শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

বান্দরবান "বোমাং সার্কেল"র ঐতিহাসিক গেইটের ইতিহাস।

 সূত্র-ফেসবুক।

গৌরবের গেইট’

অসহায় আত্মসমর্পণ।


আশি দশকের কথা। ‘বোমাং সার্কেল’, বান্দরবান। ‘বার্ষিক খাজনা আদায়’-এর অনুষ্ঠান। যা ‘পয়ংজারা’ বা ‘রাজপূন্যাহ্’ নামে পরিচিত। বান্দরবান পার্বত্য জেলায় সকল শ্রেণীর মানুষের জন্য অতীব আকাংখিত অনুষ্ঠান। শীতের মৌসুমে একটি নির্ধরিত সময়ে ৩দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।


রাজার মাঠে এই গেইটটি অতি গুরুত্বপূর্ণ অংশ। এই গেইট দিয়ে লোকজন রাজপূন্যাহতে আসা যাওয়া করতো। কিন্তু সময়ের গর্ভে এই গেইটির বয়স অনেক হয়ে গিয়েছিল। তাই পরগাছা অনেক আগেই এই গেইটাকে গিলে খেয়েছে। তারপরও ঐতিহ্য, ইতিহাস আর গৌরবের ( আবেগও বটে) সাক্ষি এই গেইট দাঁড়িয়েছিল তার মতো করেই। গত বছর কী যেন মনে করে আমি একটি ছবি তুলেছিলাম (১৩.৯.২০২০)। আজ (২৩.০১.২০২১) সকালে দু‘টি পিলারের মধ্যে একটি ভেঙ্গে পড়ার দৃশ্য দেখলাম। মনটা খুব খারাপ হয়ে গেল (ছবি তোলার মতো শক্তিও হারিয়ে ফেলেছি)। উপায়বা কী। গেইট তো আর কথা বলতে পারেনা। যদি কথা বলতে পারতো তাহলে হয়তো ....। ক্ষয়িষ্ণু এই সমাজে ক্ষয়ে ক্ষয়ে ক্ষয়ে যাওয়াটা হয়তো স্বাভাবিক নিয়ম !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...