মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭

সাহিত্য ও সংস্কৃতি

       কবিতা-  রাজকূট ( বর্ণক্রম-তিন শব্দ)
                  -বি.কে
রাজ্যে রঞ্জিত রাজকূট,
ভূবনে ভোলাল ভোট।
নেতা নৈতিকতা নীতি,
প্রভাব প্রতীভূ প্রীতি।
মানুষ মনুষ্যত্ব মানবিক,
সম্প্রীতি স্বভাব সমদিক।
কথিত কথা কর্তব্য,
বর্ণিত বিভিন্ন বক্তব্য।
শিক্ষা শোণিত শোভিত,
অনবদ্য অবাধ্য অবিরত।
সমাজ সমন্বয় সাধিত,
প্রবাহ পরিনত প্রণীত,
চাকরি চর্চা চরিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...