মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

লোহাগাড়ায় "সাকসেস প্লাস" কোচিং এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত

Posted by B.K
শিক্ষা ২৪ ডেক্স:লোহাগাড়া উপজেলার সুনামধন্য কোচিং সেন্টার, Success Plus কোচিংসেন্টার থেকে জে,এস,সি পরীক্ষায় A+  প্রাপ্তদের সংবর্ধনা ও মিষ্টি বিতরণ অনুষ্টিত।কোচিং সেন্টারের অফিস রুমে ৩রা জানুয়ারি সকালে  এই সংবর্ধণা দেওয়া হয়।Success Plus কোচিংসেন্টারের উত্তর আমিরাবাদ শাখায় অনুষ্ঠিত  অনুষ্ঠান উক্ত কোচিংসেন্টারের পরিচালক মো:মিনহাজ উদ্দীন  মিজবাহ র সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কোচিংসেন্টারের তত্বাবধায়ক ও বার আউলিয়া বিশ্ববিদ্যায় কলেজের শিক্ষক অধ্যাপক জনাব আক্তার উদ্দীন।উক্ত অনুষ্ঠানে  A+ প্রাপ্ত তৌহিদকে এবং A+ প্রাপ্ত তাশফিয়া সহ সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিচালক মো:মিনহাজ উদ্দীন মিজবাহ ও অধ্যাপক আক্তার উদ্দীন।অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে অধ্যাপক আক্তার বলেন অন্যান্য কোচিং এর ১০ বছরে ও একজন A+ পাওয়ার নজির নাই সেখানে Success Plus কোচিংসেন্টার ১ম বছরেই ৬ জনের A+ পাওয়া এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।এটি প্রমান করে Success Plusকোচিংসেন্টার ভাল ছাত্র তৈরির এক অনন্য প্রতিষ্ঠান।অনুষ্ঠানে A+ প্রাপ্তরা তাদের অনুভূতি শেয়ার করেন।যেখানে হাজারও স্বপ্ন বস্তবে পরিনত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...