শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

পদুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উত্তর আমিরাবাদ মজুমদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ।






 পদুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উত্তর আমিরাবাদ মজুমদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ।
নিজস্ব প্রতিবেদক,  লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ ৪নং ওয়ার্ডের উত্তর আমিরাবাদ মজুমদার পাড়া নিবাসী স্বর্গীয় বিধুভূষণ মজুমদারের জৈষ্ঠ্য পুত্র বিশিষ্ট সমাজসেবক,  ব্যাংকার শ্রী উজ্জ্বল মজুমদার'র  নিজস্ব তহবিল থেকে ২৯ জানুয়ারি সকালে পদুয়া জলদাশ পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে নগদ অর্থ,  শীতবস্ত্র, শাড়ি ও লুঙ্গী বিতরন করা হয়,







এ সময় উপস্থিত ছিলেন উত্তর আমিরাবাদ মজুমদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদের পক্ষে বিশিষ্ট সমাজসেবক শ্রী গৌতম মজুমদার,বিশিষ্ট সমাজসেবক, ব্যাংকার  শ্রী উজ্জ্বল মজুমদার বাবলা, সমাজ সেবক শ্রী কল্লোল মজুমদার (রন্জন), সমাজ সেবক শ্রী রুপন মজুমদার ও বিশিষ্ট সমাজসেবক  শিক্ষক শ্রী সুমন মজুমদার হিরো ও কৃতি শিক্ষার্থী প্রতিভা মজুমদার লোপা। এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শ্রী সুনিল কুমার চৌধুরী, সমাজসেবক  শ্রী সোনারাম জলদাশ, শ্রী সর্বানন্দ জলদাশ, শ্রী স্বপন জল দাশ ও শ্রী লক্ষণ জল দাশ প্রমুখ। শেষে শ্রী উজ্জ্বল মজুমদার বাবলা,  ভবিষ্যতেও  ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার ব্যাপারে  তাদেরকে আশ্বস্ত করেন।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...