বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

পরীক্ষার খাতা মূল্যায়নে অভিজ্ঞ শিক্ষক কেন নয়:হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক |

এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক কেন নয় জানতে চেয়েছেন সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ।

যোগ্য শিক্ষক দিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করানো এবং তা করতে পর্যাপ্ত সময় কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

শিক্ষাসচিব ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে করা এ রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

গত বছরের ২৩ নভেম্বর ‘পরীক্ষার খাতা দেখায় নৈরাজ্য’ শিরোনামে এক প্রতিবেদন একটি দৈনিকে ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ১ জানুয়ারি একটি রিট করে।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...