বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

লোহাগাড়ার একমাত্র নিম্নমাধ্যমিক প্রাইমারি স্কুলে শিক্ষক সংকট। বিপাকে শিক্ষার্থীরা।


লোহাগাড়া প্রতিনিধি(চট্টগ্রাম) :পূর্ব পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহাগাড়ার একটি মাত্র সরকারি প্রাইমারী স্কুল। যেখানে ৮ম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলছে। প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন এখানে জসিম উদ্দিন । তিনি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের অবস্থার পরিবর্তন আসতে শুরু করে। নিন্ম মাধ্যমিক শুরু হবার কিছু দিন পর যোগদান করেন লোহাগাড়ার ২ বিশিষ্ট শিক্ষক ও টট ট্রেনার এ,এস,এম মুমিনুল হক (এম, এ, ইংরেজী) যিনি ইংরেজী বিষয়ের ট্রেনার এবং মুহাম্মদ নূরুল ইসলাম(এম,এ, রাষ্ট্র বিজ্ঞান) যিনি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ট্রেনার। প্রধান শিক্ষক নিজেও একজন(এম,এ বাংলা) বাংলা বিষয়ের  টর্ট ট্রেনার।   অন্যান্য বিষয় শিক্ষকগনতো আছেনই।

প্রায় হাজারের বেশী শিক্ষার্থী,  ৮ শ্রেণির ১২ টি শাখার জন্য ১৪ জন শিক্ষকের  পদ থাকলেও মাত্র ৭ জন শিক্ষক নিয়ে চলছে এ বিদ্যালয়।  উপজেলা শিক্ষা অফিসের কাছে  বিদ্যালয়ের শিক্ষক সংকট নিয়ে বহুবার দেনদরবার করলেও কোন শিক্ষক মিলেনি এমন অভিযোগ রয়েছে।  স্থানীয় কমিটির পক্ষ হতে ৪ জন প্যারা  শিক্ষক নিয়োগ দিয়ে চলছে পাঠদান।  বিদ্যালয়টিতে অস্টম শ্রেনি পর্যন্ত খোলার পর স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চাপ কিছুটা কমে আসে। স্থানীয় গরীব ঘরের কিশোরী মেয়েরা দুরে স্কুলে না গিয়ে বাড়ীর পাশেই এখন ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষা নিতে পারছে। কিন্তু শিক্ষকের স্বল্পতা থাকার কারনে শিক্ষার্থীদের  নিয়মিত পাঠে ব্যাঘাত  ঘটছে।  বিদ্যালয়টির পাশে পুকুর থাকার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে ছাত্র-ছাত্রীরা। মাঠ না থাকার ধরুন জাতীয় সংগীত পাঠ, খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। এমন সমস্যায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা ও অভিভাবক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...