বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

বান্দরবান ভ্রমণঃ নীলগিরি সাদা মেঘের হাতছানি।

 নীলগিরি

বিশেষ প্রতিবেদন(ভ্রমণ)

বি.কে বিচিত্র, বান্দরবানঃ



নীলগিরি বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। এর উচ্চতা প্রায় ৩ হাজার ফুট। এটি বান্দরবান জেলার ‘থানছি’ উপজেলায় অবস্থিত। বান্দরবান জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এই পর্যটন কেন্দ্রের অবস্থান। নীলগিরি ভ্রমণে ভ্রমণকারীরা উঁচু- নিচু পাহাড়  শুভ্র মেঘের এক রোমাঞ্চকর দৃশ্য অবলোকন করতে পারবে। এই পর্বতের পাশেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত উপজাতী সম্প্রদায় ম্রো পল্লী। 



যাদের বিচিত্র সংস্কৃতি দেখার মত। বর্ষা মৌসুমে নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে মেঘ ছোঁয়ার দূর্লভ সুযোগ রয়েছে। শুষ্ক মৌসুমে নীলগিরি থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। বান্দরবানের সবচেয়ে সুন্দর ও আধুনিক পর্যটন কেন্দ্র এটি। যা সেনা তত্ত্বাবধানে পরিচালিত হয়। এর পাশেই রয়েছে একটি সেনাক্যাম্প। বান্দরবান জেলা সদর থেকে নীলগিরি পর্যটন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় অধিকাংশ পর্যটক দিনে গিয়ে দিনেই ফিরে আসেন। বান্দরবান জিপ স্টেশন থেকে জিপ, ল্যান্ড রোভার, ল্যান্ড ক্রুজারসহ অন্যান্য হালকা গাড়িও ভাড়ায় পাওয়া যায়। নীলগিরি যাওয়ার পথে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। বান্দরবান জেলা সদর থেকে সাধারণত বিকেল ৫ টার পর নীলগিরির উদ্দেশে কোন গাড়ি যেতে দেয়া হয় না। এছাড়া নিরিবিলিতে স্বপরিবারে কয়েকটা দিন কাটাতে এটি একটি আদর্শ জায়গা। নীলগিরিতে নিরাপদ ভ্রমণের জন্য 



বর্তমানে বান্দরবান শহর থেকে হোটেল হিলভিউর পরিচালনায় সরাসরি  হোটেল হিলভিউ বাস  চলমান  রয়েছে। 

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

বান্দরবান সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

 



বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ 
বান্দরবান  সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান    অধ্যাপক এনামুল হাই এফসিএস  এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা মঙ্গলবার(২৯.১২.২০ইং) দুপুরে  কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে   অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে এতে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অধ্যক্ষ,  অধ্যাপক মকছুদুল আমিন। 


  বিভাগের সকল বর্ষের  স্নাতক শিক্ষার্থীদের আয়োজনে বান্দরবান নীলাচল পর্যটন কেন্দ্রে বিকালে আলাদা বিদায় সংবর্ধনা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।শিক্ষার্থীদের পক্ষ থেকে  স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন, হিসাববিজ্ঞান বিভাগের ১ম ব্যাচের ছাত্র, মোঃ সোহেল, ২য় ব্যাচের ,  মোঃ মনিরুল ইসলাম, ৩য় ব্যাচের পম্পি চৌধুরী ও অন্যান্য ব্যাচেরও বক্তব্য দেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে গিফট  প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে   তিনি   বলেন,  শিক্ষার্থীদের আয়োজন আমাকে মুগ্ধ করেছে।  শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি আলোকিত ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করে বলেন তোমরা মানুষের মতো মানুষ হলে আমার শিক্ষকতা জীবন স্বার্থক হবে।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক,  এসএম আইনুল করিম, গেস্ট লেকচারার ,  সুমদত্ত বড়ুয়া, গেস্ট লেকচারার, মনিরুল ইসলাম। 
শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, মোঃ ফয়সাল, মোঃ সোহেল, নয়ন বড়ুয়া, পম্পি চৌধুরী,  মাহিনূর আক্তার উর্মি, প্রত্যাশা, মোঃ তারেক, বিটন তঞ্চঙ্গ্যা, মোঃ হোসেন প্রমূখ। 

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে সোস্যাল ইসলামী ব্যাংক।

 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে সোস্যাল ইসলামী ব্যাংক

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে সোস্যাল ইসলামী ব্যাংক

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে ‘প্রবেশনারি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড

পদের নাম: প্রবেশনারি অফিসারশিক্ষাগত যোগ্যতা: এমবিএম/এমবিএ/স্নাতকোত্তরঅভিজ্ঞতা: প্রযোজ্য নয়বেতন: ৪০,০০০ টাকা

চাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ৩০ বছরকর্মস্থল: যেকোনো স্থান

Advertisement

আবেদনের ঠিকানা: আগ্রহীরা www.jagojobs.com/bank এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২১

সূত্র: জাগোজবস ডটকম

রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে গরীব- দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত।

বি.কে বিচিত্র, চট্টগ্রাম।



 বিজয়ের ৪৯ বছর উপলক্ষে,  মহান বিজয়ের মাসে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের নিজ উদ্যোগে  রবিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে   গরীব দুস্থদের মাঝে  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 



অনুষ্ঠানে স্থানীয় দু:স্থ অসহায় ও গরিব মানুষদের মাঝে বিপুল পরিমাণ কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। 



অনুষ্ঠানে বক্তারা বলেন,  তার কর্মের মাধ্যমে লোহাগাড়াবাসীর  হৃদয়ের মণিকোঠায় স্থান নিয়ে আজীবন বেঁচে থাকবেন।

বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত।


 মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত। 

বি.কে বিচিত্র, চট্টগ্রাম।

৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহজ উদ্দিন কায়সারের উদ্যোগে 

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে  চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষণ


প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় আমিরাবাদ আরফাত কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানের শুরুতে  শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দোয়ার  কামনা করা হয়।

পরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজ উদ্দিন কায়সার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা যুবলীগের নেতা আ.ন.ম আবদুল্লাহ বাবলু সভাপতিত্ব করেন সাবেক লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আকতার বাঙালী এসময় আরো ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

৩৬তম বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রকাশ দেবনাথ।


৩৬তম বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রকাশ দেবনাথ




বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
সদ্য ঘোষিত ৩৬তম বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন প্রশাসন ক্যাডারের আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশ ক্যাডারের গোলাম রুহানী।

কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ৩৬তম  বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা,  প্রকাশ দেবনাথ। বর্তমানে  বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের সহকারী পরিচালক(প্রোগ্রাম) পদে কর্মরত। বর্তমানে তিনি উচ্চতর পেশাগত প্রশিক্ষণের জন্য ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, আঞ্চলিক লোক -প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম  এ প্রশিক্ষণরত রয়েছেন।২০১৮ সাল থেকে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের সহকারী পরিচালক(গ্রোগ্রাম) হিসেবে কর্মরত রয়েছেন।
বান্দরবান জেলায় তিনি সুনামের সাথে সরকারি দ্বায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য,  কোভিড-১৯ কালিন সময়েও তিনি রেডিও বার্তার মাধ্যমে  বিভিন্ন জন সচেতনাতামূলক অনুষ্ঠান প্রচারের উদ্যোগ গ্রহণ করেন, যা জেলার সর্বত্রে প্রশংসিত হয়।
তিনি সকলের আশির্বাদ প্রার্থী।

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

করোনাকালে প্রাথমিক শিক্ষা।

 করোনাকালে প্রাথমিক শিক্ষা


 


"শিক্ষাই জাতির মেরুদন্ড"   সুশিক্ষিত জাতি মাত্রই স্বশিক্ষিত,  যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত।  এ উক্তিগুলো সম্পর্কে আমরা সবাই মোটামুটি ওয়াকিবহাল।  মেরুদন্ডহীন প্রাণী যেমন সোজা হয়ে দাড়াতে পারেনা, ঠিক তেমনি সুশিক্ষাবিহীন কোন জাতি তথা দেশ উন্নত ও সমৃদ্ধশালী হতে পারেনা।  তাই একটা দেশ বা জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার প্রথম ধাপ হল প্রাথমিক শিক্ষা। প্রাথমিক থেকে শুরু করে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে সরকার দেশের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যা সত্যিই প্রশংসীয় বলে মনে করেন সর্বমহল তথা সুশীল সমাজ।প্রাথমিক শিক্ষা  যেহেতু দেশের শিক্ষা ব্যবস্থার প্রথম স্তর তাই হয়তো সরকার প্রাথমিক শিক্ষার উপর বেশি গুরুত্বারোপ করেছেন বলে মনে করেন সুশীল সমাজ তথা গবেষকরা।ছোট ছোট কোমলমতি শিশুরা হল নরম মাটির মত,  নরম মাটিকে যেমন বিভিন্ন আকৃতি দিয়ে বিভিন্ন দর্শনীয় ও সৌন্দর্যমন্ডিত বস্তুতে রুপান্তরিত করা যায়,ঠিক তেমনি প্রত্যেক কোমলমতি শিশুকেও  তাদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে সুশিক্ষিত করে গড়ে তোলা সম্ভব।কেননা "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ". আর এ কোমলমতি শিশুদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হলে দরকার একজন অভিভাবক ও শিক্ষকের বিশেষ যত্ন ও সচেতনতা। প্রতি বছরের শুরুতে একটা শিশু বিদ্যালয়ে ভর্তি হবার পর থেকে প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের উপর অভিভাবকদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। নিয়মিত বিদ্যালয় মুখী করার প্রয়াসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে বছরের শুরু থেকেই শ্রেনি কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সরকারি নির্দেশনা মোতাবেক হোম ভিজিট  থেকে শুরু করে মা সমাবেশের ব্যবস্থা করতে হয় যা খুবই  ফলপ্রসূ বলে ধারনা করছেন শিক্ষা বিশেষজ্ঞরা, কিন্তু সারাবিশ্ব যখন ঘাতক  করোনা ভাইরাসের করাল গ্রাসে নিমজ্জিত তখন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় চিন্তা করে এখনও সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী  বিদ্যালয় বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জুম মিটিং এর মাধ্যমে যথাসম্ভব মা সমাবেশের ব্যবস্থা করলেও হোমভিজিটে স্থবিরতা নেমে এসেছে বলে ধারনা করছেন শিক্ষা বিশেষজ্ঞরা, ফলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বৃদ্ধি পেতে পারে বলে ধারনা করছেন সর্বমহল তথা সুশীল সমাজ।  ঘাতক করোনা ভাইরাসের কারনে ২০২০ পুরো বছরই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অন্যদিকে ২০২১ সালের আগমনী বার্তা আমাদের দরজায় নাড়া দিচ্ছে,  এ অবস্থায় শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী রাখতে হলে  আমাদের স্বাস্থ্যবিধি মেনে যথাসম্ভব  হোমভিজিট করা উচিত এবং ঝরে পড়ার হার হ্রাস পেতে পারে বলে মনে করেন শিক্ষা বিশেষজ্ঞরা। বিজয়ের  এ মাসে আমরা  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে হোমভিজিটের পরিমান বাড়াতে পারি তাহলে হয়তো শিক্ষার্থীদের ঝবে পড়া অনেকাংশেই  কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আসুন  করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে আমরা সবাই সুস্থ থাকি ও  সুশিক্ষিত জাতি গঠনে ব্রতী হই।

লেখকঃ

সুমন মজুমদার 

সহকারি শিক্ষক, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় , লোহাগাড়া, চট্টগ্রাম।

বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

বিজয়ের মাস উপলক্ষে লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সার।

 লোহাগাড় প্রতিনিধি(চট্টগ্রাম)ঃ


বিজয়ের মাস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী  পালন করেছে, লোহাগাড়া  উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মিনহাজ উদ্দীন কায়সার। 


০২.১২.২০ ( বুধবার)  উপজেলার বিভিন্ন পতিত জায়গায়  বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

 

 এতে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নেতা রাকিব,সাজ্জাদ,আলফাজ, শাহিন,রবিউল,

 ওমর ফারুক, আফতাব প্রমুখ। 

সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

বি.কে হাজারীর কবিতাঃসময় তুমি অসময়ে!

 Posted by B.K Bichitro

সময় তুমি অসময়ে

সময় তুমি অসময়ে
বি.কে.হাজারী
————————————-

সময় তুমি সুধাও যবে
কে আপন কে পর?
সব হারিয়ে নিঃস্ব হেথায়
সাজাই কেমনে আপন ঘর?

সময় তুমি প্রমাণ দাও
ভালোবাসা নাকি অভিনয়;
প্রেমরসের ডুবন্ত লাশ
এখন কি উপায়?

সময় তুমি অতি জিঙ্কেস
বাছাই করো গরিব-ধনী;
স্বার্থ ছাড়াই ভাবাও তুমি
তুলে ধরো বিষধর ফনী।।

সময় তুমি বুঝিয়ে দাও
প্রিয়জন না প্রয়োজন;
ঠেকায় পড়ে করছিল তোমায়
অধিক ভক্তি-সম্বোধন।।

সময় তুমি বড়ই নিষ্ঠুর
বাস্তবতার যাঁতাকলে;
সমাধান ছাড়া শিক্ষা দাও
অসময়ে কথা বলে।।

রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বান্দরবান সরকারি কলেজ'র ১ম স্থান অর্জন।

 ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০


উদযাপন উপলক্ষে, বান্দরবান উপজেলা প্রশাসন  কর্তৃক আয়োজিত প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে বান্দরবান সরকারি কলেজ

 প্রথম স্থান অধিকার করে।


সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব সুজন কান্তি বড়ুয়া


শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে কলেজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

করোনাকালঃ শিক্ষা নিয়ে কতিপয় ভাবনা।

 করোনাকালঃ শিক্ষা নিয়ে কতিপয় ভাবনা।

*****************************

সুমন মজুমদারঃ


করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েব বা দ্বিতীয় ঢেউয়ের মুখে পুরো বিশ্ব। পৃথিবী জুড়ে ফের বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। আমাদের দেশেও করোনার  দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে ইতোমধ্যেই  দেশের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় চিন্তা করে আবারো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষনা করেছেন শিক্ষা  মন্ত্রণালয়। বিশেষজ্ঞদের পরিসংখ্যানে পরিলক্ষিত হয়, ২০২০ সালের পুরোটাই করোনার কবলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা,  ফলে শিক্ষা  ব্যবস্থায় অনেকটা স্থবিরতা বিরাজ করছে বলে ধারনা করছেন শিক্ষা বিশেষজ্ঞদের। তাই হয়তো সরকার বিকল্প পদ্ধতি অন-লাইন ক্লাস, জুম apps এর মাধ্যমে শিক্ষক,  শিক্ষার্থী  ও অভিভাবকের সাথে যোগাযোগের কিছু  মাধ্যম আবিষ্কার করেছেন যা প্রশংসার দাবিদার বলে মনে করেন সর্বমহল তথা শিক্ষা বিশেষজ্ঞরা।প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির জন্য  সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা ও জুম মিটিং  এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সাথে সমন্বয় সাধনের ব্যবস্থা করলেও করোনা কালে শিক্ষকদের চেয়ে অভিভাবকদের তাদের সন্তানদের উপর বেশি দায়িত্বশীল ও সচেতন থাকতে হবে, কেননা তারা সচেতন না থাকলে তাদের সন্তানরা বিপথগামী  হওয়ার সম্ভাবনা রয়ে যাবে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে  আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল,  নিজেদের নিরাপত্তার বিষয় চিন্তা করে যেমন আমরা করোনার প্রকোপ থেকে  রক্ষা পাওয়ার জন্য যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলছি, ঠিক তেমনি আমাদের সন্তানদের পড়ালেখার বিষয় চিন্তা করে  তাদের উপর আরো অনেক যত্নশীল ও সচেতন হতে হবে, কেননা শিক্ষা প্রতিষ্ঠান যখন খোলা ছিল শিক্ষার্থীরা তখন শিক্ষকদের সান্নিধ্যে থাকতো বা তাদেরকে একটা নিদির্ষ্ট সময়সূচী মেনে চলতে হতো, কিন্তু এখন যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তখন তাদের উপর পড়ালেখার  কোন চাপ বা সীমাবদ্ধতা নেই বললেই চলে তাই করোনা কালে মা,বাবাকেই একজন শিক্ষার্থীর শিক্ষক ও অভিভাবকের ভূমিকা পালন করা উচিত ।  আপনার সন্তান ও আত্নীয়-স্বজনকে  করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করুন, নিজে সুস্থ ও নিরাপদে থাকুন। 

লেখকঃ

সুমন মজুমদার 

সহকারি শিক্ষক, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া,চট্টগ্রাম।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত সহ -সভাপতি মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে মাস্ক বিতরণ।

 


লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত  সহ -সভাপতি মিনহাজ উদ্দিন কায়সারের  উদ্যোগে  মাস্ক বিতরণ করা হয়েছে।

লোহাগাড়ার আমিরাবাদ মোটর স্টেশনে মাস্ক বিতরণ করেছে, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত  সহ সভাপতি মিনহাজ উদ্দিন কায়সার।



এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা আ.ন.ম আবদুল্লাহ বাবলু, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির কার্যনিবাহী সদস্য ও চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য, আকতার বাঙ্গালী, বার আউলিয়া বিশবিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ আরফিন মুন্না, জালাল উদ্দীন বাবুল,জোবাইদুল ইসলাম জুবাইর প্রমুখ।

বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেয়েছে মিনহাজ উদ্দিন কায়সার।




, লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি :


লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নতুন  কমিটিতে সহ-সভাপতি  পদে স্থান পেয়েছে   মিনহাজ উদ্দিন কায়সার। 


১৭ অক্টোবর ( মঙ্গলবার) দিন গত রাত সাড়ে ১২ টা দিকে  দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ অনুমোদন দেয়া হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ কে এম আসিফুর নহমান চৌধুরীকে  সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে ৬৪  সদস্যের ছাত্রলীগের লোহাগড়া উপজেলা।  কমিটিতে   সহ-সভাপতি  পদে স্থান পেয়েছে   মিনহাজ উদ্দিন কাউসার। 


এদিকে, কমিটিতে  স্থান পাওয়ায়  মিনহাজ উদ্দিন কায়সার  জানান,  বঙ্গবন্ধুর  আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের সেবায়  এগিয়ে যাবো। আমাকে মূল্যায়ন করায় দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করছি। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন।

 


বি.কে বিচিত্র, চট্টগ্রামঃ 

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা  ছাত্রলীগের উদ্যোগে দিনভর কর্মসূচী পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল  বৃক্ষরোপন কর্মসূচী,   মানুষদের খাবার বিতরণ,  ও দোয়া মাহফিল ।চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণ যোগাযোগ ও  উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক মিনহাজ উদ্দিন কায়সারের  উদ্যোগে এসব কর্মসুচী পালন করা হয়। এ সময় মিনহাজ উদ্দিন কায়সার,  বলেন, শেখ হাসিনার জন্ম হয়েছিল বলে আজ আমরা উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে চলছি। শান্তিতে বসবাস করছি। কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশে অভাব দুর হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণ যোগাযোগ ও  উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক মিনহাজ উদ্দিন কায়সার, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা মিজান ,সাকিব ,তানজুল,ইমতিয়াজ, রাকিব,রাইহান,রিদুওয়ান,আতিক,সাকের প্রমুখ

ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

শোক দিবসে লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে দোয়া মাহফিল।


বি.কে বিচিত্র, চট্টগ্রাম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণ যোগাযোগ ও  উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক মিনহাজ উদ্দিন কায়সার।


শনিবার (১৫ আগস্ট) সকালে মধ্য  আমিরাবাদ মাদরাসা নববিয়া আরাবিয়ায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

মাহফিলে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

কর্মসূচিতে অংশ নেন  স্থানীয় ছাত্রলীগকর্মী  জাবেদ, মিজান,সাকিব,সাজ্জাদ তানজুল প্রমুখ।

বুধবার, ৫ আগস্ট, ২০২০

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান।


বি.কে  বিচিত্র, চট্টগ্রাম।
বৈশ্বিক মহামারি করোনা কারণে জনজীবন যখন স্থবির  তখন নিজের একান্ত প্রচেষ্টায় গ্রামের আশপাশকে  পরিচ্ছন্ন  ও রোগ জীবানুমুক্ত রাখতে ব্লিচিং পাউডার ছিটিয়ে  পরিস্কার রাখার  ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণ যোগাযোগ উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক মিনহাজ উদ্দিন কায়সার লোহাগাড়া আমিরাবাদের বিভিন্ন সড়ক ও স্কুলের পাশে জীবাণু নাশক পাউডার প্রয়োগ ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে

৫ই আগস্ট,  বুধবার সকালে  লোহাগাড়া আমিরাবাদের বিভিন্ন সড়ক ও স্কুলের পাশে জীবাণু নাশক পাউডার প্রয়োগ ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে।

এ সময় ছাত্রলীগ নেতা কায়সার বলেন, ‘‘পবিত্রতা ঈমানের অঙ্গ। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। আমরা নিজ উদ্যোগে আমাদের চারপাশকে পরিচ্ছন্ন রাখলে পুরো বাংলাদেশ পরিচ্ছন্ন থাকবে।’’

তিনি বলেন, কোনও কাজই ছোট নয়। প্রত্যেক পেশার প্রতি সম্মান জানাতে হবে। এ পরিচ্ছন্নতা কর্মসূচি অত্র এলাকাকে  সৌন্দর্যমণ্ডিত ও নান্দনিক  হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানান তিনি।

ছাত্রলীগ নেতা  আরও বলেন, আমাদের এলাকাকে  পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে মডেল এলাকায়  পরিণত করতে চাই। কারণ শিক্ষার্থীদের মনন বিকাশে পরিবেশ গুরুত্বপূর্ণ।

রবিবার, ১৯ জুলাই, ২০২০

পরিসংখ্যান ব্যুরোর, পরিসংখ্যান সহকারীর আবেদন প্রক্রিয়ার ব্যাখ্যা।

#Do_not_get_confused_please.

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ১২ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরিসংখ্যান সহকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী, ইনুমারেটর এবং এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিসটেন্ট পদে অাবেদন করার যোগ্যতা কী হবে?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতসহ অন্যূন দ্বিতীয় শ্রেনী বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।"

ব্যাখ্যাঃ পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতে স্নাতক (সম্মান) এখানে বাধ্যতামূলক নয়। স্নাতক পর্যায়ে যে কোন বর্ষে এই তিনটি হতে কমপক্ষে একটি কোর্স থাকা বাধ্যতামূলক।

অর্থাৎ ইংরেজি বিভাগের সিলেবাসে কোন বর্ষে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতের কোন কোর্স থাকে না বলে এই বিভাগের প্রার্থীগণ অাবেদন করতে পারবেন না। কিন্তু ব্যবস্থাপনা বিভাগের স্নাতক সিলেবাসে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত কোর্স থাকে বলে এই বিভাগের প্রার্থীগণ অাবেদন করতে পারবেন।

এখানে তিনটি বিভাগের কথা বলা হয়নি। বরং যেকোন বিভাগ কিন্তু উল্লিখিত তিনটির কমপক্ষে একটি কোর্সের কথা বলা হয়েছে।  যারা স্নাতক (সম্মান) এর পরিবর্তে সমমানের কোন ডিগ্রি নিয়ে অাবেদন করবেন, তাঁদের ক্ষেত্রেও বিষয়টি একইভাবে বিবেচ্য হবে। তবে কমপক্ষে দ্বিতীয় শ্রেনী বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমমানের ডিগ্রি হতে হবে।

-----
মোহাম্মদ কামাল হোসেন
পরিসংখ্যান কর্মকর্তা
বিসিএস (পরিসংখ্যান)
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

বুধবার, ১৫ জুলাই, ২০২০

শোক!!

আর্তনাদ!(শোক!)
            (বর্ণক্রমিক ৪ শব্দ বিশিষ্ট)
আর্তনাদ অতীত আবির্ভাব অতিশয়!
                     ! শোকার্ত   শাণিত  শত     লয়!
স্মৃতিময় সহিত সহায় সলিল!
                     ! অনন্ত অহির্নিশ  অশেষ অনিল!
ভ্রাতৃঘাতী ভ্রমণ ভ্রম ভ্রুক্ষেপহীন!
                    !  গন্তব্য গত গতি গহীন!
পরিবার পরিশেষ পরিবর্তন পণ!
                    ! গগনে গতিময় গ্রহণ গণ!
মৃত্যু মিহির মম মন্দির!
                  !  নিরিখে নিরোধ নির্ণয় নীর!(জল)
প্রবাহ প্রতিদান প্রহর প্রীতি!
নিরহ নির্দয় নিরীক্ষা নীতি!
দুঃখ দরিদ্র দরদ দ্রুতি!

সোমবার, ৬ জুলাই, ২০২০

বিসিএস উন্মাদ!

আজ কিছুদিন ধরে লাগাতার জাতীয় দৈনিকে বিসিএস উন্মাদনার কিছু চিত্র তুলে ধরছি,

*স্ত্রীর অনুপ্রেরণায় ৩৮তম বিসিএসে প্রথম হয়েছেন রুহুল

*ফেরিওয়ালার মেয়ে বিসিএস ক্যাডার, বই কিনতে না পারা মেয়ে হলেন এসপি। 

*বিদেশে সংসার সামলে বিসিএস ক্যাডার জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রী
*
বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হতে না পারা ছেলেটি এখন বিসিএস ক্যাডার

*৩৮তম বিসিএস: স্বামী শিক্ষা ক্যাডারে ইতিহাসে প্রথম, স্ত্রী অষ্টম

*কখনো কোচিং করেননি বিসিএস প্রশাসনে প্রথম রুহুল

*হতে চাইলাম শিক্ষক, বানাইলেন ম্যাজিস্ট্রেট

*প্রাথমিকের শিক্ষিকার ছেলে এখন বিসিএসের প্রশাসন ক্যাডার

*জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চমবারের চেষ্টায় বিসিএসে সফল হলেন তৃপ্তি

‘আয়া’ মায়ের ‘হার না মানা’ জীবনযুদ্ধে ছেলে বিসিএস

*দুই বোন একসঙ্গে প্রশাসনে বিসিএস ক্যাডার

গত কয়েকদিনে দেশের সমস্ত প্রধান জাতীয় দৈনিকের আলোচিত সংবাদ বিসিএস সম্পর্কিত সংবাদগুলো পড়লে মনে হবে বিসিএস আলাদিনের চেরাগ।  এই মহাবিশ্বে বিসিএসের চেয়ে  উত্তম কিছু নেই। ট্র্যাম্পের নির্বাচনী প্রচারনা থেকে শুরু করে, ভারত চায়না সীমানা দ্বন্দ্ব সব হচ্ছে  বিসিএস ক্যাডারের পদ নিয়ে।

ধীর ধীরে অবস্থা এমন দাঁড়াচ্ছে  বিসিএস নাম নেয়ার আগে কবে যেন ওজু করবার নোটিশ জারি হয়, নামের আগে বলতে হবে মহান বিসিএস।

পঙ্গপালের মতো সবাই ছুটছি বিসিএসে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ হতে প্রস্তুতি চলে বিসিএসের।

কোথাও গবেষণা নেই, উদ্ভাবনী নেই, ব্যবসার বিকাশ নেই, উদ্যোক্তা নেই।

ইউজিসির এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, দেশের ৬৫ শতাংশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয় না। গবেষণার বদলে চলে মুখস্থনির্ভর চাকরিকেন্দ্রিক পড়ালেখা!

৪১তম বিসিএসে আবেদনকারী ৪ লাখ ৭৫ হাজার

সবাই ক্যাডার হতে চায়, অথচ  উদ্ভাবন ছাড়া, গবেষণা ছাড়া,  উদ্যোক্তা ছাড়া, বেসরকারি উদ্যোগ ছাড়া, ব্যবসা ছাড়া দেশটা মুখ থুবড়ে  পড়তে বাধ্য। 

দেশের  চাকা চালাতে প্রতিটি পেশায় মেধাবীদের প্রয়োজন, যোগ্যদের প্রয়জন। 

পঙ্গপালের মতো মেধাবীরা বিসিএসের পিছনে ছুটলে অযোগ্য ব্যাক্তিরা অতি সহজে নির্বিঘ্নে প্রয়োজনীয় পেশাগুলোর মার্কেট দখল করে ফেলবে। 

এর পরিনাম হবে ভয়াবহ।

ভুল চিকিৎসায় বিসিএস ক্যডারের স্ত্রীর জীবন বিপন্ন হবে, বিসিএস ক্যাডারের সন্তানের শিক্ষার জন্য মেধাবী শিক্ষকের প্রয়োজন। শিক্ষক ভালো না হলে বিসিএস ক্যাডারের সন্তান তো পরবর্তীতে বিসিএস ক্যাডার হতে পারবেন না!

নষ্ট ব্যাক্তি ব্যাংক দখল করলে  চাকুরী শেষে একজন বিসিএস ক্যাডারের সারা জীবনের সঞ্চয় লাপাত্তা হয়ে যাবে।

ব্যবসায় দুষ্ট লোকের আগমন হলে আমাদের সন্তান বিষাক্ত খাবার খেয়ে বড় হবার বদলে বনসাই হয়ে বেড়ে উঠবে।

বিসিএসের বিরোধী আমি নই, প্রচণ্ড পরিশ্রমী এই লম্বা পরীক্ষা মাধ্যমে যারা পাশ করছেন তাদের আমি সম্মান রেখেই বলছি, আমাদের এক্ষুনি আমাদের চাকুরী কাঠামো নিয়ে প্রশ্ন করার সময় চলে এসেছে। 


কেন এই উন্মাদনা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট সবাই ছুটছে বিসিএসের পিছনে!

প্রধান কারন, নিরাপদ চাকুরী, বেতন ভালো,  পাওয়ার!

এই যদি কারন হয় তবে এরচেয়ে ভয়াবহ দুঃসংবাদ এই দেশের জন্য আর হতে পারে না। 

যে ছেলে আজ একটি ক্ষুদ্র ব্যবসা করতে চাইছে সে কেন নিজেকে অনিরাপদ মনে করছে, তার উত্তর জানা দরকারি।

প্রাইভেট জবে নিরাপত্তা কেন দিতে পারছে না, আজকে এই প্রশ্ন করতে হবে উচ্চকণ্ঠে।

 দেশে কেন গবেষক তৈরি হয় না, আমাদের উদ্যোক্তারা কোথায়, তারা কি কি বাঁধার সম্মুখীন হয়, একজন   উদ্যোক্তা একশো জনের চাকুরীর সুযোগ তৈরি করতে পারে অথচ আমাদের দেশে উদ্যোক্তাদের অবহেলা অপমান কেন, বারবার করে এর সমাধান বের করে নিয়ে আসতে হবে।

দেশকে বাঁচাতে  এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া অতি জরুরী।

কেবল বিসিএসের পিছনে যদি আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থা ছুটে তবে চাঁদের বুকে কোন বাংলাদেশী কোনদিন পা রাখার কল্পনাও করতে পারবে না।

গবেষণা, উদ্ভাবন,  উদ্যোক্তাদের অনুপ্রেরণা ছাড়া বিদেশে বাংলাদেশী বংশোদ্ভূতদের নিয়েই সারাজীবন অহংকার করে যেতে হবে, টিকটক ভিডিও বানিয়ে যেতে হবে, একটা টিকটক অ্যাপ্লিকেশন  বানানোর মতো ফান্ডিং, সাপোর্ট জোগাড় হবে না।

পাশের দেশের ছোট বাচ্চারা স্কুলেই যখন  মহাশূন্যের বুকে হেঁটে বেড়াবার  স্বপ্ন দেখবে আমাদের সন্তানরা তখন পত্রিকা পড়ে ভাববে - রুহুল ভাই আসলেই বস, বিসিএসে চান্স পাইছে। রুহুল ভাইয়ের ভালো বিয়া হবে! 

#বিসিএস_বিরোধী_নই_সকল_পেশার_গুরুত্ব_অনুধাবন_করুন

©রাফিউজ্জামান সিফাত

রবিবার, ৫ জুলাই, ২০২০

Positive Thinking!

Articles,
By, B.K Bichitro,


Positive Thinking & Attitude can be considered as a special quality for any human being.  Can lead him to the desired goal of success.  Let's not know how we can reach that doorstep.

 Every day we have to face some problems in the way of life.  Just as we have to jump into the workplace to earn a living, we also have a personal life beyond that.  In that personal case too, we have to make some decisions according to our needs as well as reject them.  However, our path may not always be smooth.

 Seeing the uneven path in life, we often panic, suffer from inferiority complex and come to a conclusion before doing the work, "No, this work will not be done by me", or "I can not".  Many have experienced this type of situation more or less at some point in their lives and may have lost a golden opportunity due to lack of negative thoughts or willpower.  So even if we face a difficult subject without losing courage, we can develop the mentality of completing it through a little effort and practice if we want.

 First we need to decide what we really want to do, which way to go, to reach that desired goal, and no matter how difficult it may be, "I must be able to do it" means to develop a positive attitude.  Let's focus on some positive thoughts.

 Avoid negative thoughts and exaggerated thoughts


There are many of us who think in the beginning before doing any work that this work will not be done by him.  And he finds out many possible imaginary reasons why that work should not be done by him, which is not correct at all.  He needs to think that he can do it and that he can do it.

 For example, one person's clothing or posture is not the same.  Some may be obese or some may be in very thin or medium health.  But if anyone thinks I'm too fat, I'll never be able to have beautiful and attractive health, or if I overeat, I won't be able to cut back on food - that's a completely wrong idea.  Instead, if we think like this, I will follow the rules in a systematic way from today, I will follow the hygiene rules, I will control the diet, then it will be a positive idea.  Because it controls positive thinking as well as develops positive thinking.

সমাজসেবা অধিদপ্তরে চাকরি।


লোহাগাড়ার উত্তর আমিরাবাদে টংকাবতীর ভাঙনে বিলীন হচ্ছে কয়েক'শ পরিবার।

লোহাগাড়ার উত্তর আমিরাবাদে টংকাবতীর ভাঙনে বিলীন হচ্ছে কয়েক'শ পরিবার।

বি.কে বিচিত্র,  চীফ রিপোর্টারঃ 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায়  টংকাবতী খালের ভাঙনে কয়েক' শ ঘরবাড়ি ও অন্তত ১০০ একর ফসলের জমি বিলীন হচ্ছে  গত কয়েক বছর ধরে। সম্প্রতি পাহাড়ি ঢলের কারণে খালের ভাঙন তীব্রতর হয়েছে। বেড়েছে খালের প্রশস্ততা। ভাঙনের ঝুঁকিতে থাকা তুলাতলী বাজার এলাকার সুশীল পাড়া, ব্রাহ্মণ পাড়া, উত্তর আমিরাবাদ এম বি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বণিক পাড়া, মজুমদার পাড়ার কয়েক হাজার বাসিন্দার চোখে এখন ঘুম নেই।
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, খালের ব্যাপক ভাঙনে চলাচলের রাস্তা পার্শ্ববর্তী ঘরবাড়ি বিলীন হয়েছে খালে। এতে শিক্ষার্থীসহ এলাকার লোকজন যাতায়াতে চরম দুর্ভোগে দিন কাটছে।
স্থানীয় ভুক্তভোগী  বাসিন্দারা , উক্ত প্রতিবেদককে জানান, প্রতি বছর বর্ষা আসলেই  দুর্ভোগ চরম আকার ধারণ করে। স্থানীয় জনপ্রতিনিধি ও  সরকারের পক্ষ থেকে রটিন মাফিক পরিদর্শনে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। বাসিন্দাদের কাজ হবে বলে আশ্বাস দিয়ে চলে যায়,আর কেউ পরিবর্তীতে খবর নেয় না।
স্থানীয় বাদিন্দাদের কর্তৃপক্ষের নিকট দাবি, যত দ্রুত সম্ভব ভাঙন এলাকায় বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে কয়েক'শ ঘরবাড়ি ও ফসলি জমি  বিলীন থেকে রেহায় পাবে।


 সূত্রে জানা গেছে, টংকাবতী খালের দুই পাড়ে অবস্থিত তুলাতলী বাজার এলাকা, বণিকপাড়া, ব্রাহ্মণপাড়া, সুশীলপাড়া, বৈরাগীপাড়া(দাশ পাড়া)মুদিপাড়া, চৌধুরীপাড়া, ঘোনাপাড়া ও জলদাশ পাড়ার  বাসিন্দারা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। খালের অব্যাহত ভাঙনে দুশ্চিন্তায় রয়েছে স্থানীয় বাসিন্দারা। হুমকির মুখে রয়েছে উত্তর আমিরাবাদ এম বি উচ্চবিদ্যালয় ও উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সোমবার, ২৯ জুন, ২০২০

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।


বি.কে বিচিত্র, চট্টগ্রাম।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধের জন্য চট্টগ্রাম জেলারভলোহাগাড়া  উপজেলার  বিভিন্ন প্রান্তে সাধারণ জনগণ ও  অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উন্নতমানের কয়েক'শ  মাস্ক বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ -সম্পাদক মিনহাজ উদ্দিন কায়সারের পক্ষ থেকে রবিবার (২৯ জুন) সন্ধ্যায়
লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সার   মাস্ক পরানোর মাধ্যমে এ কর্মসূচী শুরু করেন।
করোনা ভাইরাস প্রাদুর্ভাব থেকে সুরক্ষিত থাকার জন্য এবং নেতাকর্মীরা যাতে দুঃস্থদের পাশে থেকে  উপজেলার ৯টি ইউনিয়ন  কাজ করতে পারেন এব্যাপারে কমিটি হচ্ছে। মাস্ক বিতরণ সম্পর্কে জানতে চাইলে,  মিনহাজ উদ্দিন কায়সার বলেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম  চলমান থাকবে । এছাড়া  নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন স্থানের অসহায় কৃষকদের ধান কেঁটে দেওয়া হয়েছে। সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাতে কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে পারেন সে জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য,  গত সপ্তাহে,  ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচী, শিক্ষা সামগ্রী বিতরণ হয়েছিল।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...