বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

পদুয়ায় অন্ধ পরিবাবের পাশে "সৎ সংঘ যুব ক্লাব'র সহযোগিতা।

 পদুয়ায় অন্ধ পরিবাবের  পাশে "সৎ_সংঘ_যুব_ক্লাব"

বি.কে হাজারী।লোহাগাড়া,চট্টগ্রাম।



" মানব সেবায় এগিয়ে আমরা ক'জন" এ শ্লোগানকে সামনে রেখে তৎকালীন কতিপয় ছাত্রের সমন্বয়ে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় সৎ সংঘ যুব ক্লাব।
 সেই ধারাবাহিকতা বজায় রেখে বিগত কিছুদিন আগে এশিয়ান টিভি,ভয়েস অনলাইন টিভি চ্যানেল সহ বিভিন্ন মিডিয়ায় স্থানীয় যুবক পলাশ দাশের(Polash Lakshmi)  প্রচেষ্টায়  উঠে আসে পদুয়া ইউনিয়নের বাড়ৈ পাড়ার মৃত দূর্গাচরণ দাশের দুই পুত্র ভোলা দাশ ও শংকর দাশের #অন্ধ_পরিবারের_কথা। একই পরিবারে ৩ জন অন্ধ(মেয়ে শান্তাসহ)। কি মর্মান্তিক আর কষ্টের...!!!
আজ ২৭ জানুয়ারি, ২০২১ইং 
"সৎ সংঘ যুব ক্লাবের" পক্ষ হয়ে 'মানব সেবায় এগিয়ে আমরা ক'জন' শ্লোগানের বাস্তবতা ধরে রাখতে কয়েকজন সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে সংগৃহীত নগদ পাঁচ হাজার (৫,০০০/-) টাকা *আর্থিক অনুদান* নিয়ে সশরীরে ঐ অন্ধদের বাড়ি উপস্থিত হয় ক্লাবের সাধারণ সম্পাদক -- বাবলু কান্তি হাজারী।
বিঃদ্রঃ মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় তাদের গৃহনির্মাণের কাজ ও চলমান।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা সংশ্লিষ্ট সকল সহযোগিদের।

                   ------- 

সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

বান্দরবানে স্বল্প খরচে" বিসিএস কোচিং"করার সুযোগ দিচ্ছে' পাইওনিয়ার কোচিং হোম।

 বি.কে বিচিত্র,বান্দরবান।




বান্দরবানে বিসিএস প্রস্তুতির জন্য স্বল্প খরচে কোচিং করার সুযোগ দিচ্ছে পাইওনিয়ার কোচিং হোম। ইতোমধ্যে এই প্রতিষ্ঠানটি মাসিক ৫০০/ টাকা ফিতে ব্যাচ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে নিউগুলশান শাখা ও বাজার শাখায় বিসিএস প্রত্যাশীরা ভর্তি হতে পারবে।
বান্দরবানে BCS কোচিং!! 
♦মাসিক ৫০০৳
 ♦সপ্তাহে তিন দিন ক্লাস
♦বিসিএস ক্যাডার কর্তৃক ক্লাস
অনার্স প্রথম বর্ষ থেকেই শুরু হোক বিসিএস প্রস্তুতি। 
বিস্তারিত জানতে কল করুন ☎️  01309745212 নাম্বারে।
ঠিকানা : বাজার শাখা, জজকোর্ট এলাকা,পাইওনিয়ার কোচিং হোম
উল্লেখ্য,  প্রতিষ্ঠানটি সুনামের সাথে দক্ষ শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে নিম্ন মাধ্যমিক জেএসসি, মাধ্যমিক এসএসসি'র  বিষয়ভিত্তিক কোচিং, ও  উচ্চ মাধ্যমিক শ্রেণির বিষয়ভিত্তিক কোচিং, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করিয়ে যাচ্ছে।
যা সচেতন অভিভাবক শ্রেণি ও শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে।
বান্দরবান জেলা সদরে  বিসিএস প্রস্তুতির কোচিং বিষয় জানতে চাইলে, প্রতিষ্ঠানটির পরিচালক, বিডিজার্নাল৭১ কে, জানান, বান্দরবান পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে একটি, কিন্তু বর্তমান সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়ন,  শিক্ষার প্রসার ও বিসিএস প্যাশনের কারণে কলেজ পড়ুয়া ও স্নাতক শেষ করা চাকরি প্রার্থীদের আগ্রহের কারণে এই উদ্যোগ করা হয়েছে। এতে বিভিন্ন বিসিএস ক্যাডাররা বিষয়ভিত্তিক ক্লাশ নিবেন। আশা করছি, এতে চাকরি প্রার্থীরাও উপকৃত হবে। ভবিষ্যতে আরো বড় পরিসরে কোচিং'র ব্যবস্থা করা হবে।

রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

ব্রয়লার মুরগি ও তেলাপিয়া মাছ আপনার দেহের যেসব ক্ষতি করে। সবার জানা উচিত।


 

ব্রয়লার মুরগি ও তেলাপিয়া মাছ আপনার দেহের যেসব ক্ষতি করে। সবার জানা উচিত


 Share on Facebook
     
কিছুদিন আগেই গবেষণা করে জানা গিয়েছে ব্র’য়লার মুরগি থেকে বিভিন্ন রো’গের প্রাদুর্ভাব ঘটতে পারে যেমন, ব্রয়লার মুরগির মা”স খেলে র’ক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ে যা থেকে ক্যা’ন্সারের ঝুঁকি বাড়ে। এরই মাঝে সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে সামনে এল আরেকটি তথ্য।
কথায় আছেই, মাছে ভাতে বাঙালী। এবার সেই মাছ থেকেই ছড়াচ্ছে এক মা’রণ রোগ। সাধারণ মধ্যবিত্ত বাঙালীর বাড়িতে তেলাপিয়া মাছ রান্না প্রায়ই হয়ে থাকে। এবারে এই তেলাপিয়া মাছ খাওয়া থেকে বিরত থাকতে অনুরো’ধ করেছেন একদল চিকিৎসক।
তেলাপিয়া মাছ থেকে যে ভা’ইরা’সের মাধ্যমে এই রোগ ছ’ড়াচ্ছে তার নাম হল ‘তেলাপিয়া লেক’। সম্প্রতি মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই মাছ খেলে মৃত্যু হতে পারে মানুষের। সাধারণত অল্প জায়গার মধ্যে বেশী মাছ চাষ করলে দূ’ষণের মাত্রা বেড়ে গিয়ে এই ধরনের ভাইরাস ও ব্যা’কটে’রিয়া দ্বা’রা আ’ক্রা’ন্ত হয় মাছেরা। এই মাছ চেনার উপায় হল, এই রোগে আ’ক্রা’ন্ত মাছের গায়ে ফোসকা দেখা যাবে এবং খাবার কম খাবে।
বাংলাদেশ ও ভারতে এখনও পর্যন্ত এই রো’গা’ক্রা’ন্ত মাছ এর সন্ধান পাওয়া না গেলেও অন্যান্য সংক্রমিত দেশ যেমন চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া থেকে কেউ এই রো’গা’ক্রা’ন্ত মাছ আমদানি করছে কিনা সেদিকে কড়া নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এই সমস্ত দেশ গুলির মধ্যে সবচেয়ে বেশী তেলাপিয়া মাছ চাষ এবং উৎপাদন হয় চীনে। এমনিতেই ক”-রো”না ভাইরা’সের জন্য চীন থেকে কোনও জিনিস আমদানি বন্ধ করে দিয়েছে ভারত। এবারে তেলাপিয়া মাছ আমদানিও বন্ধ করা হল।

শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

বান্দরবান "বোমাং সার্কেল"র ঐতিহাসিক গেইটের ইতিহাস।

 সূত্র-ফেসবুক।

গৌরবের গেইট’

অসহায় আত্মসমর্পণ।


আশি দশকের কথা। ‘বোমাং সার্কেল’, বান্দরবান। ‘বার্ষিক খাজনা আদায়’-এর অনুষ্ঠান। যা ‘পয়ংজারা’ বা ‘রাজপূন্যাহ্’ নামে পরিচিত। বান্দরবান পার্বত্য জেলায় সকল শ্রেণীর মানুষের জন্য অতীব আকাংখিত অনুষ্ঠান। শীতের মৌসুমে একটি নির্ধরিত সময়ে ৩দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।


রাজার মাঠে এই গেইটটি অতি গুরুত্বপূর্ণ অংশ। এই গেইট দিয়ে লোকজন রাজপূন্যাহতে আসা যাওয়া করতো। কিন্তু সময়ের গর্ভে এই গেইটির বয়স অনেক হয়ে গিয়েছিল। তাই পরগাছা অনেক আগেই এই গেইটাকে গিলে খেয়েছে। তারপরও ঐতিহ্য, ইতিহাস আর গৌরবের ( আবেগও বটে) সাক্ষি এই গেইট দাঁড়িয়েছিল তার মতো করেই। গত বছর কী যেন মনে করে আমি একটি ছবি তুলেছিলাম (১৩.৯.২০২০)। আজ (২৩.০১.২০২১) সকালে দু‘টি পিলারের মধ্যে একটি ভেঙ্গে পড়ার দৃশ্য দেখলাম। মনটা খুব খারাপ হয়ে গেল (ছবি তোলার মতো শক্তিও হারিয়ে ফেলেছি)। উপায়বা কী। গেইট তো আর কথা বলতে পারেনা। যদি কথা বলতে পারতো তাহলে হয়তো ....। ক্ষয়িষ্ণু এই সমাজে ক্ষয়ে ক্ষয়ে ক্ষয়ে যাওয়াটা হয়তো স্বাভাবিক নিয়ম !

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি


প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের আবেদন  প্রক্রিয়া শেষ হয়েছে। এবার সব মিলিয়ে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া  হবে। দেশের ইতিহাসে সরকারি কোনো চাকরিতে এটিই সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি।  বেতন স্কেল ১৩তম গ্রেডে উন্নীত হওয়ায় অনেকেরই আগ্রহ বেড়েছে। নিয়োগ পাওয়া  শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রস্তুতির পরামর্শ নিয়ে  লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন


পরীক্ষা পদ্ধতি:

গতবারের মতো এবারও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মোট নম্বর  ১০০। এর মধ্যে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় ৮০ আর মৌখিক পরীক্ষায় নম্বর ২০।  এমসিকিউ পরীক্ষায় পাস হলে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। মৌখিক পরীক্ষায় টিকলে  যাচাই-বাছাই শেষে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। আবেদনের সময় যে মোবাইল নম্বরটি  দিয়েছেন, সেই নম্বরেই সব রকম আপডেট মেসেজ আসবে। তাই নম্বরটি সচল রাখতে হবে।

এমসিকিউ যেভাবে:

পরীক্ষা নেওয়া হবে বিষয়ভিত্তিক বহু নির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে।  বিষয়গুলো হচ্ছে বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-২০, সাধারণ  জ্ঞান+বিজ্ঞান+কম্পিউটার-২০। প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি বহু  নির্বাচনী প্রশ্ন থাকবে। তবে কোনো কোনো বিষয় থেকে ২-৩টা প্রশ্ন কম-বেশি  থাকতেই পারে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর  করে কাটা যাবে অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর  কাটা হবে।

তাই নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া উচিত হবে না। বৃৃত্ত  ভরাটের সময় সতর্কতার সঙ্গে করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষার জন্য বরাদ্দকৃত  সময় ৮০ মিনিট বা ১ ঘণ্টা ২০ মিনিট।

অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য আপনি সময় পাচ্ছেন ১ মিনিট, যা অন্যান্য  সরকারি চাকরির পরীক্ষার তুলনায় একটু বেশিই সময়। তবে শুরুতেই জানা  উত্তরগুলোর বৃত্ত ভরাট করে ফেলতে হবে। একটি প্রশ্নে আটকে গেলে তার জন্য  বেশি সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নে চলে যেতে হবে। অনুমাননির্ভর উত্তরের  চেয়ে না দাগানোই ভালো। আপনাকে প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে প্রস্তুতি  নিতে হবে।

প্রার্থী কম, প্রতিযোগিতা বেশি:

গতবারের তুলনায় এবার প্রার্থী অনেক কম। সারা দেশে এ বছর ১৩ লাখের মতো  প্রার্থী আবেদন করেছেন, গতবার এ সংখ্যা ছিল প্রায় ২৬ লাখ। এ বছর আবেদনের  যোগ্যতা হিসেবে নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই কমপক্ষে স্নাতক পাস চাওয়া  হয়েছে। তাই আবেদন গত বছরের তুলনায় কম পড়েছে। তবে বেতন স্কেল ১৩তম গ্রেডে  উন্নীত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মেধাবীদেরও আগ্রহ বেড়েছে। তাই অনুমান করা  যায়, প্রার্থী তুলনামূলক কম থাকলেও প্রতিযোগিতা কঠিনই হবে। এ বিষয়টি মাথায়  রেখেই প্রস্তুতির ছক ঠিক করতে হবে। কর্তৃপক্ষ বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের  উদ্দেশ্যে বিশেষ করে গণিত ও বিজ্ঞান বিষয়ের কথা চিন্তা করে ২০ শতাংশ পদে  বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীকে নিয়োগের সিদ্ধান্ত  নিয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, আগের মতোই ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পোষ্য  এবং ২০ শতাংশ পুরুষ প্রার্থী নিয়ে পদগুলো পূরণ করা হবে। তাই বিজ্ঞান ছাড়া  অনান্য বিষয়ে স্নাতক করা প্রার্থীদের প্রতিযোগিতায় টিকতে হলে একটু বেশিই  পড়াশোনা করতে হবে।

প্রতিযোগিতা হবে উপজেলাভিত্তিক:

এই নিয়োগ হবে নিজ উপজেলাভিত্তিক। তাই সারা দেশের প্রার্থীদের কথা ভেবে  ভয় পেয়ে লাভ নেই। নিজ উপজেলার প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় লড়তে হবে।  ধারণা করা যায়, আপনি যদি এমসিকিউ পরীক্ষায় ৮০-র মধ্যে ৬০ পান, তাহলে পাসের  ক্ষেত্রে বলা যায় ৫০ শতাংশ নিশ্চিত আর যদি ৭০ শতাংশ পান তাহলে ১০০ শতাংশ  নিশ্চিত! তবে বিষয়টি নির্ভর করবে নিজ উপজেলার প্রার্থীদের পরীক্ষার ওপর।  নারীদের জন্য এটা একটা বড় সুবিধা। এই চাকরির সুবিধা হলো একজন নারী তাঁর  পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন।

যেভাবে প্রস্তুতি নেবেন:

প্রস্তুতির জন্য বাজারে বিভিন্ন ধরনের প্রশ্নপত্র সমাধান বা জব সলিউশন  পাবেন। ভালো মানের কোনো একটি জব সলিউশন সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করুন।  তার মধ্যে শুরুতে আমি বলব, বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ পড়ে ফেলুন। এর  ফলে আপনার প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা হবে। বাজারের ভালো মানের একটি  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সহায়িকা বই সংগ্রহ করে একদম শুরু থেকে  শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ুন। বাজারের অনেক বইয়ের মধ্যে কোনটি পড়বেন—এ নিয়ে  অনেকের প্রশ্ন। তাঁদের জন্য পরামর্শ হলো, যেসব বইয়ে বিষয়ভিত্তিক প্রস্তুতি,  বিগত বছরের প্রশ্ন ও এর ব্যাখ্যা রয়েছে, সে বইগুলো কিনবেন।

কিছু বইয়ে মডেল টেস্ট পাবেন। সেগুলো ঘড়ি ধরে বাসায় প্র্যাকটিস করলে  পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সব প্রশ্ন উত্তর করার চর্চাটা হয়ে  যাবে, যেটা ভীষণ দরকার। যাঁদের গণিতের বেসিক শক্তিশালী নয়, তাঁরা পঞ্চম  শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত গণিত বইগুলো বুঝে বুঝে অনুশীলন করতে পারেন।  এতে বেসিক শক্তিশালী হবে, পাশাপাশি অনেক প্রশ্নই পরীক্ষায় হুবহু কমন পেতে  পারেন! সফল হওয়ার জন্য অনিয়মিত বেশি পড়ার চেয়ে নিয়মিত অল্প পড়াও ভালো।  নিয়মিত অনুশীলনের মাধ্যমেই একজন মানুষ সফল হয়। তাই প্রতিদিন অল্প সময়ের  জন্য হলেও বই নিয়ে পড়তে বসুন।

রুটিন কেমন হবে:

বিষয়, সময় ও নিজের সুবিধা মাথায় রেখে রুটিন তৈরি করে ফেলুন। একজনের  রুটিন আরেকজনের জন্য প্রযোজ্য নাও হতে পারে। কেননা আপনিই জানেন আপনার কখন  পড়তে ভালো লাগে, কোন কোন বিষয়ে আপনার দুর্বলতা, অনান্য প্রয়োজনীয় কাজ করে  কতটুকু সময় পড়ার জন্য বের করতে পারেন। তবে যেহেতু গণিত ও ইংরেজি  গুরুত্বপূর্ণ বিষয় আর এ দুটি বিষয়েই অনেকের দুর্বলতা থাকে, তাই গণিত ও  ইংরেজিতে প্রতিদিন কমপক্ষে ২+২ ঘণ্টা সময় দিয়ে একটা রুটিন বানিয়ে ফেলতে  পারেন। আর অন্যান্য বিষয় মিলে আরো ২-৩ ঘণ্টা। এভাবে দিনে সব মিলিয়ে ৫-৬  ঘণ্টা পড়ার সময় রুটিনে রেখে পড়ালেখা করতে পারলে প্রস্তুতি পাকাপোক্ত করা  সম্ভব হবে।

-দৈনিক কালের কণ্ঠ/ চাকরি আছে

✍️এম এম মুজাহিদ উদ্দীন

লেখক : ভাইভা বোর্ডের মুখোমুখি


বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

জাতীয় পতাকার আদলে স্কুল ব্যাগ, নতুন ড্রেস, নতুন বই পেয়ে খুশি বান্দরবানের চিম্বুক পাড়া স্কুলের শিক্ষার্থীরা।

 নতুন বই, নতুন পোশাক, নতুন ব্যাগ

চিম্বুক পাড়ায় ছাত্র-ছাত্রীদের মুখে হাসি।


বি.কে বিচিত্র, বান্দরবান।

চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নতুন বই, নতুন স্কুল ড্রেস, নতুন স্কুল ব্যাগ পেয়েছে। স্কুল ব্যাগের নকশা সবার দৃষ্টি কেড়েছে। পাহাড়ি সংস্কৃতির সাথে মিল রেখে বাংলাদেশের জাতীয় পতাকার রং-এ সংমিশ্রণে ব্যাগটি নকশা করা হয়েছে। ব্যাগটি সংস্থার থানচি ট্রেনিং সেন্টারে বানানো হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সমন্বয়ক বিদ্যাপূর্ণ চাকমা। স্কুলটি হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালনা করছে।

                                (


বান্দরবানের দুর্গম "থানচি উপজেলা " পরিদর্শনে জেলা প্রশাসক।

 সূত্র-DC office Bandarban.



দুর্গম ও প্রত্যন্ত উপজেলা থানচি পরিদর্শনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি মহোদয় বান্দরবানের অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মানোয়ন্ননে তাঁর আন্তরিকতা ও প্রচেষ্টার নিদর্শন স্থাপন করলেন। থানচিতে জেলাপ্রশাসক মহোদয়কে স্বাগত জানান থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আতাউল গনি ওসমানী। এসময় থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার উপস্থিত ছিলেন। থানচি থানা পরিদর্শনকালে জেলাপ্রশাসক মহোদয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানচি থানার পুলিশ বাহিনীকে সচেতন থাকার নির্দেশনা দেন। 


পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড, আইন শৃঙখলা রক্ষা, পর্যটন বিকাশসহ নানাবিদ ইস্যুতে মতবিনিময় হয়।



 এসময় জেলা প্রশাসক মহোদয় উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে তাঁর দৃঢ় সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও,উপজেলা ভূমি অফিস, একটি ইউপি অফিস, দুইটি মৌজা হেডম্যান অফিস ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এর কার্যালয় পরিদর্শন করে তাদেরকে জনস্বার্থে কাজ করার জন্য দায়িত্বশীল ও উদ্যমী হবার নির্দেশনা প্রদান করেন।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...