সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

বি.কে হাজারীর কবিতাঃসময় তুমি অসময়ে!

 Posted by B.K Bichitro

সময় তুমি অসময়ে

সময় তুমি অসময়ে
বি.কে.হাজারী
————————————-

সময় তুমি সুধাও যবে
কে আপন কে পর?
সব হারিয়ে নিঃস্ব হেথায়
সাজাই কেমনে আপন ঘর?

সময় তুমি প্রমাণ দাও
ভালোবাসা নাকি অভিনয়;
প্রেমরসের ডুবন্ত লাশ
এখন কি উপায়?

সময় তুমি অতি জিঙ্কেস
বাছাই করো গরিব-ধনী;
স্বার্থ ছাড়াই ভাবাও তুমি
তুলে ধরো বিষধর ফনী।।

সময় তুমি বুঝিয়ে দাও
প্রিয়জন না প্রয়োজন;
ঠেকায় পড়ে করছিল তোমায়
অধিক ভক্তি-সম্বোধন।।

সময় তুমি বড়ই নিষ্ঠুর
বাস্তবতার যাঁতাকলে;
সমাধান ছাড়া শিক্ষা দাও
অসময়ে কথা বলে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...