মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

সম্প্রীতির মেলবন্ধন আরো সুদৃঢ় হওয়া উচিত।

 

সম্প্রীতির মেলবন্ধন আরো সুদৃঢ় হওয়া উচিত। 
********************************
১৯৭১ সালে সুদীর্ঘ নয় মাস সকল সম্প্রদায়ের মানুষের রক্তস্রোতের বিনিময়ে আমরা আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি যা আমরা সবাই ওয়াকিবহাল।  স্বাধীনতাত্তোর সংবিধানের মূল স্রোতের আলোকে ধর্মনিরপেক্ষতাকে প্রাধান্য দিয়ে আমরা সবাই মিলেমিশে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানাদি পালন করে আসছি যা নিঃসন্দেহে বিশ্বের দরবারে প্রশংসার দাবিদার। মা, মাটি ও দেশের সাথে আমরা নিবিড়ভাবে সম্পর্কিত, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়লে এর নিবিড়তা আরো বৃদ্ধি পাবে বলে মনে করি,মুক্তিযুদ্ধ দেখার সুযোগ  না হলেও এর ইতিহাস পড়ে মুক্তিযুদ্ধের তাৎপর্য সকলের উপলব্ধি করার প্রয়োজন আছে বলে মনে করেন রাজনীতিক বিশ্লেষকরা।মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সকলে উপলব্ধি করতে পারলে সম্প্রীতির বন্ধনটা আরো সুন্দর ও সুদৃঢ় হবে এবং সকলের মধ্যে দেশাত্মবোধের উদয় হবার  সম্ভাবনা আছে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। সকলের মধ্যে দেশাত্মবোধের উদয় হলে ধর্মীয় অনুভূতি জাগ্রত হবে, ধর্মীয় অনুভুতি জাগ্রত হলে একজন আরেক জনের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে, সম্প্রীতির মনোভাব প্রস্ফুটিত হবে, সকল ধর্মে শান্তি ও সম্প্রীতির কথা বলা হয়েছে, তাই একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে বহির্বিশ্বে আমাদের দেশের আরো শ্রীবৃদ্ধি পাবে। তাই সকলের সম্প্রীতির মনোভাব প্রস্ফুটিত করে দেশের কল্যাণে মেতে উঠা উচিত।

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

লোহাগাড়ায় রত্নাগর্ভা শিক্ষক দম্পতির ৩ সন্তানই এমবিবিএস পাশ ডাক্তার

 লোহাগাড়ার রত্নাগর্ভা

শিক্ষক দম্পতির ৩ সন্তানই এমবিবিএস পাশ ডাক্তার।




চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান ও দক্ষিণ পূর্ব আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরীর তিন সন্তানই এমবিএস পাশ ডাক্তার। এ দম্পতির  ছোট ছেলে সাখাওয়াত হোছাইন চৌধুরী তামিম চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন তাঁরা তিন ডাক্তার সন্তানের জনক-জননী। উল্লেখ্য, বড় মেয়ে শাওসান তামান্না চৌধুরী এলিচ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস. শেষ করে ৩৯ তম বি.সি.এস. এ সহকারি সার্জন হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়। বর্তমানে তিনি বি.এস.এম.এম. ইউ.তে পোস্ট গ্রাজুয়েশান  করছেন।  বড় ছেলে তানজিল হোসাইন চৌধুরী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস. শেষ করেছে। 

সন্তানত্রয় বাবা-মা’র স্বপ্ন পূরণ করায়  সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। 

আল্লাহ যেন তাদের সন্তানরা সুচিকিৎসক হওয়ার তৌফিক দান করেন এবং জনগণের সেবা করার সুযোগ দান করেন সকলের কাছে দোয়া কামনা করেছেন।

 একজন রত্নাগর্ভা মা-বাবা হিসেবে আমি স্যালুট করছি।

--মহিউদ্দিন ওসমানীর ফেসবুক ওয়াল থেকে।

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন।

 প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায়  ছাত্রলীগ নেতার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন।

লোহাগাড়া, চট্টগ্রাম।






দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
প্রধানমন্ত্রীর ৭৫তম  জন্মদিন উপলক্ষে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক, চট্টগ্রাম, দক্ষিণ জেলা,  মিনহাজ উদ্দিন কায়সারের  উদ্যোগে
 জয়নাব কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিন্সিপাল ড. মোঃ রেজাউল কবির উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ / কেক ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় 
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়নাব কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মুবিন সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম কহিনুর বেগম শাহনাজ আকতার সাইমা সোলতানা ড. মো  প্রিন্সিপাল কবির উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাছলিমা আকতার, হুমাইরা আকতার, জাহেদা আকতার,  আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব প্রমুখ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতেই দিনটি উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করবে তাঁর নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ।।

 প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায়  ছাত্রলীগ নেতার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ।

লোহাগাড়া, চট্টগ্রাম।




দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
প্রধানমন্ত্রীর ৭৫তম  জন্মদিন উপলক্ষে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক, চট্টগ্রাম, দক্ষিণ জেলা,  মিনহাজ উদ্দিন কায়সারের  উদ্যোগে
 জয়নাব কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিন্সিপাল ড. মোঃ রেজাউল কবির উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ / কেক ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় 
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়নাল কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মুবিন সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম কহিনুর বেগম শাহনাজ আকতার সাইমা সোলতানা ড. মো  প্রিন্সিপাল কবির উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাছলিমা আকতার, হুমাইরা আকতার, জাহেদা আকতার,  আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব প্রমুখ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতেই দিনটি উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করবে তাঁর নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

এন্ড্রয়েড মোবাইল ফোনের অপব্যবহার!-সুমন মজুমদার।

 এন্ড্রয়েড মোবাইল ফোনের অপব্যবহার।

******************************


ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম ভিশন হলো তথ্যপ্রযুক্তির উন্নয়ন।  তথ্য প্রযুক্তির মাধ্যমে  দেশের সামগ্রিক উন্নয়ন বহিঃবিশ্বে খুব সহজেই পৌঁছানো যায় যা সকলের কাছে জ্ঞাত। শিক্ষা,আন্তঃযোগাযোগ ও অম্তঃযোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রভাব অপরিসীম। আর এ তথ্য প্রযুক্তির অন্যতম উপাদান হল মোবাইল ফোন। বর্তমানে প্রাচীন মোবাইল ফোনের চেয়ে এন্ড্রয়েড মোবাইল ফোনের  চাহিদা ও ব্যবহার বেশি,দেশে করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এন্ড্রয়েড মোবাইল ফোনের ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ফলে একদিকে যেমন আমাদের দেশ অর্থনৈতিকভাবে সুদৃঢ়   হচ্ছে অন্যদিকে যুব সমাজ ধ্বংসের দিকে হেলে পড়ছে।কেননা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি নির্দেশনা মোতাবেক  শিক্ষার্থীদেরকে ল্যাপটপ বা  এন্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে লেখাপড়ার  কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে যারা মেধাবী শিক্ষার্থী  তারা  এন্ড্রয়েড মোবাইল ফোনের সদ্ব্যবহার করলেও অধিকাংশ শিক্ষার্থী অপব্যবহার করে। কেননা গ্রাম তথা দেশের পথে প্রান্তরে দেখা যায় ১৮'র কম বয়সী ছেলে মেয়েরা পড়াশোনার চেয়ে মোবাইলে গেইমস নিয়ে ব্যস্ত থাকে বেশি ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়ে যায় বলে মন্তব্য করছেন সুশীল সমাজ। আমরা সবাই অবগত আছি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চতর শিক্ষা সবক্ষেত্রেই সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক অনলাইনে রুটিন মাফিক শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে যা সর্বজন প্রশংসনীয় এবং একটা নিদিষ্ট সময় পর্যন্ত শিক্ষার্থীরা  পড়ালেখায় মনোনিবেশ করে কিন্তু পরবর্তীতে তারা অভিভাবকদের অগোচরে মোবাইল ফোন নিয়ে নানা ধরনের অনৈতিক  কর্মকান্ডে নিজেকে যুক্ত করার সুযোগ পায়।ফলে তাদের মধ্যে পড়ালেখার প্রতি অনাগ্রহ সৃষ্টি হয় এবং ক্রমাগত তারা এন্ড্রয়েড মোবাইল ফোনের প্রতি অাসক্ত হয়ে পড়ে যা মাদকের চেয়েও ভয়াবহ রুপ নিতে পারে  বলে আশংকা করছেন সুশীল সমাজ তথা সর্বমহল। দিন -দিন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সমাজ তথা দেশে একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে, তাই একটা নিদিষ্ট সময় অনলাইন ক্লাস শেষে ১৮'র কম বয়সী  ছেলে মেয়েদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে অভিভাবকরা সংরক্ষণ করলে এ পরিস্থিতি অনেকাংশেই কমে যাবে বলে ধারনা করছেন সুশীল সমাজ। তাই করোনা কালে যুবসমাজকে ধ্বংসের কাছ থেকে বাঁচানোর জন্য প্রত্যেক অভিভাবককে এগিয়ে আসা উচিত।

বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

লোহাগাড়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন

 লোহাগাড়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন।

লোহাগাড়া,চট্টগ্রাম। 



 শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ,লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে ১০ম মহতী ধর্মসম্মেলন অদ্য ২৯ অাগস্ট,২০২১ইং; রবিবার, চরম্বা তেলিবিলা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পরিষদের সভাপতি সুমন মজুমদার হিরোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।


পবিত্র গীতাপাঠের পর উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ হিঃ বৌঃ খ্রীঃ ঐক্য পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শ্রীনিবাস দাশ সাগর, অার্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী প্রশান্ত ভট্টাচার্য্য,সভাপতি, লামা কেন্দ্রীয় হরিমন্দির; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অমল দাশ,সভাপতি,বান্দরবান পৌর অাওয়ামীলীগ।


এতে আরো উপস্থিত ছিলেন প্রধান ধর্মীয় বক্তা অধ্যাপক শ্রী স্বপন কুমার চৌধুরী-বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ; সংবর্ধেয় অতিথি মিল্কি রানী দাশ,ভাইস চেয়ারম্যান,লামা উপজেলা পরিষদ; বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য-সর্বশ্রী সুজিত পাল,সুভাষ চন্দ্র নাথ,প্রকৌশলী রতন দাশ,প্রসেনজিত পাল,ডাঃরিটন দাশ,রিটন বিশ্বাস,শিবু রঞ্জন পাল,অসীম দাশ,রিটু দাশ বাবলু,টিটু দাশ মহাজন, শিক্ষক অনুপ দাশ ও মিহির দাশ,সভাপতি,পদুয়া কেন্দ্রীয় হরিমন্দির মহোৎসব উদযাপন পরিষদ, প্রমূখ।আরো 

বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি পলাশ দাশ, যুগ্ম সম্পাদক কাঞ্চন আচার্য, সহ সম্পাদক নরেন দাশ, সহ সভাপতি শিক্ষক অলক দাশ,অর্থ সম্পাদক শিক্ষক ধীমান নন্দী,সহ সম্পাদক নরেন দাশ, সাংগঠনিক সম্পাদক শিক্ষক বাবলু কান্তি হাজারী, মহিলা সম্পাদিকা শিক্ষিকা পান্নাশ্রী আচার্য, রিংকু হোড়, শিক্ষক দীপক ভট্টাচার্য,  প্রভাষক অনুপ দাশ গুপ্ত, প্রভাষক রিটন সুশীল, অজিত চক্রবর্তী, কৃষ্ণ দাশ শ্রীধাম, ও টুন্টু সিকদার  প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে সম্মাননা স্মারকের মাধ্যমে অতিথিবৃন্দদের বরণ করা হয়। 

ধর্ম সম্মেলন শেষে ভক্তসংগীত পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী শ্রীমতি ইলা চৌধুরী ও স্থানীয় শিল্পীবৃন্দ। শেষে জন্মাষ্টমী পূজা ও মহানাম সংকীর্তনের মাধ্যমে ৩১ আগস্ট ভোরে শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

লোহাগাড়া উপজেলায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতিসভা।

 লোহাগাড়া উপজেলায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতিসভা।

লোহাগাড়া, চট্টগ্রাম।


পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী সুচারু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে গত ১৮ আগষ্ট বিকালে লোহাগাড়া জেনারেল হাসপাতাল হলরুমে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক শ্রী সুমন মজুমদার হিরো'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক রাজীব দাশের সঞ্চালনায় এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভার ১ম পর্বে জেলা কমিটি কর্তৃক অনুমোদিত পরিষদের নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ২য় পর্বে আসন্ন জন্মাষ্টমী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনায় অংশ নেন পরিষদের উপদেষ্টা শিক্ষক শ্রী সুজিত পাল,  শিক্ষক শ্রী অনুপ কুমার দাশ,  সাবেক সভাপতি শ্রী শিবু রন্জন পাল,  শিক্ষক শ্রী রিটন বিশ্বাস ও ডাঃ  রিটন বিশ্বাস।  এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি পলাশ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য,সহ সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ, অর্থ সম্পাদক শিক্ষক শ্রী ধীমান নন্দী, সহ অর্থ সম্পাদক শিক্ষক শ্রী জুয়েল কান্তি দাশ, হিসাব নিরীক্ষক শিক্ষক শ্রী বাবু কাম্তি দাশ, সহ হিসাব নিরীক্ষক শিক্ষক শ্রী সুকুমার সূত্রধর,নির্বাহী সদস্য শিক্ষক  শ্রী দীপক ভট্টাচার্য, দপ্তর সম্পাদক শ্রী নারায়ন দাশ, সহ শিক্ষা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী অজিত চক্রবর্তী 

 সাংগঠনিক সম্পাদক শিক্ষক শ্রী বাবলু কান্তি হাজারী,  মহিলা সম্পাদিকা শিক্ষিকা পান্নাশ্রী আচার্য,  সহ- মহিলা সম্পাদিকা রিংকু হোড় প্রমূখ।  সভাশেষে সর্বসম্মতিক্রমে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নস্থ চরম্বা তেলিবিলা শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরে আগামী ৩০ আগষ্ট রোজ সোমবার চতুষ্প্রহরব্যাপী নাম সংকীর্তনের মাধ্যমে  জন্মাষ্টমী উদযাপনের সিদ্ধান্ত হয়।

রবিবার, ১৫ আগস্ট, ২০২১

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে মাদ্রাসায় কোরান বিতরণ ও দোয়া অনুষ্ঠিত।


 লোহাগাড়া,চট্টগ্রাম। 

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে  জাতীয় শোক দিবস  উপলক্ষে মাদ্রাসায় কোরান বিতরণ ও দোয়া অনুষ্ঠিত।


লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মিনহাজ উদ্দিন কায়সার উদ্যোগে মধ্য আমিরাবাদ তালিমুল কোরান হেফাজখানা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে কোরান ও বিশেষ দোয়ার আয়োজন  করা হয়।


১৫ আগস্ট ২০২১ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২১ পালন উপলক্ষে আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে মাদ্রাসায় কোরান বিতরণ ও বিশেষ দোয়ার  আয়োজন করা হয়।



১৫ই আগস্ট,২০২১ইং,মধ্য  আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচী পালিত হয়।


সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মোঃ  ইউছুফ উদ্দিন আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাকিব,রিদুয়ান, শাহেদ, আতিক,ফোরকান প্রমুখ।

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ -বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখা কমিটি গঠিত।



শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ -বাংলাদেশ,  লোহাগাড়া উপজেলা শাখা  কমিটি গঠিত


লোহাগাড়া, চট্টগ্রাম। 

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখা, কমিটি গঠনকল্পে আজ ৪/৮/২১ ইং তারিখ বিকালে  আমিরাবাদ ইউনিয়ন পরিষদ, মিলনায়তনে মাস্টার রিটন বিশ্বাস ও মাস্টার সুমন মজুমদার হিরো 'র যৌথ সভাপতিত্বে এবং মাস্টার রাজিব দাশ ও শ্রী পলাশ দাশ'র যৌথ সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়,  সভায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা প্রসেনজিৎ পাল, শিবু রন্জন পাল,  মাস্টার অসীম দাশ, মাস্টার অনুপ কুমার দাশ,  টিটো দাশ মহাজন,নেহেরু দাশ,মৃনাল দাশ, পূজা পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখা'র সহ -সভাপতি ডাঃ রিটন দাশ এবং দৈনিক যুগান্তর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি রতন কান্তি দাশ প্রমূখ।   সভায় সর্বসম্মতিক্রমে সুমন মজুমদার হিরো কে সভাপতি,  পলাশ দাশ কে সিনিয়র সহ-সভাপতি,  মাস্টার রাজিব দাশ কে সাধারণ সম্পাদক, কাঞ্চন আচার্য কে যুগ্ন সাধারণ সম্পাদক,  শিক্ষক ধীমান নন্দী কে অর্থ সম্পাদক, শিক্ষক জুয়েল দাশকে সহ - অর্থ সম্পাদক এবং শিক্ষক বাবলু কান্তি হাজারী কে সাংগঠনিক সম্পাদক করে (২০২১-২২)দুই বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়,  সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন লোহাগাড়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর   ডাঃ রিটন দাশ।

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

পাপীকে নয়,পাপকে ঘৃণা কর।-সুমন মজুমদার।

 পাপীকে নয়,পাপকে ঘৃণা কর।

*****************************


এই নশ্বর পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী নয়,তা জেনেও আমরা সবাই  যে যার ইচ্ছেমত দিনাতিপাত করছি। কেউ কুড়েঁঘরে,কেউ দালানকোটায় কেউ বা আবার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে। যাঁরা দালান কোটা বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসবাস করে  তারাও মানুষ, যারা মাটির ঘর বা কুঁড়েঘরে বসবাস করে তারাও মানুষ পার্থক্য শুধু জীবনধারন বা বসবাসের ধরনে। এ পার্থক্যটুকু কেন হয়? একটু চিন্তা করলেই তা সকলের কাছে বোধগম্য হবে। পার্থক্য শুধুমাত্র আয়ের উৎসে। যারা দালান কোটা বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসবাস করে তারা হয়তো অধিকাংশই প্রভাবশালী নেতা বা বড় ব্যবসায়ী। তাদের কাছে যারা নিম্নশ্রেণীর লোক এবং যারা  মাটির ঘর বা কুঁড়ে ঘরে বসবাস করে তাদের অস্তিত্ব নগণ্য। ফলে পরস্পরের মধ্যে দূরত্ব বেড়ে যায়,  ঘৃণার জন্ম নেয় এবং সর্বোপরি পারস্পরিক সম্পর্ক ও সম্মানবোধ কমে যায়, নিম্নশ্রেণির ভালো মানুষ গুলোর দৃষ্টিভঙ্গিও বিগড়ে যায়, তারাও তাদের জীবনমান উন্নয়ন করতে চায়,ফলে তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে যায়, ফলে সমাজ তথা দেশে নেমে আসে অশান্তি,  বিরাজ করে অস্থিতিশীল পরিবেশ ও অরাজকতা। কোন মানুষ জন্ম থেকেই পাপী হয়ে জন্মায় না,পরিবেশ  ও পারিপার্শ্বিক অবস্থার কারণে সে পাপ কাজ করতে বাধ্য হয়। কিন্তু আমরা একবারের জন্যও ভাবিনা একটা পাপকাজ  হাজারো পাপকাজের জন্ম দেয়। আমরা সবসময় যে পথে সহজে অর্থ উপার্জন করা যায় সেই পথটাই বেছে নিই। যারা বৈধ পথে অর্থ উপার্জন করে তাদের অভাব বেশি,আর যারা অবৈধ পথে অর্থ উপার্জন করে তাদের অভাব নেই বললেই চলে এটাই বর্তমান সমাজের প্রেক্ষাপট। কথায় আছে,' পাপ বাপকেও ছাড়ে না'। এই চিরন্তন সত্য কথাটা আমরা বেমালুম ভুলে যায়।  আমরা একবারের জন্যও চিন্তা করি না যে পথে আমরা অর্থ উপার্জন করে পরিবার-পরিজন নিয়ে দিনাতিপাত করছি সেটা কী ঠিক পথ নাকি ভুল পথ? লোভ মানুষকে ভুল পথে পরিচালিত করে। যেকোন মানুষ যদি  লোভকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সমাজ তথা দেশে পাপ কাজ অনেকাংশেই কমে যাবে, সমাজে ফিরে আসবে শান্তি, কমে যাবে সমাজ বিরোধী কর্মকাণ্ড, সর্বোপরি দেশ পাবে একটা উন্নত ও সমৃদ্ধ জাতি। তাই দেশের করোনার এ ক্রান্তিলগ্নে সুন্দর সমাজ ও দেশ গঠনে ব্রতী  হয়ে সকলকে পাপ কাজ থেকে বিরত থাকা উচিত।

সুমন মজুমদার।

রবিবার, ৪ জুলাই, ২০২১

ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে।-সুমন মজুমদার।

 ঘুমিয়ে আছে শিশুর পিতা,

 সব শিশুদের অন্তরে। 

********************************


আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এ চিরসত্য সত্য বাণীটি সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল। একটা শিশু ভূমিষ্ঠ হবার আগ পর্যন্ত ১০ মাস ১০দিন তার মায়ের গর্ভে ধীরে ধীরে বড় হয়। চিকিৎসক তথা পুষ্টি বিজ্ঞানীরা গর্ভবতী মায়েদেরকে গর্ভকালীন সময়ে পুষ্টিকর খাবার খেতে পরামর্শ  দিয়ে থাকেন যাতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ স্থায়ীভাবে গঠিত হয়,সরকারও গর্ভবতী মায়েদের প্রতি যত্নশীল হন শুধুমাত্র একজন মা ও শিশু যেন শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকে। একজন শিশু কোন কিছু তার মায়ের গর্ভে থাকাকালীন শিখেনা বা শিখতে পারে না। সে যখন ভূমিষ্ট হয়ে  পৃথিবীর আলোর সংস্পর্শে আসে তখন তার শারীরিক ও মানসিক বিকাশের কলেবর বৃদ্ধি পায়, সে ধীরে ধীরে কথা বলতে শিখে, হামাঁগুড়ি দিতে দিতে হাঁটতে শিখে,  মা,বাবা ডাকতে শিখে, খেলাচ্ছলে বিভিন্ন কিছু চিনতে শিখে,  এ সময়  মায়ের ভুমিকা  অপরিসীম। তার বয়স যখন পাঁচ বছর অতিক্রম করে তখন সে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তির উপযোগীতা লাভ করে এবং তখন থেকে শুরু হয় তার শিক্ষা জীবনের প্রথম ধাপ। প্রত্যেক কোমলমতি শিশুদের মাঝে কিছু কিছু প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে যা বিকশিত করার জন্য মায়েদের পাশাপাশি প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি স্থাপনের মাধ্যমে সরকার ও কাজ করে যাচ্ছেন। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের কলেবর বৃদ্ধির জন্য সরকার প্রাক-প্রাথমিক শ্রেণির মানোন্নয়ন তথা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শ্রেণিকে চিত্তাকর্ষক ও নান্দনিক করে তোলার জন্য প্রতি বছর বিশেষ বরাদ্দের ব্যবস্থা করে থাকেন। নরম মাটিকে যেমন বিভিন্ন আকৃতি দিয়ে বিভিন্ন দৃষ্টিনন্দন ও চিত্তাকর্ষক বস্তুতে রুপান্তরিত করা যায় ঠিক তেমনি একজন কোমলমতি শিশুর সুপ্ত প্রতিভাকেও বিকশিত করা যায়। এই কাজে একজন মা তথা অভিভাবকের চেয়ে একজন শিক্ষকের ভুমিকা অপরিসীম। কিন্তু করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকের পক্ষে অধুনা সে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে,  এ অবস্থায় একজন শিশুর সার্বিক বিকাশ সাধনে একজন মা তথা অভিভাবকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। 
লেখকঃ সুমন মজুমদার 
সহকারি শিক্ষক, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া,চট্টগ্রাম। মোবাইল ; ০১৩০৫৯৬১৪৩৬

শনিবার, ১৯ জুন, ২০২১

করোনাকাল ও শিক্ষিত যুবসমাজ-সুমন মজুমদার।

 করোনাকাল ও শিক্ষিত যুবসমাজ
*******************************



মানুষ সৃষ্টির সেরা ও সামাজিক জীব।তাই মানুষ কখনো একা বাস করতে পারে না,বিভিন্ন দূর্যোগ কিংবা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় একে অপরের পাশে এসে সহযোগিতার হাত বাড়ায়, অধুনা করোনা সংক্রমনের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে সেই সামাজিক দায়বদ্ধতা দিন দিন লোপ পাচ্ছে যার ফলশ্রুতিতে সমাজে নেমে আসছে অস্থিরতা, অরাজকতা তথা চুরি, ডাকাতি,খুন রাহাজানি সহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকান্ড। প্রবাদ আছে ' ইচ্ছা থাকলে উপায় হয়।' মানুষ চাইলে একটা সমাজকে সুশোভিত করে তুলতে পারে, আবার ঘোর অন্ধকারেও ঠেলে দিতে পারে,সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য শিক্ষিত যুবসমাজের ভুমিকা অপরিসীম বলে মনে করে বিশ্লেষকরা। আজকের শিক্ষিত যুবসমাজই আগামীর ভবিষ্যৎ,তারাই একটা সমাজকে সুশোভিত করে তুলতে পারে, সমাজের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করে দিতে পারে বিশেষ করে করোনাকালীন সময়ে যুব সমাজই স্ব-স্ব এলাকায় তাদের এলাকা তথা সমাজের উন্নয়নে ভুমিকা রাখতে পারে,  করোনা ভাইরাস সংক্রমন রোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে উপরের শ্রেণিতে পড়ুয়া  যুবসমাজ তাদের স্ব-স্ব এলাকায় মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনার ব্যাপারে জনসচেতনতামূলক  ক্যাম্পেইন পরিচালনা করতে পারে, তাদেরকে এ সমস্ত সামাজিক কর্মকান্ডে সহযোগিতা,  অনুপ্রাণিত ও সুসংগঠিত করে  উদ্ধুদ্ধ করতে পারে একমাত্র এলাকার শিক্ষিত বয়োজ্যেষ্ঠরা।করোনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় যেহেতু সুদীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেহেতু  যুব সমাজ তথা শিক্ষার্থীদের মাঝে  অস্থিরতা বিরাজ করছে এবং ফলে শিক্ষার্থী তথা যুবসমাজের বিপথগামী হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বলে ধারনা করছেন মনোবিজ্ঞানীরা।পড়ালেখার পাশাপাশি  করোনা সংক্রমন রোধ, বৃক্ষরোপণ থেকে শুরু করে এলাকায়  চুরি, ডাকাতি,খুন রাহাজানিসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে ভুমিকা রাখার ব্যাপারে যুবসমাজকে উদ্ধুদ্ধ করতে পারলেই করোনাকালীন সময়ে তাদের বিপথগামী হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। তাই সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে করোনা ভাইরাস সংক্রমন রোধ ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে যুব সমাজের এগিয়ে আসা উচিত।

লেখকঃ সুমন মজুমদার 

সহকারি শিক্ষক, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহাগাড়া চট্টগ্রাম।

বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

চলমান ২৭টি নিয়োগ বিজ্ঞপ্তিঃ

 চলমান ২৭টি নিয়োগ বিজ্ঞপ্তিঃ 



০১। ৪৩ তম (সাধারণ) বিসিএসঃ

☞ পদসংখ্যাঃ ১,৮১৪ টি পদ।

☞ আবেদনের বর্ধিত সময়সীমাঃ ৩০-০৬-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ http://bpsc.teletalk.com.bd


০২। কারিগরি শিক্ষা অধিদপ্তরঃ

☞  পদসমূহঃ ২৩ ক্যাটাগরিতে ২৮২টি পদ।

☞ আবেদনের সময়সীমাঃ ১৬-০৭-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ http://dter.teletalk.com.bd


০৩। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডঃ

☞  পদের নাম ও পদসংখ্যাঃ

(i) নিরাপত্তা পরিদর্শক - ১৩টি পদ। 

(ii) নিরাপত্তা তদারককারী - ১৬টি পদ।

☞  আবেদনের সময়সীমাঃ ১১-০৭-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ http://bpdb.teletalk.com.bd


০৪। বাংলাদেশ ব্যাংকঃ

☞ পদের নামঃ Assistant Director (Research)

☞ পদসংখ্যাঃ ১৯টি।

☞ আবেদনের সময়সীমাঃ ২০-০৬-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bb.org.bd


০৫। প্রবেশপত্র ডাউনলোড @ বাংলাদেশ ব্যাংকঃ

☞ পদসমূহঃ

(i) Officer (General)

☞ ডাউনলোডের সময়সীমাঃ ২৬-০৬-২০২১ ইং।

☞ পদসমূহঃ

(i) Assistant Director (Statistics) 

☞ ডাউনলোডের সময়সীমাঃ ২৩-০৬-২০২১ ইং। 

(i) Assistant Programmer.

(ii) Assistant Maintenance Engineer.

☞ ডাউনলোডের সময়সীমাঃ ১৯-০৬-২০২১ ইং।

☞ প্রবেশপত্র ডাউনলোড লিংকঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php


০৬। উত্তরা ব্যাংক লিমিটেডঃ

☞  পদের নামঃ প্রবেশনারি অফিসার।

☞  আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ https://www.uttarabank-bd.com/index.php/home/career


০৭। ব্র্যাকঃ

☞  পদসমূহঃ

(i) Junior Trainee Officer, Dabi, Microfinance (জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা, দাবি)

(ii) Programme Organizer, Dabi, Microfinance (কর্মসূচি সংগঠক, দাবি)

☞  আবেদনের সময়সীমাঃ ২০-০৬-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ

https://hotjobs.bdjobs.com/jobs/brac/brac1968.htm

http://www.brac.net/work-for-brac


০৮। ট্রাষ্ট ব্যাংক লিমিটেডঃ 

পদের নামঃ Trainee Junior Officer. 

☞  আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ https://career.tblbd.com


০৯। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটঃ

☞  পদসমূহঃ ০৯ ক্যাটাগরির পদ। 

☞  আবেদনের সময়সীমাঃ ১৫-০৭-২০২১ ইং।


১০। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনঃ

☞  পদসমূহঃ ১৬ ক্যাটাগরিতে ৯০টি পদ (একাধিক পদে আবেদন করা যাবে না)।

☞  আবেদনের সময়সীমাঃ ০৫-০৭-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ http://bsti.teletalk.com.bd


১১। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটঃ 

☞  পদসমূহঃ ২৬ ক্যাটাগরির পদ।

☞  আবেদনের সময়সীমাঃ ০২-০৭-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ http://bsri.teletalk.com.bd


১২। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদঃ  

☞  পদসমূহঃ ১৫ ক্যাটাগরির পদ।

☞  আবেদনের সময়সীমাঃ ২৪-০৬-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ http://bcsir11.teletalk.com.bd


১৩। বাংলাদেশ বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষঃ 

☞ পদসংখ্যাঃ ১,৬২১ টি।

☞ ১০টি গ্রুপের প্রত্যেকটি গ্রুপ হতে একটি পদে আবেদন করা যাবে।

☞ আবেদনের সময়সীমাঃ ২০-০৬-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ http://caab.teletalk.com.bd


১৪। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডঃ 

☞ পদসমূহঃ ০৫ ক্যাটাগরিতে ১১৫ টি পদ।

☞ একাধিক পদে আবেদন করলে প্রার্থীর সকল আবেদন বাতিল বলে গণ্য হবে !

☞ আবেদনের সময়সীমাঃ ১৮-০৬-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ http://gtcl.teletalk.com.bd


১৫। জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকাঃ 

☞ পদের নাম ও পদসংখ্যাঃ অফিস সহায়ক- ১৩টি পদ।

☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ১৭-০৬-২০২১ ইং।


১৬। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ঃ 

☞  পদসমূহঃ তথ্যসেবা কর্মকর্তা -৩৭টি পদ।

☞  আবেদনের সময়সীমাঃ ১১-০৭-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ http://erecruitment.bcc.gov.bd


১৭। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কক্সবাজারঃ

☞ পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।

☞ আবেদনের সময়সীমাঃ  ১৩-০৭-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ http://dgfpcox.teletalk.com.bd


১৮। বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশালঃ

☞ পদসমূহঃ ১০ ক্যাটাগরির পদ।

☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ১১-০৭-২০২১ ইং।


১৯। জেলা প্রশাসকের কার্যালয়, চট্রগ্রামঃ

☞ পদসমূহঃ ০২ ক্যাটাগরির ১৬টি পদ।

☞ আবেদনের সময়সীমাঃ ০৫-০৭-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ http://dcctg.teletalk.com.bd


২০। জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরঃ 

☞ পদসমূহঃ ০৫ ক্যাটাগরির পদ।

☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ০৫-০৭-২০২১ ইং।


২১।বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটঃ 

☞ পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।

☞  আবেদনের বর্ধিত সময়সীমাঃ ৩০-০৬-২০২১ইং। 


২২। কানেক্টেড বাংলাদেশ শীর্ষক প্রকল্পঃ 

☞  আবেদনের সময়সীমাঃ ২৪-০৬-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bcc.gov.bd


২৩। জেলা প্রশাসকের কার্যালয়, নাটোরঃ 

☞ পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।

☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২১ ইং।


২৪। বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীঃ 

☞ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।

☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ১১-০৭-২০২১ ইং।


২৫। জেলা প্রশাসকের কার্যালয়, চট্রগ্রামঃ 

☞ পদের নাম ও পদসংখ্যাঃ অফিস সহায়ক - ০৬টি পদ।

☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ২৩-০৬-২০২১ ইং।


২৬। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডঃ

☞ পদের নামঃ এক্সিকিউটিভ প্রোগ্রাম-আইসিটি। 

☞ আবেদনের সময়সীমাঃ ২১-০৬-২০২১ ইং। 


২৭। বিএএফ শাহীন কলেজ, ঢাকাঃ 

☞ পদসমূহঃ প্রভাষক, সহকারী শিক্ষক ও অন্যান্য পদ।

☞ আবেদনের সময়সীমাঃ ১৯-০৬-২০২১ ইং।

☞ শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণঃ https://bafsdjobs.osl.ac/শিক্ষাগত-যোগ্যতা

☞ অনলাইনে আবেদনঃ https://bafsdjobs.osl.ac/


কার্টেসীঃ আব্দুল্লাহ আল মাসউদ।

রবিবার, ১৩ জুন, ২০২১

বিকাশ আলফ্রেড'র কবিতা- মীরজাফর!!

 মীরজাফর
          বিকাশ আলফ্রেড
 
মীরজাফর তুমি পলাশীর প্রান্তর
বাঙালির বুকে ক্লাইভের খঞ্জর।
 তুমি একাত্তরের অত্যাচারী পাকিস্তানি  হানাদার বর্বর।
 তুমি মহা পাপী সন্তান রাজাকার একাত্তরে প্রমাণ।
 তুমি করেছো শত্রুর হাতে বাঙালি ভাই-বোনদের প্রদান।
 তুমি মাথার উকুন মাথায় বাস করে মাথা কে কর   খুন।
 তুমি কুকুরের কামড়ে মিশে থাকা জলাতঙ্কের গুন।
 তুমি আলোর সৃষ্টি আলেয়া মানুষের সৃষ্টি ছায়া
 তুমি বাংলায় জন্মগ্রহণ করেও ভুলে গেছো বাংলার মায়া।
 তুমি পানের মধ্যে মাঝে মাঝে অতিরিক্ত চুন।
 তুমি ভাইয়ের হাতে  ভাইকে করাও খুন।
 তুমি বন্ধুর কাছে বন্ধুর মারাত্মক বিশ্বাসঘাতকতা
 মানুষের জন্য এক জঘন্য প্রতীক হৃদয়হীন নিষ্ঠুরতা।
 তুমি ফলের মাঝে লুকিয়ে থাকা গোপন পোকা
 তুমি পৃথিবীতে যুগে যুগে মানুষকে এখনো দিয়ে যাচ্ছ ধোঁকা।
 তুমি কেড়ে নিতে পারো এক নিমিষেই অনাহারীর মুখে খাবার
 তুমি মুহূর্তের ব্যবধানে ভেঙ্গে দাও সাজানো সুখের সংসার।
 তুমি কাঁচা বাঁশের মধ্যে লুকিয়ে থাকা অকল্পনীয় ঘুন।
 এডিসের শরীরে মিশে থাকা ডেঙ্গুজ্বরের গুণ।
 তুমি মানুষকে মৃত্যুর পথে আমন্ত্রণকারী এডিসের কামর
 তুমি মানুষরূপী ঘৃণ্য নরপশুদের সাথে মিশে থাকা আড্ডার আাসর।
 তুমি প্রতিটি সমাজে বসবাসকারী ঘৃণিত এক লোক 
তুমি মানুষের রক্ত চুষে খাওয়া খুবই পরিচিত সাধারণত জোঁক।
তুমি গাছের মাঝে বসবাসকারী অকৃতজ্ঞ পরগাছা।
 তুমি স্বীকার করো না যে তার জন্য তোমার জীবন বাচাঁ।
 তুমি নিরীহ মানুষের উপর মিথ্যে নির্মমতার সাজা
 তুমি সমাজ ধ্বংস কারী নেশা নাম যার গাঁজা।
->চয়নকাল

 ২০০১ সাল।


বুধবার, ২৬ মে, ২০২১

বিশেষ বার্তাঃকরোনাকালে নিজেদের নিরাপত্তা ও সুরক্ষায় আরো সচেতন হওয়া উচিত।-- সুমন মজুমদার।

 বিশেষ বার্তাঃকরোনাকালে নিজেদের নিরাপত্তা ও সুরক্ষায় আরো সচেতন হওয়া উচিত। 
*********************************



সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউয়ের কবলে। বিশ্বের ন্যায় আমাদের দেশও   করোনা ভাইরাসের কবলে।প্রতিদিনই আক্রান্ত হচ্ছে  ফি-হাজার মানুষ। টিভি-চ্যানেল, পত্রিকার পাতা খুললেই প্রথমেই দৃষ্টিগোচর হয় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাসের সংক্রমন রোধে দেশে ধাপে ধাপে চলছে লকডাউন,নেওয়া হচ্ছে সীমাবদ্ধতাসহ বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ, বিশেষ করে নিজেদেরকে নিরাপদ ও সুরক্ষিত রাখার প্রয়াসে সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা,  চলছে বিনামূল্যে টিকাদান কর্মসূচি। স্বাস্থ্যবিধি 'র মধ্যে মুখে মাস্ক ব্যবহার করা অন্যতম বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীদের মতে নাক' হলো প্রাণিদেহের  অন্যতম ইন্দ্রিয় যার মাধ্যমে এরা শ্বাস -প্রশ্বাস নেয় এবং যা সরাসরি ফুসফুসের সাথে সংযুক্ত তাই করোনা ভাইরাস খুব সহজেই শ্বাস -প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে বাসা বেঁধে নিতে পারে, তাই হয়তো সরকার মাস্ক পরার উপর যথেষ্ট গুরুত্বারোপ করেছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ঘরের বাইরে গেলে আমরা মাস্ক পরার ব্যাপারে উদাসীনতা দেখায়, হাট-বাজার, দোকান-পাট,  বিপনি-বিতানে সর্বত্রই আমরা মুখে মাস্কবিহীন অবাধে চলাচল করি, সম্প্রতি ভারতে করোনা ভাইরাসের ভিন্ন ভ্যারিয়েন্ট সনাক্ত হয়েছে, যা খুবই ভয়াবহ বলে ধারনা করছেন চিকিৎসা বিজ্ঞানীরা, অধুনা আমাদের দেশে ব্ল্যাক ফ্যাঙ্গাস নামক নতুন এক  ছত্রাকের সন্ধান পাওয়া গেছে, চিকিৎসা বিজ্ঞানীদের ধারনা মতে করোনা ভাইরাসের পরবর্তী সংক্রমণ নাকি এ ব্ল্যাক ফ্যাঙ্গাস সংক্রমণ যা টিকা গ্রহণের পরেও হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিজেদের নিরাপত্তা ও সুরক্ষায় সকলের আরো সচেতন হওয়া উচিত। 
লেখক ঃ সুমন মজুমদার 
সহকারি শিক্ষক 

উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,  লোহাগাড়া, চট্টগ্রাম।

মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে রমজান উপলক্ষে মাদ্রাসায় কোরান উপহার।

 লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে  রমজান উপলক্ষে মাদ্রাসায় কোরান উপহার।



লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজ উদ্দিন কায়সার উদ্যোগে মধ্য আমিরাবাদ তালিমুল কোরান হেফাজখানা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে কোরান উপহার দেওয়া হয়।

২৭শে এপ্রিল,২০২১ইং,মধ্য  আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মোঃ  ইউছুফ উদ্দিন আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা আলফাজ উদ্দিন.. রিফাত হোসেন,  প্রমূখ

রবিবার, ৪ এপ্রিল, ২০২১

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে মাস্ক বিতরণ।

 লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে  মাস্ক বিতরণ।

লোহাগাড়া প্রতিনিধিঃ


লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজ উদ্দিন কায়সার উদ্যোগে  আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক বিতরণ করা হয়।।

৪ঠা, এপ্রিল,২০২১ইং,(রবিবার)বিকালে  আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচী পালিত হয়।

এই বিষয়ে জানতে চাইলে, মিনহজ উদ্দিন, বলেন,মহামারি কোভিড-১৯, দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে দেশে, এর মোকাবেলার জন্য জনগণকে সচেতন করার লক্ষ্যেব এই কর্মসূচী পালন করা হয়।ভবিষ্যতেও তা চলমান থাকবে।

বুধবার, ২৪ মার্চ, ২০২১

২৫ মার্চ কালো রাতে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন।

 ২৫ মার্চ কালো রাতে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন।
লোহাগাড়া প্রতিনিধিঃ



আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। উদ্দেশ্য ছিল, বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়া। এভাবে রাতের আঁধারে ঘুমন্ত মানুষের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত কোনও বাহিনীর আক্রমণের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।
দিনটি উপলক্ষে প্রতিবছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারসব কর্মসূচি  সীমিত আকারে পালন করা হচ্ছে।




গণহত্যা দিবস উপলক্ষে লোহাগাড়ার ছাত্রলীগের সহ-সভাপতি মিনহজ উদ্দিন কায়সারের উদ্যোগে ২৫ শে মার্চ রাতে লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়ন ও 
সাতকানিয়া সদর ইউনিয়নের অন্তর্গত ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুছ" উদ্যোগে শহীদে'র স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।



এতে উপস্থিত ছিলেন,  আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা অভয়, জয়, বিপ্লব, প্রান্ত,পিপলু,রিমন,রকি,পায়েল প্রমুখ।

বুধবার, ১৭ মার্চ, ২০২১

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালিত।

 লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে  বৃক্ষরোপন কর্মসূচী পালিত।
লোহাগাড়া প্রতিনিধিঃ


লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজ উদ্দিন কায়সার উদ্যোগে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে  বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
১৭ই মার্চ, ২০২১ইং,(বুধবার) সকালে আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচী পালিত হয়।
এই বিষয়ে জানতে চাইলে, মিনহজ উদ্দিন, বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, রাজনীতির কবি, বাংলার রাখাল রাজা, অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধুর ১০১ জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য, ছাত্রলীগের নেতাকর্মীদের সহায়তায়,  ও স্বউদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।


 এ সময় উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
 আলফাজ,রাকিব,মিজান,শাহেদ,কামাল,মাঈনুদ্দীন, রিফাত, হ্নদয়,ফোরকান,উৎস ধর,জয় দাশ,মান্না দাশ,রাকিব দাশ,রিমন দাশ,নয়ন দাশ,সাগর দাশ,মুন্না দাশ,প্রমুখ।

রবিবার, ৭ মার্চ, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের কালজয়ী ভাষণের বিভিন্ন দিক ও ঐতিহাসিক গুরুত্ব।

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের কালজয়ী ভাষণের বিভিন্ন দিক ও ঐতিহাসিক গুরুত্ব



ঐতিহাসিক ৭ মার্চ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি দিন। এ দিনে বাঙলির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রদত্ত ভাষণ বিশ্ব ইতিহাসের সেরা ভাষণের মধ্যে অন্যতম হিসেবে নির্বাচিত হয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রেসকোর্স ময়দানের বিশাল সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে চিরবঞ্চিত বাঙালিকে পাকিস্তানি শাসক-শোষকদের বিরুদ্ধে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার যে ডাক দিয়েছিলেন সে ডাকে সাড়া দিয়ে বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ সাড়ে সাত কোটি মানুষকে জাতীয় চেতনায় উদ্বেলিত ও ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অধিকার আদায়ের লড়াইয়ের তিনি নিয়ে এসেছিলেন মুক্তির র্বাতা। সে দিনের সে ঐতিহাসিক ভাষণের মাধ্যমেই বর্বর সামরিক শক্তির মুখোমুখি হয়ে নতুন বাংলাদেশকে আগামীর পথে অগ্রসর হওয়ার শক্তি যুগিয়েছিলেন। তাই এ ভাষণ বাঙালি জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দলিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর সেই ভাষণটি ক্যালেন্ডারের একটি তারিখকে মহাকালের দেয়ালে অনন্তকালের জন্য ভাস্বর করে দিল । ২৩ বছর ধরে তিল তিল করে রচিত সংগ্রামর পথ বেয়ে মহাজাগরণের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। যাতে সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে দূরদর্শি এবং সবচেয়ে সাহসী নেতৃত্ব এসেছে একেবারে দেশজ, বাঙালির প্রাণের গভীর থেকে। বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের মধ্য থেকে উঠে আসা তুলনামূলকভাবে বয়সে তরুণ বিপ্লবী এক নেতা।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের কালজয়ী ভাষণ ইতিহাসের ম্যাগনাকাটার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সে ভাষণটি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে অন্যতম ভাষণ হিসেবে বিশ্বের ইতিহাসে জায়গা করে নিয়েছে। সংগত কারণে বঙ্গবন্ধুর ভাষণ বর্তমান ও আগামী প্রজন্ম ও ইতিহাসের ছাত্রদের জন্য আরো বিশ্লেষণের প্রয়োজন মনে করেই এ নিয়ে আজকের আলোচনার সূত্রপাত। বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে অনেক লেখক-সাহিত্যিক-সাংবাদিক ও গবেষক অনেক আলোচনা ও বিশ্লেষণ করেছেন। তারপরও এ ভাষণটি আরো বেশি বিশ্লেষণের দাবি রাখে। আমি বঙ্গবন্ধুকে যতটুকু পড়েছি এবং পড়ার মাধ্যমে তাঁকে জেনেছি, সে হিসেবে এ ঐতিহাসিক ভাষণটি নিয়ে আরও বিশ্লেষণের দরকার। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব বিশেষত্বের বিভিন্ন দিক নিয়ে আরও অধিক জানতে পারবে মানুষ। এখানে একটি কথা বলে রাখি, আমার মতো একজন নগণ্য মানুষের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহীরূহের এমন একটি ঐতিহাসিক ভাষণের বিশ্লেষণ করতে যাওয়া শুধু সাহস নয় দুঃসাহসের কাজ। যদিও আমি “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ও জীবনধারা” নামক প্রায় সাত শত পৃষ্ঠার একটি গবেষণা গ্রন্থ রচনা করেছি এবং সে বইটি ২০১৩ সালে অমর একুশের গ্রন্থমেলায় ‘জনতা পাবলিকেশনস’ থেকে প্রকাশিত এবং বিক্রির তালিকায় মোটামুটি ভাল অবস্থানে, তবু সবার প্রতি বিনয় মিনতি জানিয়ে বলছি এ আলোচনায় যাবতীয় ভুলত্রুটি ও সীমাবদ্ধতা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। যাক ভূমিকা না বাড়িয়ে আলোচনার গভীরে যাওয়া যাক-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের র্টানিং পয়েন্ট। এ দিন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে পূর্ব নির্ধারিত জনসভায় যোগদানের জন্য দেশের বিভিন্নস্থান থেকে লক্ষ লক্ষ মানুষ জলোচ্ছ্বাসের গর্জনে বাস, লঞ্চ, ষ্টিমার, নৌকা ও পায়ে হেটে বিপুলবিক্রমে রাজধানী ঢাকার দিকে এগিয়ে আসতে থাকে। বাঁধভাঙা মানুষের স্রোতে দুপুর হ’তে না হ’তেই ভরে ওঠে রেসকোর্সের ময়দান। বাতাসে উড়ছে বাংলাদেশের মানচিত্র খচিত লাল সূর্যের পতাকা। দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন আর সাথে সাথে দুলে উঠছে বাঙালিদের সংগ্রামের প্রতীক লক্ষ লক্ষ বাঁশের লাঠি। মঞ্চ থেকে মাঝে মাঝেই স্লোগান তুলছেন সংগ্রাম পরিষদের নেতারা ‘জয় বাংলা’। ‘আপোষ না সংগ্রাম-সংগ্রাম,সংগ্রাম।’ ‘আমার দেশ তোমার দেশ-বাংলাদেশ বাংলাদেশ।’ পরিষদ না রাজপথ-রাজপথ, রাজপথ।’ ‘বীর বাঙালি অস্ত্র ধর-বাংলদেশ স্বাধীন করো।’ ‘ঘরে ঘরে দুর্ঘ গড়-বাংলাদেশ স্বাধীন করো।’
জনসভার কাজ শুরু হ’তে তখনও অনেক সময় বাকি। কিন্তু রেসকোর্স বৃহত্তর পরিসর ময়দান পেরিয়ে জনস্রোত ক্রমেই বিস্তৃত হতে থাকে কয়েক বর্গমাইল এলাকা জুড়ে। এদিকে বঙ্গবন্ধুর রেসকোর্সের ভাষণ সরাসরি সম্প্রচার না করার প্রতিবাদে বেতারে কর্মরত বাঙালি কর্মচারীরা তাৎক্ষণিক ধর্মঘট শুরু করায় বিকেল থেকে ঢাকা বেতার কেন্দ্রের অনুষ্ঠান প্রচার বন্ধ হয়ে যায়। সংগৃহিত। চলবে.....

সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রামের আনোয়ারায় আটকে থাকা দৈত্যাকার জাহাজ দেখতে পর্যটকদের ভিড়।



 
বি.কে বিচিত্র, পারকির চর ঘুরেঃ 
প্রতি দিনই চট্টগ্রাম আনোয়ারার পারকির  সৈকতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। গত ২১শে  ফেব্রুয়ারি  গিয়ে দেখা গেছে সৈকতজুড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।বিশেষ করে আটকে থাকা দৈত্যাকার "ক্রিস্টাল গোল্ড" জাহাজটি দেখতে পর্যটকরা ভিড় জমাচ্ছে।


চট্টগ্রাম নগরীর উপকণ্ঠে কর্ণফুলী নদী ও বঙ্গোপসারের মোহনায় আনোয়ারা উপজেলার বারশত ও রায়পুর ইউনিয়নের মধ্যবর্তী বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠেছে পার্কি সমুদ্র সৈকত। চট্টগ্রাম নগরবাসী ও বিভিন্ন উপজেলার দর্শনার্থীদের হাতের নাগালে হওয়ায় এই বিনোদন স্পটে প্রতিনিয়তই ভিড় বাড়ছে। আর এ বিনোদন স্পটে গত দেড় বছর ধরে আটকে আছে ক্রিস্টাল গোল্ড নামে বিশাল মালবাহী জাহাজ। এ কারণে বিশাল এলাকা নিয়ে জেগে ওঠেছে চর।
x

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

অমর-২১- বি.কে বিচিত্র'র বর্ণক্রমিক কবিতা।

 অমর-২১

        (৩ শব্দের বর্ণক্রমিক অণু কবিতা)

ভাষা শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 


ভাষার ভুবনে ভূষিত,

সৃজন  সৃষ্টি স্বীকৃত। 

আমাদের- ২১ আমৃত্যু আমরণ,।

সর্বদা  সর্বোচ্চ সাধারণ,।

আন্দোলন আলোড়িত আগমন,।

ইতিহাস ইতোপূর্বে ইন্ধন,। 

ফেব্রুয়ারি ফেরারি ফাল্গুন,

আহত আত্মাহুতি আগুন।

সালাম সতীর্থ সমাদর, 

বরকত বীরত্ব বৃহত্তর,

রফিক রঞ্জিত রণক্ষেত্র।



বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

বান্দরবানে শুরু হয়েছে করোনা ভ্যাক্সিন টিকাদান কর্মসূচি।

 বান্দরবানে শুরু হয়েছে করোনা ভ্যাক্সিন   টিকাদান কর্মসূচি। 
বি. কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ



সারাদেশের ন্যায় বান্দরবানেও চলছে করােনা টিকাদান কর্মসূচী। গত ৭ ফেব্রুয়ারি থেকে বান্দরবানের ৭ উপজেলায় একযােগে চলছে এই কার্যক্রম।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে ,এই পর্যন্ত বান্দরবানে করােনার ভ্যাকসিন গ্রহণ করতে ৫হাজার ৩শত ২৭জন অনলাইনে নিবন্ধন করেছে এবং ২হাজার ৪শত ৮২জন করােনার ভ্যাকসিন গ্রহণ করেছে।
অনলাইনে রেজিষ্ট্রেশনকৃত টিকা আগ্রহীরা সকাল-দুপুর পর্যন্ত নির্ধারিত কেন্দ্রের বুথে গিয়ে টিকা গ্রহণ করছে।
জেলা প্রশাসনের উদ্যোগে ৪০ উর্ধ্ব ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা বলেন, করােনার ভ্যাকসিন গ্রহণ করার পর সকলে সুস্থ রয়েছে এবং আগ্রহের সাথে টিকা নিচ্ছে।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...