মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

বান্দরবান সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

 



বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ 
বান্দরবান  সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান    অধ্যাপক এনামুল হাই এফসিএস  এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা মঙ্গলবার(২৯.১২.২০ইং) দুপুরে  কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে   অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে এতে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অধ্যক্ষ,  অধ্যাপক মকছুদুল আমিন। 


  বিভাগের সকল বর্ষের  স্নাতক শিক্ষার্থীদের আয়োজনে বান্দরবান নীলাচল পর্যটন কেন্দ্রে বিকালে আলাদা বিদায় সংবর্ধনা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।শিক্ষার্থীদের পক্ষ থেকে  স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন, হিসাববিজ্ঞান বিভাগের ১ম ব্যাচের ছাত্র, মোঃ সোহেল, ২য় ব্যাচের ,  মোঃ মনিরুল ইসলাম, ৩য় ব্যাচের পম্পি চৌধুরী ও অন্যান্য ব্যাচেরও বক্তব্য দেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে গিফট  প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে   তিনি   বলেন,  শিক্ষার্থীদের আয়োজন আমাকে মুগ্ধ করেছে।  শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি আলোকিত ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করে বলেন তোমরা মানুষের মতো মানুষ হলে আমার শিক্ষকতা জীবন স্বার্থক হবে।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক,  এসএম আইনুল করিম, গেস্ট লেকচারার ,  সুমদত্ত বড়ুয়া, গেস্ট লেকচারার, মনিরুল ইসলাম। 
শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, মোঃ ফয়সাল, মোঃ সোহেল, নয়ন বড়ুয়া, পম্পি চৌধুরী,  মাহিনূর আক্তার উর্মি, প্রত্যাশা, মোঃ তারেক, বিটন তঞ্চঙ্গ্যা, মোঃ হোসেন প্রমূখ। 

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...