রবিবার, ৫ জুলাই, ২০২০

লোহাগাড়ার উত্তর আমিরাবাদে টংকাবতীর ভাঙনে বিলীন হচ্ছে কয়েক'শ পরিবার।

লোহাগাড়ার উত্তর আমিরাবাদে টংকাবতীর ভাঙনে বিলীন হচ্ছে কয়েক'শ পরিবার।

বি.কে বিচিত্র,  চীফ রিপোর্টারঃ 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায়  টংকাবতী খালের ভাঙনে কয়েক' শ ঘরবাড়ি ও অন্তত ১০০ একর ফসলের জমি বিলীন হচ্ছে  গত কয়েক বছর ধরে। সম্প্রতি পাহাড়ি ঢলের কারণে খালের ভাঙন তীব্রতর হয়েছে। বেড়েছে খালের প্রশস্ততা। ভাঙনের ঝুঁকিতে থাকা তুলাতলী বাজার এলাকার সুশীল পাড়া, ব্রাহ্মণ পাড়া, উত্তর আমিরাবাদ এম বি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বণিক পাড়া, মজুমদার পাড়ার কয়েক হাজার বাসিন্দার চোখে এখন ঘুম নেই।
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, খালের ব্যাপক ভাঙনে চলাচলের রাস্তা পার্শ্ববর্তী ঘরবাড়ি বিলীন হয়েছে খালে। এতে শিক্ষার্থীসহ এলাকার লোকজন যাতায়াতে চরম দুর্ভোগে দিন কাটছে।
স্থানীয় ভুক্তভোগী  বাসিন্দারা , উক্ত প্রতিবেদককে জানান, প্রতি বছর বর্ষা আসলেই  দুর্ভোগ চরম আকার ধারণ করে। স্থানীয় জনপ্রতিনিধি ও  সরকারের পক্ষ থেকে রটিন মাফিক পরিদর্শনে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। বাসিন্দাদের কাজ হবে বলে আশ্বাস দিয়ে চলে যায়,আর কেউ পরিবর্তীতে খবর নেয় না।
স্থানীয় বাদিন্দাদের কর্তৃপক্ষের নিকট দাবি, যত দ্রুত সম্ভব ভাঙন এলাকায় বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে কয়েক'শ ঘরবাড়ি ও ফসলি জমি  বিলীন থেকে রেহায় পাবে।


 সূত্রে জানা গেছে, টংকাবতী খালের দুই পাড়ে অবস্থিত তুলাতলী বাজার এলাকা, বণিকপাড়া, ব্রাহ্মণপাড়া, সুশীলপাড়া, বৈরাগীপাড়া(দাশ পাড়া)মুদিপাড়া, চৌধুরীপাড়া, ঘোনাপাড়া ও জলদাশ পাড়ার  বাসিন্দারা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। খালের অব্যাহত ভাঙনে দুশ্চিন্তায় রয়েছে স্থানীয় বাসিন্দারা। হুমকির মুখে রয়েছে উত্তর আমিরাবাদ এম বি উচ্চবিদ্যালয় ও উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...