলোচিত সিরিয়াল কিলার রমন রাঘব। সেই খুনির চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নওয়াজউদ্দিন সিদ্দিকী। নির্মাতা অনুরাগ কাশ্যপ তার রমন রাঘব ২.০ ছবিটি নিয়ে যান কান চলচ্চিত্র উৎসব পর্যন্ত।

সুলতান
বছরের সবচেয়ে সফল ছবির তালিকার শীর্ষে আছে সালমান খান অভিনীত ছবি সুলতান। এতে সালমান অভিনয় করেন এক সত্যিকারের কুস্তিগিরের চরিত্রে। এই কুস্তিগির ভারতের হরিয়ানানিবাসী। তার প্রেমকাহিনি অবলম্বনেই বলিউডের ২০১৬ সালের সবচেয়ে সফল ছবিটি মুক্তি পায় জুলাই মাসে।

রুস্তম 
ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কে এম নানাভাতির জীবনের একটি অংশ নিয়ে তৈরি ছবি রুস্তম। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এ ছবি নিয়েও বছরের একটি নির্দিষ্ট সময়ে ছিল দারুণ আলোচনা। শত কোটি রুপির বেশি আয় করে বছরের সবচেয়ে সফল ছবির তালিকায়ও ছিল আগস্টে মুক্তি পাওয়া রুস্তম।

এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি
ক্রিকেটার এম এস ধোনি এ বছর খেলা-সংক্রান্ত খবরের চেয়ে বেশি সিনেমার কারণে ছিলেন আলোচিত। তার জীবনী অবলম্বনে তৈরি ছবি এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি সেপ্টেম্বরে মুক্তি পায়। ছবিটি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি আয় করেছে বক্স অফিসে। তা ছাড়া জীবনীনির্ভর ছবির কদর বেশি থাকায় ছবিটি আলাদাভাবে নজরও কেড়েছে দর্শকদের।

আন্না
ভারতের রাজনীতির জগতে আলোড়ন তোলা সমাজকর্মী আন্না হাজারেকে নিয়েও সিনেমা তৈরি হয়েছে এ বছর। অক্টোবর মুক্তি পাওয়া সেই ছবিটি নিয়ে তেমন বেশি আলোচনা না হলেও জীবনীনির্ভর ছবির হওয়ার কারণে একেবারে ভরাডুবি হয়নি।

দঙ্গল
বছরের শেষে সবচেয়ে আলোচিত জীবনীনির্ভর ছবিটি মুক্তি পায়। আমির খানের সেই ছবি দঙ্গল নিয়ে এখন আলোচনার কমতি নেই। কুস্তিগির গীতা ফোগাত ও তার বাবা মহাবীর সিং ফোগাতের জীবনের একটি অংশ অবলম্বনে নির্মিত এই ছবি একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙেই যাচ্ছে।সূত্র-আলনিউজবিডি২৪.কম

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...