বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মাশরাফিদের প্রশংসা

নিউজিল্যান্ডের বিপক্ষে হেগলি ওভালে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে মাশরাফি বিন মুর্তজার দলকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

৩৪২ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও শেষ অবধি লড়াই করে গেছে টাইগাররা। বাংলাদেশ দলের এমন ইতিবাচক মনোভাবের কথা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেদের ওয়েব সাইডে মাশরাফিদের প্রশংসা করে লিখেছে, পরে ম্যাচগুলোতে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে।

মাশরাফি-সাকিবদের প্রশংসা করে নিউজিল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও মনোবল হারায়নি তারা। বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত লড়াই করে গেছে।

সাকিব আল হাসান (৫৯), মুশফিকুর রহীম (৪২), মোসাদ্দেক হোসেন (৫০)। এ তিনজন দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যেমন করেছে। তাতে অবশ্য পরিষ্কার যে, সামনে তারা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে।’

যদিও হারের কারণ হিসেবে বাজে ফিল্ডিং-বোলিংকে কাঠগড়ায় তুলছেন দলনেতা মাশরাফি বিন মর্তুজা। বোলিংয়ে শর্ট বল বেশি হয়েছে। এই উইকেটে ২৮০-৩০০ রান হবেই। বোলিং-ফিল্ডিং ভালো হলে তাদের ৪০ রান কম হতে পারতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...