শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

লোহাগাড়ার উত্তর আমিরাবাদে আজ থেকে শুরু হচ্ছে অষ্টপ্রহরব্যাপি মহোৎসব

Posted by B.K Bichitro.
লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ মজুমদার পাড়ায় শনিবার থেকে শুরু হয়েছে অষ্টপ্রহরব্যাপি মহোৎসব।
  উত্তর আমিরাবাদ সাবর্জনীন কালী মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী কালীমাতা বিগ্রহের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩১ডিসেম্বর২০১৬  ধর্মসভা ও ০১জানুয়ারি২০১৭ অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় অধিবাস ও কীর্তনের মধ্যদিয়ে উৎসব আরম্ভ হয়। তারপর  বিশ্ব শান্তি কামনায়  ধর্মসভার আয়োজন রয়েছে।  সূত্রে জানা গেছে,  প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন,প্রধান অতিথি; হরিশংকর গুপ্ত, সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,লোহাগাড়া উপজেলা শাখা।প্রধান বক্তা কাঞ্চন আচার্য্য রাজু সাধারন সম্পাদক সাতকানিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদ, মহান অতিথি বাবু গৌতম ধর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রামপুর,সাতকানিয়া, সংবর্ধেয় অতিথি রফিকুল ইসলাম চৌধুরী,ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরাবাদ ইউনিয়ন পরিষদ। রাত ১০টা মহাপ্রসাদ বিতরণ করা হয়। ১লা জানুয়ারি রবিবার ভোর থেকে শুরু হয় মহানাম সংকীর্তন।  সত্যজিৎ রায় জানান, এবারের প্রধান আকর্ষণ হল বিভিন্ন দেব-দেবীর মূর্তি প্রদর্শন। নাম শুনাচ্ছেন দেশের জনপ্রিয় কীর্তনী দল। দুপুর ১ টায়  ও রাত ৯টায় আনন্দ
উক্ত অনুষ্ঠানে  সবাইকে আসার  আমন্ত্রন জানান উৎসব কমিটি।
বাজারে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...