বি.কে বিচিত্র, নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: :বান্দরবান সরকারি কলেজ হল রুমে ১৮ই জানুয়ারি , সন্ধ্যায় এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজ ছাত্রলীগের আয়োজনে বীর বাহাদুর এম পির পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় এই বছরেও মেধাবী, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই ব্যবস্থা চালু রয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু, যুগ্ন আহবায়ক শিবলু, কলেজ কমিটির সদস্য রাজু, সুরিত,নাজমুল, নারায়ণ, সুজন, রাজ, শুভ, বঙ্গবন্ধু ছাত্রাবাসের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক টিপু দাশ, সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু। এসময় প্রধান অতিথি বলেন , ছাত্রলীগ হল বাংলাদেশের প্রাচীন সংগঠন। বিভিন্ন আন্দোলনে যাদের অংশগ্রহণ ছিল অপ্রতিরোধ্য। ছাত্ররাই পারে দেশকে এগিয়ে নিতে, ক্ষুধা, দ্রারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়তে। ছাত্রলীগ মনে ধারণ করতে হবে।উপরে ছাত্রলীগ করলে হবে না। এসময় ইউনিউটের সকল সদস্য ও ছাত্র-ছাত্রিরা উপস্থিত ছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
বৈশিষ্ট্যযুক্ত পোস্ট
সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।
সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...
-
সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...
-
Articles, By, B.K Bichitro, Positive Thinking & Attitude can be considered as a special quality for any human being. Can lead hi...
-
লোহাগাড়ার রত্নাগর্ভা শিক্ষক দম্পতির ৩ সন্তানই এমবিবিএস পাশ ডাক্তার। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এমবি উ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন