বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

জাতীয় পতাকার আদলে স্কুল ব্যাগ, নতুন ড্রেস, নতুন বই পেয়ে খুশি বান্দরবানের চিম্বুক পাড়া স্কুলের শিক্ষার্থীরা।

 নতুন বই, নতুন পোশাক, নতুন ব্যাগ

চিম্বুক পাড়ায় ছাত্র-ছাত্রীদের মুখে হাসি।


বি.কে বিচিত্র, বান্দরবান।

চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নতুন বই, নতুন স্কুল ড্রেস, নতুন স্কুল ব্যাগ পেয়েছে। স্কুল ব্যাগের নকশা সবার দৃষ্টি কেড়েছে। পাহাড়ি সংস্কৃতির সাথে মিল রেখে বাংলাদেশের জাতীয় পতাকার রং-এ সংমিশ্রণে ব্যাগটি নকশা করা হয়েছে। ব্যাগটি সংস্থার থানচি ট্রেনিং সেন্টারে বানানো হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সমন্বয়ক বিদ্যাপূর্ণ চাকমা। স্কুলটি হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালনা করছে।

                                (


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...