মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

লোহাগাড়ায় "সাকসেস প্লাস" কোচিং এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত

Posted by B.K
শিক্ষা ২৪ ডেক্স:লোহাগাড়া উপজেলার সুনামধন্য কোচিং সেন্টার, Success Plus কোচিংসেন্টার থেকে জে,এস,সি পরীক্ষায় A+  প্রাপ্তদের সংবর্ধনা ও মিষ্টি বিতরণ অনুষ্টিত।কোচিং সেন্টারের অফিস রুমে ৩রা জানুয়ারি সকালে  এই সংবর্ধণা দেওয়া হয়।Success Plus কোচিংসেন্টারের উত্তর আমিরাবাদ শাখায় অনুষ্ঠিত  অনুষ্ঠান উক্ত কোচিংসেন্টারের পরিচালক মো:মিনহাজ উদ্দীন  মিজবাহ র সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কোচিংসেন্টারের তত্বাবধায়ক ও বার আউলিয়া বিশ্ববিদ্যায় কলেজের শিক্ষক অধ্যাপক জনাব আক্তার উদ্দীন।উক্ত অনুষ্ঠানে  A+ প্রাপ্ত তৌহিদকে এবং A+ প্রাপ্ত তাশফিয়া সহ সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিচালক মো:মিনহাজ উদ্দীন মিজবাহ ও অধ্যাপক আক্তার উদ্দীন।অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে অধ্যাপক আক্তার বলেন অন্যান্য কোচিং এর ১০ বছরে ও একজন A+ পাওয়ার নজির নাই সেখানে Success Plus কোচিংসেন্টার ১ম বছরেই ৬ জনের A+ পাওয়া এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।এটি প্রমান করে Success Plusকোচিংসেন্টার ভাল ছাত্র তৈরির এক অনন্য প্রতিষ্ঠান।অনুষ্ঠানে A+ প্রাপ্তরা তাদের অনুভূতি শেয়ার করেন।যেখানে হাজারও স্বপ্ন বস্তবে পরিনত হয়।

উৎসবমুখর পরিবেশে উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

লোহাগাড়া উপজেলার    ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান উত্তর আমিরাবাদ  সরকারি বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্যেদিয়ে " বই বিতরণ উৎসব-২০১৭"  সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, নতুন বছরের নতুন বই বিতরণ। এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও  কমিটির সদস্যরা। অফিস সহকারি সত্যজিৎ রায়, সিটিজি২৪বিডি.কম কে বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। ইতোমধ্যে ক্লাস শুরু হয়েছে।

সেই বাসিরন এখন ৬ষ্ঠ শ্রেণিতে

Posted by B.K

শিক্ষা ২৪ ডেক্স:মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর এম এইচ এ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বছরের প্রথম দিনেই ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে বই নিলেন ৬৩ বছর বয়সী সেই বাসিরন খাতুন। রোববার (১ জানুয়ারি) সকালেই ভর্তি হতে স্কুলে পৌঁছে যান তিনি।

সেখানে ভর্তি শেষে তাঁর হাতে বই তুলে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল আহমেদ। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বই পেয়ে বাসিরন খাতুন বলেন, ‘প্রাথমিক পাস করে মাধ্যমিকে ভর্তি হয়িছি। খুবই ভালো লাগছি। এখন স্বপ্ন দেখছি বেঁচি থাকলে মাধ্যমিক পাস করার।’

ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন, ‘বাসিরনকে যতই দেখছি, ততই অভিভূত হচ্ছি। এই বয়সে তাঁর লেখাপড়ার প্রতি স্পৃহা দেখে খুব ভালো লাগছে। তাঁর লেখাপড়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ৬৩ বছরের বয়সী বাসিরনের লেখাপড়ার প্রতি বেশ আগ্রহ রয়েছে। তাঁকে প্রথম দিনেই বই দেওয়া হয়েছে। স্কুল থেকে তাঁকে এক সেট পোশাক উপহার দেওয়া হবে।

মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মাঠপাড়ার রহিল উদ্দিনের (মৃত) স্ত্রী ৬৩ বছর বয়সী বাসিরন খাতুন গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়ে জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হন।

মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ



স্পোর্টস  ২৪ ডেক্স:মালদ্বীপের বিপক্ষে কখনও না হারার রেকর্ড বজায় রাখল বাংলাদেশ। গত সাফে ৩-১ আর এসএ গেমসে ২-০ গোলে মালদ্বীপকে হারিয়েছিল কৃষ্ণারা।ফলে ৬-০ গোলের বিশাল জয়ে ফাইনালে উঠল নারী ফুটবল দল।গত তিন আসরের দুটিতে (২০১০ ও ২০১৪ সাল) নেপালের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিলেও চতুর্থ আসরে সেই অধরা ফাইনালের দেখা পেল বাংলাদেশের মেয়েরা।

সাফ ফুটবলে বাংলাদেশকে প্রথমবারের মতো ফাইনালে তুলতে হ্যাটট্রিক করেছেন সিরাত জাহান স্বপ্না। জোড়া গোল সাবিনা খাতুনের। এই দুই ফরোয়ার্ডের সঙ্গে গোলের খাতায় নাম লেখালেন ডিফেন্ডার নার্গিস খাতুনও। ৬-০ গোলের বিশাল জয়ে স্বপ্ন পূরণের শেষ ধাপে পৌঁছে গেছে গোলাম রব্বানী ছোটনের দল। সেখানে প্রতিপক্ষ তিন বারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারত, যাদের রুখে দিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনারা

ভারতের বিপক্ষে সব শেষ ম্যাচের রক্ষণাত্মক কৌশল ছেড়ে বেরিয়ে মালদ্বীপের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলে ফেরার কথা বলেছিলেন বাংলাদেশ কোচ। শেষ পর্যন্ত সেই কৌশলেই  এল সাফল্য।

তবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় সেমি-ফাইনালে শুরুর দিকে কিছুটা অগোছালো ফুটবল খেলা ছোটনের দল ষষ্ঠ মিনিটে ধাক্কা খেতে বসেছিল। ডিফেন্ডার শিউলি আজিম ব্যাক পাস দিতে গিয়ে বল তুলে দেন শাহুলা তাউফেজের পায়ে। বিপদসীমায় ঢুকে পড়া এই মিডফিল্ডারকে শট নেওয়ার আগে বল গ্লাভসবন্দী করেন সাবিনা আক্তার।

একাদশ মিনিটে স্বপ্নার দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেওয়ার পর আরও দুই ডিফেন্ডারকে কাটিয়ে মাপা শটে গোল করেন এই ফরোয়ার্ড।

তিন ফরোয়ার্ডে সাজানো বাংলাদেশের আক্রমণভাগের মূল খেলোয়াড় সাবিনা খাতুনকে শুরু থেকে কড়া পাহারায় রাখে ডিফেন্ডাররা। তবে সাবিনা-স্বপ্নার মিলিত প্রচেষ্টায় ২২তম মিনিটে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। সতীর্থের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক থেকে আক্রমণ শানানো সাবিনার নিখুঁত পাস প্লেসিং শটে জালে জড়িয়ে দেন স্বপ্না।

মালদ্বীপের রক্ষণে চাপ ধরে রাখা বাংলাদেশ প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত। ৩৫তম মিনিটে ডান দিক থেকে কৃষ্ণা রানী সরকারের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

৪৮তম মিনিটে ম্যাচ নিজেদের মুঠোয় নিয়ে নেয় বাংলাদেশ। স্বপ্নার বাড়ানো ক্রসে দারুণ শটে লক্ষ্যভেদ করেন সাবিনা। চার মিনিট পর মালদ্বীপকে আরও কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। ডান দিক থেকে স্বপ্নার বাড়ানো বলে ডিফেন্ডার নার্গিস খাতুনের ঝুলিয়ে নেওয়া শট ক্রসবারের ভেতরের কানায় লেগে ঠিকানা খুঁজে পায়।

প্রথমবারের মতো সেমি-ফাইনালে ওঠা মালদ্বীপের ম্যাচে ফেরার আশা ৫৮তম মিনিটে একেবারে শেষ করে দেয় বাংলাদেশ। মার্জিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে সাবিনাকে বাড়ান স্বপ্না। সাবিনার ফিরতি পাস থেকে পাওয়া বল মাপা শটে জালে পৌঁছে দিয়ে হ্যাটট্রিকের আনন্দে মাতেন স্বপ্না।মার্জিয়াকে মরিয়ম ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে স্কোরলাইন ৬-০ করেন সাবিনা। প্রতিযোগিতায় বাংলাদেশের এই ফরোয়ার্ডের গোল হলো ৭টি।

৬৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে মার্জিয়ার ফ্রি কিক পোস্টে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে পাওয়া সুযোগটি কাজে লাগাতে পারলে হ্যাটট্রিকের আনন্দে ভাসতে পারতেন সাবিনা কিন্তু উড়িয়ে মেরে তা নষ্ট করেন।

আফগানিস্তানকে ৬-০ গোলে হারিয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয়। দুই দলের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে প্রথমবারের মতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠে বাংলাদেশ।

আগামী ৪ই জানুয়ারি (বুধবার) টানা তিন শিরোপা জয়ী ভারতের সাথে লড়াইয়ে নামবে বাংলাদেশ।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...