বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

খাগড়াছড়িতে ইয়ুথ ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ।

খাগড়াছড়ির ছোটগাছবান ত্রিপুরা পল্লীতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণে ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ
------------------------------------------------
বাবলু হাজারী।♦::রুমা উপজেলায় অগ্রবংশ অনাথালয়ের বস্ত্র ও খাদ্য বিতরণের পর এবার খাগড়াছড়ির গহীণ অরণ্যে ত্রিপুরাপল্লীতে " বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ" করে অার্ত মানবতার কল্যাণের সংগঠন ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ।
গত ২৫/১২/১৬ খাগড়াছড়ির ছোটগাছবান এলাকার ত্রিপুরাপল্লীতে প্রায় ৮০০-৯০০ মানুষের মাঝে এ কর্মসূচির অায়োজন করা হয়।
১০ জন চিকিৎসকসহ প্রায় ১৮-২০ জন সদস্যের সমন্বয়ে এ উদ্যোগের অায়োজন হয়। ঐ সময় দানবীর ধার্মিক অদুল -অনিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অদুল চৌধুরী তার প্রতিষ্ঠিত শিবমন্দির উদ্বোধনের পাশাপাশি এ ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ এ মানবতার উদ্যোগ গ্রহণ করে। এ কর্মসূচিতে অারো উপস্থিত ছিলেন- উক্ত সংগঠনটির উপদেষ্টা শ্যাম ধর,রুবেল সাহা, ফাউন্ডার অনুপম দেবনাথ পাভেল,কো অপারেটর বাবলু হাজারী, বাপ্পা,সৌরভ,সঞ্জয়,অংকনসহ অারো অনেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...