সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭

বান্দরবান সরকারি কলেজে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

বি.কে বিচিত্র, নিজস্ব প্রতিবেদক,বান্দরবান:সম্প্রতি বাংলাদেশের অনেক বেসররকারি কলেজকে সরকারিকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বেসরকারি শিক্ষকরা ক্যাডারভুক্ত হওয়ার অঙ্গীকার করে সরকার। কিন্তু  বিসিএস শিক্ষক সমিতি তা মানতে নারাজ। তাদের দাবি হল সরকারিকৃত শিক্ষকরা ক্যাডারভূক্ত হতে পারবে না। তাদের আলাদা মর্যাদা দিতে হবে। অন্যান্য কলেজের মতো বান্দরবান সরকারি কলেজের শিক্ষকরা কিছুদিন আগে মানববন্ধন করে। সোমবার সকালে শিক্ষক মিলনায়তন কক্ষে দাবির প্রেক্ষিতে এক সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়। এতে  অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। আরো উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদ সভাপতি,  বিভাগীয় প্রধানগণ,  অন্যান্য শিক্ষকরা ও সাংবাদিকবৃন্দ।
শিক্ষকরা বলেন, সরকারের এই সিদ্ধান্ত শিক্ষানীতি- ২০১০  বিরোধী। শিক্ষানীতিতে তাদের অন্তর্ভূক্ত করার কোন বিধান বা সংশোধন নেই। আলাদা প্রজ্ঞাপন,  স্বতন্ত্র নীতির ভিত্তিতে তাদের মর্যাদা দেওয়ার দাবি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...