শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭

বান্দরবানে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা

Posted by B.K

নিউজ ডেস্কঃ-বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা।শুক্রবার (৬ই জানুয়ারী) সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বান্দরবানের জেলা ও দায়রা জজ মোঃশফিকুল ইসলাম।জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাজমা বিনতে আমীনের সঞ্চালনায় ও বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃশফিকুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ,জেলা সিভিল সার্জন উদয় শংকর চাকমা,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃমফিদুল আলম,জেলা কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী,সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ইকতেখারুল ইসলাম, নেজারত ডেপুটি কমিশনার হোসাইন মুহাম্মদ আল- মুজাহিদ,আইটি প্রোগ্রামার ফরিদুল আলম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুম্মিতা খীসা,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি প্রমুখ।
এরআগে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র্যালী বের হয়।র্যালী টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।সরকারি-বেসরকারি ৫০টির বেশী প্রতিষ্ঠান তাদের উদ্ভাভিত পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকার কতৃক ডিজিটাল উন্নয়নের ফলে দেশের আনাছে কানাছে উন্নয়নের জোয়ার বইছে। শিক্ষা,স্বাস্থ্য,চিকিৎসাসহ সামগ্রিক ক্ষেত্রে ডিজিটালাইজ ব্যবস্থার ফলে দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্বি পাওয়ায় জনগণের দোড়গোড়ায় সরকারের সকল সেবা এখন পৌছে গেছে।
এসময় বক্তারা সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একসাথে কাজ করার আহবান জানান।মেলায় শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও বিকেল পাঁচটায় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ছয়টায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামী ৮ জানুয়ারী ডিজিটাল উদ্ভাবন বিষয় নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হবে।-সূত্র-সিএইচটিটাইমস.কম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...