মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

পটিয়া পিটিঅাই এর বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


Posted by B.K
নিজস্ব প্রতিবেদকঃ
পটিয়ার পিটিঅাই এর বর্ণিল সাজে সজ্জিত মাঠে ডিপিএড প্রশিক্ষণার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় গত ৬ই মার্চ। প্রধান অতিথি হিসেবে যোগ উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান বিল্লাহ। স্বাধীনতা মাস উপলক্ষে ৬ই মার্চ অায়োজিত প্রশিক্ষণার্থীদের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সকালে জাতীয় পতাকা,পিটিঅাই প্রতিষ্ঠানের পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি-উপ-পরিচালক মাহাবুবুর রহমান বিল্লাহ। পরে মশাল প্রজ্জ্বলন ও প্রশিক্ষণার্থীদের মার্চফাস্ট প্রদর্শনের মাধ্যমেই অনুষ্ঠানের শুভসূচনা  হয়। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে বস্তা দৌড়,ভারসাম্য দৌড়,গুপ্তধন উদ্ধার এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অাগে দীর্ঘলাফ,গোলক নিক্ষেপ,৪০০ মিঃ দৌড়,রিলে দৌড়,ম্যাজিক্যাল চেয়ারসহ বিভিন্ন প্রতিযোগিতাগুলোর ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারণ সম্পন্ন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- শিক্ষকরা স্ব স্ব বিদ্যালয়ে এমন অনুষ্ঠানের অায়োজন করে কোমলমতি শিশুদের শারীরিকভাবে সুস্থ থাকার ও অানন্দের খোরাক যোগাতে সমর্থ হবেন অার শিশুদের বুদ্ধিবিকাশে সক্ষম হবে।
সভাপতি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের সুশৃংখল সমাজ গড়ার কারিগর হিসেবে অাখ্যায়িত করেন এবং অনুষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পরে বিজয়ী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে স্বাধীনতার প্রতিকৃতি তুলে ধরতে দারুণ এক ডিসপ্লে প্রদর্শন করেন প্রশিক্ষণার্থীবৃন্দ।ইন্সট্রাক্টর সন্তোষ কুমার দে এর সঞ্চালনায়,পিটিঅাই এর সুপারিন্টেনডেন্ট (অঃদাঃ) সুব্রতা গুহের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার এইউইও, ইউইও,পিটিঅাই এর রিসোর্স পার্সনবৃন্দসহ সকল ইন্সট্রাক্টরবৃন্দ।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...