বুধবার, ২৪ আগস্ট, ২০২২

Azad is a self-reliant college student in dragon farming in Bandarban.

 Azad is a self-reliant college student in dragon farming in Bandarban.



 BK Vichitra, Bandarban District Representative:

 Md. has achieved great success by commercially cultivating dragon fruit rich in various qualities.  Azad (21) is a college student from Bandarban. His garden is located on a hill slope in Chaingya Para of Taracha Union in Rawangchari, bordering Bandarban Sadar.



 Currently, every tree in his garden is adorned with yellow and red dragon fruit.


 Farmers of the surrounding areas have already expressed interest in the cultivation of this foreign fruit due to the ease of cultivation and good demand in the market in addition to less disease and pest.

 Md. Azad takes care of the garden himself, in addition to teaching, Azad, a student and a half year ago, planted two hundred dragon seedlings on the 10th century land.


 After their proper care, every tree has borne fruit this time.  And the surrounding people are now crowding to see the dragon farm.


 Many people want to know how we have been able to produce results in a short period of time.


 Saidi, a local resident, said that the dragon farm is very beautiful and tidy.  Every tree bears fruit.  Besides, the price of dragon fruit is also very good in the market.  That's why he is also thinking how to start its cultivation.

রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

দেবতাখুম" বান্দরবানের পর্যটনের নতুন পাঁলক।

 দেবতাখুম" বান্দরবানের পর্যটনের নতুন পাঁলক।

দেবতাখুম


দেবতাখুম (Debotakhum), বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গীক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতাখুম এর কাছেই যাবে। স্থানীয়দের মতে প্রায় ৫০-৭০ ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য ৬০০ ফুট যা ভেলাখুম থেকে অনেক বড় এবং অনেক বেশী বন্য। দেবতাখুম যেতে হলে আপনাকে প্রথমে রোয়াংছড়ি থেকে কচ্ছপতলী আর্মি ক্যাম্প যেয়ে অনুমতি নিয়ে ট্রেক করে শীলবাঁধা পাড়া (লিরাগাঁও) যেতে হবে। অবশ্যই শীলবাঁধা পাড়া থেকে বাঁশের মজবুত ভ্যালা বানিয়ে নিতে হবে। শীলবাঁধা গিয়ে প্রথমে পং সু আং খুম পার হতে হবে। পং সু আং খুম পার হওয়ার পর দেবতাখুমের শুরু। স্থানীয়দের কাছে এটা হল সোনাখুম। অনেকে আবার মারমা ভাষায় থংচিখুম নামেও ডাকেন।

অসম্ভব রকমের এডভেঞ্চার, একেবারে মনকে ভয়ার্ত করে দেয়ার জন্যে পারফেক্ট দেবতাখুম। ট্রেকিং, এডভেঞ্চার, রিস্ক, ভেলার কায়াকিং সবকিছুর একটি কম্বো প্যাকেজ এই দেবতাখুম। একেবারে নেটওয়ার্ক এর বাইরে, ভিন্ন এক পরিবেশ। আশেপাশের সব সুনসান। শব্দ হিসেবে থাকবে উপর থেকে পানির ফোটা পরার শব্দ, নিজেদের ভেলার আওয়াজ এবং আপনার কথারই প্রতিধ্বনি! আশেপাশের পরিবেশটা এত ভুতুড়ে আর নিরবতার যে এটা আপনাকে সত্যি সত্যিই রিয়্যল এডভেঞ্চারের ফিল এন দিবে। বড় বড় দুই পাহাড়ের মাঝখানের এই খুম (গর্ত/যেখানে পানি জমে) ভিতরের দিকে একদমই অন্ধকার। সূর্যের আলো খুবই সংকীর্ণ।

দেবতাখুম এর ট্রেইল যেমন সুন্দর তেমনি ভয়ংকর। বর্ষায় গেলে ট্রেইলের ঝিরি/পাহাড়ের রূপে যেমন আপনার চোখ আটকাবে তেমনি পিচ্ছিল পাথুরে পথে পা ফসকে বড় ধরনের বিপদে পড়ার আশঙ্কাও থাকে পদে পদে। কোন কোলাহল নেই, নেটওয়ার্কের বাহিরে। চারিপাশে নিস্তব্ধ সুনসান নিরাবতা, যেন এক ভূতুড়ে পরিবেশ। ফোটা ফোটা পানির শব্দে আরো ভূতুড়ে মনে হবে পরিবেশটা। বিশাল দুটি পাহাড়ের মাঝ দিয়েই চলে গেছে পথ যা ভেলায় করে পারি দিতে হবে। প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে পারবেন এখানটায়। যেন মিশে যাবেন প্রকৃতির সাথে। যাওয়ার পথই আপনাকে বলে দিবে – স্বর্গের পথ কতটা সুন্দর হতে পারে।

দেবতাখুমের রুট প্ল্যান: বান্দরবান > রোয়াংছড়ি বাজার > কচ্ছপতলী > শীলবাধা পাড়া > দেবতাখুম

মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

সম্প্রীতির মেলবন্ধন আরো সুদৃঢ় হওয়া উচিত।

 

সম্প্রীতির মেলবন্ধন আরো সুদৃঢ় হওয়া উচিত। 
********************************
১৯৭১ সালে সুদীর্ঘ নয় মাস সকল সম্প্রদায়ের মানুষের রক্তস্রোতের বিনিময়ে আমরা আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি যা আমরা সবাই ওয়াকিবহাল।  স্বাধীনতাত্তোর সংবিধানের মূল স্রোতের আলোকে ধর্মনিরপেক্ষতাকে প্রাধান্য দিয়ে আমরা সবাই মিলেমিশে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানাদি পালন করে আসছি যা নিঃসন্দেহে বিশ্বের দরবারে প্রশংসার দাবিদার। মা, মাটি ও দেশের সাথে আমরা নিবিড়ভাবে সম্পর্কিত, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়লে এর নিবিড়তা আরো বৃদ্ধি পাবে বলে মনে করি,মুক্তিযুদ্ধ দেখার সুযোগ  না হলেও এর ইতিহাস পড়ে মুক্তিযুদ্ধের তাৎপর্য সকলের উপলব্ধি করার প্রয়োজন আছে বলে মনে করেন রাজনীতিক বিশ্লেষকরা।মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সকলে উপলব্ধি করতে পারলে সম্প্রীতির বন্ধনটা আরো সুন্দর ও সুদৃঢ় হবে এবং সকলের মধ্যে দেশাত্মবোধের উদয় হবার  সম্ভাবনা আছে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। সকলের মধ্যে দেশাত্মবোধের উদয় হলে ধর্মীয় অনুভূতি জাগ্রত হবে, ধর্মীয় অনুভুতি জাগ্রত হলে একজন আরেক জনের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে, সম্প্রীতির মনোভাব প্রস্ফুটিত হবে, সকল ধর্মে শান্তি ও সম্প্রীতির কথা বলা হয়েছে, তাই একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে বহির্বিশ্বে আমাদের দেশের আরো শ্রীবৃদ্ধি পাবে। তাই সকলের সম্প্রীতির মনোভাব প্রস্ফুটিত করে দেশের কল্যাণে মেতে উঠা উচিত।

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

লোহাগাড়ায় রত্নাগর্ভা শিক্ষক দম্পতির ৩ সন্তানই এমবিবিএস পাশ ডাক্তার

 লোহাগাড়ার রত্নাগর্ভা

শিক্ষক দম্পতির ৩ সন্তানই এমবিবিএস পাশ ডাক্তার।




চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান ও দক্ষিণ পূর্ব আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরীর তিন সন্তানই এমবিএস পাশ ডাক্তার। এ দম্পতির  ছোট ছেলে সাখাওয়াত হোছাইন চৌধুরী তামিম চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন তাঁরা তিন ডাক্তার সন্তানের জনক-জননী। উল্লেখ্য, বড় মেয়ে শাওসান তামান্না চৌধুরী এলিচ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস. শেষ করে ৩৯ তম বি.সি.এস. এ সহকারি সার্জন হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়। বর্তমানে তিনি বি.এস.এম.এম. ইউ.তে পোস্ট গ্রাজুয়েশান  করছেন।  বড় ছেলে তানজিল হোসাইন চৌধুরী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস. শেষ করেছে। 

সন্তানত্রয় বাবা-মা’র স্বপ্ন পূরণ করায়  সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। 

আল্লাহ যেন তাদের সন্তানরা সুচিকিৎসক হওয়ার তৌফিক দান করেন এবং জনগণের সেবা করার সুযোগ দান করেন সকলের কাছে দোয়া কামনা করেছেন।

 একজন রত্নাগর্ভা মা-বাবা হিসেবে আমি স্যালুট করছি।

--মহিউদ্দিন ওসমানীর ফেসবুক ওয়াল থেকে।

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন।

 প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায়  ছাত্রলীগ নেতার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন।

লোহাগাড়া, চট্টগ্রাম।






দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
প্রধানমন্ত্রীর ৭৫তম  জন্মদিন উপলক্ষে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক, চট্টগ্রাম, দক্ষিণ জেলা,  মিনহাজ উদ্দিন কায়সারের  উদ্যোগে
 জয়নাব কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিন্সিপাল ড. মোঃ রেজাউল কবির উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ / কেক ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় 
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়নাব কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মুবিন সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম কহিনুর বেগম শাহনাজ আকতার সাইমা সোলতানা ড. মো  প্রিন্সিপাল কবির উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাছলিমা আকতার, হুমাইরা আকতার, জাহেদা আকতার,  আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব প্রমুখ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতেই দিনটি উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করবে তাঁর নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ।।

 প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায়  ছাত্রলীগ নেতার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ।

লোহাগাড়া, চট্টগ্রাম।




দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
প্রধানমন্ত্রীর ৭৫তম  জন্মদিন উপলক্ষে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক, চট্টগ্রাম, দক্ষিণ জেলা,  মিনহাজ উদ্দিন কায়সারের  উদ্যোগে
 জয়নাব কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিন্সিপাল ড. মোঃ রেজাউল কবির উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ / কেক ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় 
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়নাল কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মুবিন সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম কহিনুর বেগম শাহনাজ আকতার সাইমা সোলতানা ড. মো  প্রিন্সিপাল কবির উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাছলিমা আকতার, হুমাইরা আকতার, জাহেদা আকতার,  আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব প্রমুখ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতেই দিনটি উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করবে তাঁর নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...