বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

খেলবে নাসির দেখবে দেশ, জিতবে আবার বাংলাদেশ’



স্পোর্টস ২৪ ডেক্স:বাংলাদেশ মানেই ক্রিকেট, ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা। কিন্তু সেই প্রানের ক্রিকেট এখন আর ক্রিকেট নেই! কেননা, এখন খেলোয়াড়দের স্কোয়াডে রাখা হয় শুধু মাত্র পানির বোতল টানার জন্য।

আর যাদের পানির বোতল টানার কথা তারা মাঠে খেলে। হ্যাঁ, বলছিলাম অবহেলিত অলরাউন্ডার নাসির হোসাইনের কথা কথা। দেশের হয়ে তারা যখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে নিউজিল্যান্ড যায় তখন নাসির এবং আনামুল বাংলাদেশ জাতীয় ডিভিশন লীগ খেলে।

 


বাংলাদেশের সকল ক্রিকেট ভক্তদের বলছি, ভাই আমরা ৭১এর যুদ্ধ দেখিনি! কিন্তু দেশের হয়ে খেলোয়াড়দের মাঠে নেমে যুদ্ধ করতে দেখেছি সহস্র বার। তাই সবার প্রতি আহ্বান জানাচ্ছি, স্লোগান হবে আরও একবার “খেলবে নাসির দেখবে দেশ, জিতবে আবার বাংলাদেশ।” খেলবে নাসির দেখবে দেশ, জিতবে আবার বাংলাদেশ। এই স্লোগানে ফেসবুকে ইভেন্ট খুলেছে নাসির ভক্তরা। আর তার ডিটেইলসে উপরের কথা গুলো লেখেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ডিভিশন ক্রিকেট লীগে ২০১ রানের অনবদ্য ক্রিকেট খেলেন নাসির হোসেন।সূত্র-বিডি২৪টাইমস.কম

বান্দরবান সরকারি কলেজে বীর বাহাদুর এম. পির পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ

বি.কে বিচিত্র, নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: :বান্দরবান সরকারি কলেজ হল রুমে ১৮ই জানুয়ারি ,  সন্ধ্যায় এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজ  ছাত্রলীগের আয়োজনে বীর বাহাদুর এম পির পক্ষ থেকে  ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় এই বছরেও মেধাবী, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই ব্যবস্থা চালু রয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা  ছাত্রলীগের সহ-সভাপতি ও কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু,  যুগ্ন আহবায়ক শিবলু, কলেজ কমিটির সদস্য রাজু, সুরিত,নাজমুল, নারায়ণ, সুজন, রাজ, শুভ, বঙ্গবন্ধু ছাত্রাবাসের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক শামীম।  অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক টিপু দাশ, সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু। এসময় প্রধান অতিথি বলেন , ছাত্রলীগ হল বাংলাদেশের প্রাচীন সংগঠন। বিভিন্ন আন্দোলনে  যাদের অংশগ্রহণ ছিল অপ্রতিরোধ্য। ছাত্ররাই পারে দেশকে এগিয়ে নিতে, ক্ষুধা, দ্রারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়তে। ছাত্রলীগ মনে ধারণ করতে হবে।উপরে ছাত্রলীগ করলে হবে না।  এসময় ইউনিউটের সকল সদস্য ও ছাত্র-ছাত্রিরা উপস্থিত ছিলেন।


লোহাগাড়ার একমাত্র নিম্নমাধ্যমিক প্রাইমারি স্কুলে শিক্ষক সংকট। বিপাকে শিক্ষার্থীরা।


লোহাগাড়া প্রতিনিধি(চট্টগ্রাম) :পূর্ব পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহাগাড়ার একটি মাত্র সরকারি প্রাইমারী স্কুল। যেখানে ৮ম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলছে। প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন এখানে জসিম উদ্দিন । তিনি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের অবস্থার পরিবর্তন আসতে শুরু করে। নিন্ম মাধ্যমিক শুরু হবার কিছু দিন পর যোগদান করেন লোহাগাড়ার ২ বিশিষ্ট শিক্ষক ও টট ট্রেনার এ,এস,এম মুমিনুল হক (এম, এ, ইংরেজী) যিনি ইংরেজী বিষয়ের ট্রেনার এবং মুহাম্মদ নূরুল ইসলাম(এম,এ, রাষ্ট্র বিজ্ঞান) যিনি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ট্রেনার। প্রধান শিক্ষক নিজেও একজন(এম,এ বাংলা) বাংলা বিষয়ের  টর্ট ট্রেনার।   অন্যান্য বিষয় শিক্ষকগনতো আছেনই।

প্রায় হাজারের বেশী শিক্ষার্থী,  ৮ শ্রেণির ১২ টি শাখার জন্য ১৪ জন শিক্ষকের  পদ থাকলেও মাত্র ৭ জন শিক্ষক নিয়ে চলছে এ বিদ্যালয়।  উপজেলা শিক্ষা অফিসের কাছে  বিদ্যালয়ের শিক্ষক সংকট নিয়ে বহুবার দেনদরবার করলেও কোন শিক্ষক মিলেনি এমন অভিযোগ রয়েছে।  স্থানীয় কমিটির পক্ষ হতে ৪ জন প্যারা  শিক্ষক নিয়োগ দিয়ে চলছে পাঠদান।  বিদ্যালয়টিতে অস্টম শ্রেনি পর্যন্ত খোলার পর স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চাপ কিছুটা কমে আসে। স্থানীয় গরীব ঘরের কিশোরী মেয়েরা দুরে স্কুলে না গিয়ে বাড়ীর পাশেই এখন ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষা নিতে পারছে। কিন্তু শিক্ষকের স্বল্পতা থাকার কারনে শিক্ষার্থীদের  নিয়মিত পাঠে ব্যাঘাত  ঘটছে।  বিদ্যালয়টির পাশে পুকুর থাকার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে ছাত্র-ছাত্রীরা। মাঠ না থাকার ধরুন জাতীয় সংগীত পাঠ, খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। এমন সমস্যায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা ও অভিভাবক।

খাগড়াছড়িতে ইয়ুথ ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ।

খাগড়াছড়ির ছোটগাছবান ত্রিপুরা পল্লীতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণে ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ
------------------------------------------------
বাবলু হাজারী।♦::রুমা উপজেলায় অগ্রবংশ অনাথালয়ের বস্ত্র ও খাদ্য বিতরণের পর এবার খাগড়াছড়ির গহীণ অরণ্যে ত্রিপুরাপল্লীতে " বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ" করে অার্ত মানবতার কল্যাণের সংগঠন ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ।
গত ২৫/১২/১৬ খাগড়াছড়ির ছোটগাছবান এলাকার ত্রিপুরাপল্লীতে প্রায় ৮০০-৯০০ মানুষের মাঝে এ কর্মসূচির অায়োজন করা হয়।
১০ জন চিকিৎসকসহ প্রায় ১৮-২০ জন সদস্যের সমন্বয়ে এ উদ্যোগের অায়োজন হয়। ঐ সময় দানবীর ধার্মিক অদুল -অনিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অদুল চৌধুরী তার প্রতিষ্ঠিত শিবমন্দির উদ্বোধনের পাশাপাশি এ ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ এ মানবতার উদ্যোগ গ্রহণ করে। এ কর্মসূচিতে অারো উপস্থিত ছিলেন- উক্ত সংগঠনটির উপদেষ্টা শ্যাম ধর,রুবেল সাহা, ফাউন্ডার অনুপম দেবনাথ পাভেল,কো অপারেটর বাবলু হাজারী, বাপ্পা,সৌরভ,সঞ্জয়,অংকনসহ অারো অনেকে।

বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হল ‘ইভেন্ট রিমাইন্ডার’



POSTED BY: B.K 28.12. 2016
আন্তর্জাতিক ২৪ডেক্স::​ফেসবুক মেসেঞ্জার অ্যাপে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ‘রিমাইন্ডার’ নামের নতুন এই ফিচারের মাধ্যমে অ্যাপের মধ্যে যে কোনো নির্দিষ্ট ইভেন্টের রিমাইন্ডার দিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা। পরবর্তীতে মেসেঞ্জার ওই অনুষ্ঠানের কথা মনে করিয়ে দিবে।

ব্যবহারকারী ‘আগামীকাল সকাল ৭টায় ঘুম থেকে উঠতে হবে’ এই মেসেজ মেসেঞ্জারে লেখার সঙ্গে সঙ্গে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ওই তারিখ ও সময়ের রিমাইন্ডার সেটিং অপশন দেখাবে। ফিচারটি রিমাইন্ডার সেট করেই সীমাবদ্ধ থাকে না, ব্যবহারকারীর ইচ্ছামতো তারিখ ও সময় পরিবর্তন করার ক্ষমতাও রাখে।

মেসেঞ্জার বন্ধ করে স্মার্টফোনের ক্লক অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যালার্ম ঠিক করার ঝক্কি না নিয়ে খুব সহজেই অ্যাপটিতে তারিখ ও সময় লিখে রিমাইন্ডার ঠিক করার সুযোগ পাবেন মেসেঞ্জার ব্যবহারকারীরা

সিএ’র বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ

স্পোর্টস২৪ ডেস্ক: ২০১৬ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)অফিসিয়াল ওয়েবসাইট। এই বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় তারা এই একাদশ তৈরি করেছে।

এই একাদশে জায়গা পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। একাদশে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের জস বাটলারকে।

এই বছর ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে মোট ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৭টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। তার বোলিং গড় ১৮.১০। ইকোনোমি রেট ৬.৬৮। বেস্ট বোলিং ফিগার ৫-২২।

এই বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদ ও কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলেন মোস্তাফিজুর রহমান।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ:ডেভিড ওয়ার্নার, জ্যাসন রয়, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, জস বাটলার (উইকেটরক্ষক), ফারহান বিহারডাইন, শহীদ আফ্রিদি, জ্যাসপ্রীত বুমরাহ, অ্যাডাম জাম্পা, মোস্তাফিজুর রহমান।--সূত্র-বিডি২৪টাইমস.কম

চট্টগ্রামে হচ্ছে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প





Posted by ctg24bd.com Desk::

​বন্দরনগরী চট্টগ্রামের পার্বত্য ফটিকছড়ির দাঁতমারি এলাকায় দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প হচ্ছে। ৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ প্রকল্প স্থাপনের প্রাথমিক প্রক্রিয়া হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রতিবেদন চাওয়া হয়। এরই আলোকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সামসুল আরেফিন স্বাক্ষরিত একটি প্রতিবেদন গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়।

প্রকল্পটি সম্পন্ন হলে তা থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে। সূত্র মতে, চট্টগ্রামে বড় ধরনের সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য চাওয়া প্রতিবেদন প্রধানমন্ত্রী কার্যালয়ে ইতিমধ্যে জমা দিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। 

উল্লেখ্য, বাংলাদেশে আগামী ২০২০ সালের মধ্যে ৬০ লাখ বাড়িতে সৌরবিদ্যুৎ নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা। যা বর্তমান উৎপাদনের তুলনায় দ্বিগুণ। এরই অংশ হিসেবে সরকার জরুরি ভিত্তিতে সৌরবিদ্যুৎ উৎপাদনে মনোযোগী হয়েছে।

সূত্র মতে, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) প্রস্তাবিত এ প্রকল্পের জন্য ১১৮ একর পতিত খাস জমি বন্দোবস্তের বিষয়ে মতামত চাওয়া হয়। ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের উত্তর বারমাসিয়া মৌজায় উল্লেখিত ভূমির অবস্থান।

ফটিকছড়ির সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) প্রস্তুত করা এ প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর বারমাসিয়া মৌজার ১১৭ দশমিক ৫৯ একর টিলা শ্রেণীর ভূমি বিএস ১নং খতিয়ানে বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনারের নামে রেকর্ড করা। এই ভূমি বনবিভাগের পিএফ (প্রোটেক্টেড ফরেস্ট) এর অন্তর্ভুক্ত। কিছু জমিতে বিভিন্ন ব্যক্তি আকাশী ও অন্যান্য গাছ রোপণ করেছেন। উল্লেখিত টিলা শ্রেণির জমির শ্রেণি পরিবর্তন করে এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে এসি (ল্যান্ড) কর্তৃক দেয়া প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে দেশের সবচেয়ে বড় এ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামে বিদ্যুৎ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ৮১ শতাংশই আসে সৌরবিদ্যুৎ থেকে। বর্তমানে দেশে মোট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২০ মেগাওয়াট। এর অধিকাংশই ব্যবহৃত হয় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। উল্লেখিত ২০ মেগাওয়াট বিদ্যুৎ এর মধ্যে দেশে উৎপাদিত সৌর প্যানেল থেকে বিদ্যুৎ আসে ৫ মেগাওয়াট। আর আমদানি করা সৌর প্যানেল থেকে উৎপাদন করা হয় ১৫ মেগাওয়াট বিদ্যুৎ। সরকার ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ বিদ্যুৎ সৌর ও বিকল্প ব্যবস্থা থেকে উৎপাদন করার টার্গেট ঘোষণা করেছে।

বাংলাদেশে সরকারি হিসেবে প্রায় ৪০ লাখ বাড়িতে সোলার হোম সিস্টেম রয়েছে। উদ্যোক্তারা মনে করছেন আগামী চার বছরে তা দ্বিগুণ হবে। কারণ জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতার বাইরে এখনো বহু মানুষ রয়ে গেছে।

পিডিবির তথ্য মতে, দেশে বর্তমানে ৮ থেকে সাড়ে ৮ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। আর চট্টগ্রামের ১৩৫৮ মেগাওয়াটের উৎপাদন ক্ষমতা সম্পন্ন সরকারি বেসরকারি ১২টি বিদ্যুৎকেন্দ্রে রয়েছে। যাতে বিদ্যুৎ উৎপাদিত হয় চাহিদার অর্ধেকেরও কম।

এদিকে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, সৌরবিদ্যুৎ খুব কম খরচে উৎপাদন করা যায়। তাছাড়া এ বিদ্যুৎ পরিবেশসম্মতও।

তিনি আরো বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছাতে এর বিকল্প নেই। কৃষিতে মোক্ষম সুবিধা হিসেবেও এ বিদ্যুৎকে কাজে লাগানো যাবে

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...