মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

সেই বাসিরন এখন ৬ষ্ঠ শ্রেণিতে

Posted by B.K

শিক্ষা ২৪ ডেক্স:মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর এম এইচ এ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বছরের প্রথম দিনেই ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে বই নিলেন ৬৩ বছর বয়সী সেই বাসিরন খাতুন। রোববার (১ জানুয়ারি) সকালেই ভর্তি হতে স্কুলে পৌঁছে যান তিনি।

সেখানে ভর্তি শেষে তাঁর হাতে বই তুলে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল আহমেদ। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বই পেয়ে বাসিরন খাতুন বলেন, ‘প্রাথমিক পাস করে মাধ্যমিকে ভর্তি হয়িছি। খুবই ভালো লাগছি। এখন স্বপ্ন দেখছি বেঁচি থাকলে মাধ্যমিক পাস করার।’

ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন, ‘বাসিরনকে যতই দেখছি, ততই অভিভূত হচ্ছি। এই বয়সে তাঁর লেখাপড়ার প্রতি স্পৃহা দেখে খুব ভালো লাগছে। তাঁর লেখাপড়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ৬৩ বছরের বয়সী বাসিরনের লেখাপড়ার প্রতি বেশ আগ্রহ রয়েছে। তাঁকে প্রথম দিনেই বই দেওয়া হয়েছে। স্কুল থেকে তাঁকে এক সেট পোশাক উপহার দেওয়া হবে।

মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মাঠপাড়ার রহিল উদ্দিনের (মৃত) স্ত্রী ৬৩ বছর বয়সী বাসিরন খাতুন গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়ে জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...