বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

লোহাগাড়া উপজেলায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতিসভা।

 লোহাগাড়া উপজেলায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতিসভা।

লোহাগাড়া, চট্টগ্রাম।


পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী সুচারু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে গত ১৮ আগষ্ট বিকালে লোহাগাড়া জেনারেল হাসপাতাল হলরুমে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক শ্রী সুমন মজুমদার হিরো'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক রাজীব দাশের সঞ্চালনায় এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভার ১ম পর্বে জেলা কমিটি কর্তৃক অনুমোদিত পরিষদের নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ২য় পর্বে আসন্ন জন্মাষ্টমী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনায় অংশ নেন পরিষদের উপদেষ্টা শিক্ষক শ্রী সুজিত পাল,  শিক্ষক শ্রী অনুপ কুমার দাশ,  সাবেক সভাপতি শ্রী শিবু রন্জন পাল,  শিক্ষক শ্রী রিটন বিশ্বাস ও ডাঃ  রিটন বিশ্বাস।  এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি পলাশ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য,সহ সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ, অর্থ সম্পাদক শিক্ষক শ্রী ধীমান নন্দী, সহ অর্থ সম্পাদক শিক্ষক শ্রী জুয়েল কান্তি দাশ, হিসাব নিরীক্ষক শিক্ষক শ্রী বাবু কাম্তি দাশ, সহ হিসাব নিরীক্ষক শিক্ষক শ্রী সুকুমার সূত্রধর,নির্বাহী সদস্য শিক্ষক  শ্রী দীপক ভট্টাচার্য, দপ্তর সম্পাদক শ্রী নারায়ন দাশ, সহ শিক্ষা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী অজিত চক্রবর্তী 

 সাংগঠনিক সম্পাদক শিক্ষক শ্রী বাবলু কান্তি হাজারী,  মহিলা সম্পাদিকা শিক্ষিকা পান্নাশ্রী আচার্য,  সহ- মহিলা সম্পাদিকা রিংকু হোড় প্রমূখ।  সভাশেষে সর্বসম্মতিক্রমে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নস্থ চরম্বা তেলিবিলা শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরে আগামী ৩০ আগষ্ট রোজ সোমবার চতুষ্প্রহরব্যাপী নাম সংকীর্তনের মাধ্যমে  জন্মাষ্টমী উদযাপনের সিদ্ধান্ত হয়।

রবিবার, ১৫ আগস্ট, ২০২১

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে মাদ্রাসায় কোরান বিতরণ ও দোয়া অনুষ্ঠিত।


 লোহাগাড়া,চট্টগ্রাম। 

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে  জাতীয় শোক দিবস  উপলক্ষে মাদ্রাসায় কোরান বিতরণ ও দোয়া অনুষ্ঠিত।


লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মিনহাজ উদ্দিন কায়সার উদ্যোগে মধ্য আমিরাবাদ তালিমুল কোরান হেফাজখানা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে কোরান ও বিশেষ দোয়ার আয়োজন  করা হয়।


১৫ আগস্ট ২০২১ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২১ পালন উপলক্ষে আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে মাদ্রাসায় কোরান বিতরণ ও বিশেষ দোয়ার  আয়োজন করা হয়।



১৫ই আগস্ট,২০২১ইং,মধ্য  আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচী পালিত হয়।


সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মোঃ  ইউছুফ উদ্দিন আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাকিব,রিদুয়ান, শাহেদ, আতিক,ফোরকান প্রমুখ।

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ -বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখা কমিটি গঠিত।



শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ -বাংলাদেশ,  লোহাগাড়া উপজেলা শাখা  কমিটি গঠিত


লোহাগাড়া, চট্টগ্রাম। 

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখা, কমিটি গঠনকল্পে আজ ৪/৮/২১ ইং তারিখ বিকালে  আমিরাবাদ ইউনিয়ন পরিষদ, মিলনায়তনে মাস্টার রিটন বিশ্বাস ও মাস্টার সুমন মজুমদার হিরো 'র যৌথ সভাপতিত্বে এবং মাস্টার রাজিব দাশ ও শ্রী পলাশ দাশ'র যৌথ সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়,  সভায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা প্রসেনজিৎ পাল, শিবু রন্জন পাল,  মাস্টার অসীম দাশ, মাস্টার অনুপ কুমার দাশ,  টিটো দাশ মহাজন,নেহেরু দাশ,মৃনাল দাশ, পূজা পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখা'র সহ -সভাপতি ডাঃ রিটন দাশ এবং দৈনিক যুগান্তর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি রতন কান্তি দাশ প্রমূখ।   সভায় সর্বসম্মতিক্রমে সুমন মজুমদার হিরো কে সভাপতি,  পলাশ দাশ কে সিনিয়র সহ-সভাপতি,  মাস্টার রাজিব দাশ কে সাধারণ সম্পাদক, কাঞ্চন আচার্য কে যুগ্ন সাধারণ সম্পাদক,  শিক্ষক ধীমান নন্দী কে অর্থ সম্পাদক, শিক্ষক জুয়েল দাশকে সহ - অর্থ সম্পাদক এবং শিক্ষক বাবলু কান্তি হাজারী কে সাংগঠনিক সম্পাদক করে (২০২১-২২)দুই বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়,  সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন লোহাগাড়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর   ডাঃ রিটন দাশ।

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

পাপীকে নয়,পাপকে ঘৃণা কর।-সুমন মজুমদার।

 পাপীকে নয়,পাপকে ঘৃণা কর।

*****************************


এই নশ্বর পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী নয়,তা জেনেও আমরা সবাই  যে যার ইচ্ছেমত দিনাতিপাত করছি। কেউ কুড়েঁঘরে,কেউ দালানকোটায় কেউ বা আবার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে। যাঁরা দালান কোটা বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসবাস করে  তারাও মানুষ, যারা মাটির ঘর বা কুঁড়েঘরে বসবাস করে তারাও মানুষ পার্থক্য শুধু জীবনধারন বা বসবাসের ধরনে। এ পার্থক্যটুকু কেন হয়? একটু চিন্তা করলেই তা সকলের কাছে বোধগম্য হবে। পার্থক্য শুধুমাত্র আয়ের উৎসে। যারা দালান কোটা বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসবাস করে তারা হয়তো অধিকাংশই প্রভাবশালী নেতা বা বড় ব্যবসায়ী। তাদের কাছে যারা নিম্নশ্রেণীর লোক এবং যারা  মাটির ঘর বা কুঁড়ে ঘরে বসবাস করে তাদের অস্তিত্ব নগণ্য। ফলে পরস্পরের মধ্যে দূরত্ব বেড়ে যায়,  ঘৃণার জন্ম নেয় এবং সর্বোপরি পারস্পরিক সম্পর্ক ও সম্মানবোধ কমে যায়, নিম্নশ্রেণির ভালো মানুষ গুলোর দৃষ্টিভঙ্গিও বিগড়ে যায়, তারাও তাদের জীবনমান উন্নয়ন করতে চায়,ফলে তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে যায়, ফলে সমাজ তথা দেশে নেমে আসে অশান্তি,  বিরাজ করে অস্থিতিশীল পরিবেশ ও অরাজকতা। কোন মানুষ জন্ম থেকেই পাপী হয়ে জন্মায় না,পরিবেশ  ও পারিপার্শ্বিক অবস্থার কারণে সে পাপ কাজ করতে বাধ্য হয়। কিন্তু আমরা একবারের জন্যও ভাবিনা একটা পাপকাজ  হাজারো পাপকাজের জন্ম দেয়। আমরা সবসময় যে পথে সহজে অর্থ উপার্জন করা যায় সেই পথটাই বেছে নিই। যারা বৈধ পথে অর্থ উপার্জন করে তাদের অভাব বেশি,আর যারা অবৈধ পথে অর্থ উপার্জন করে তাদের অভাব নেই বললেই চলে এটাই বর্তমান সমাজের প্রেক্ষাপট। কথায় আছে,' পাপ বাপকেও ছাড়ে না'। এই চিরন্তন সত্য কথাটা আমরা বেমালুম ভুলে যায়।  আমরা একবারের জন্যও চিন্তা করি না যে পথে আমরা অর্থ উপার্জন করে পরিবার-পরিজন নিয়ে দিনাতিপাত করছি সেটা কী ঠিক পথ নাকি ভুল পথ? লোভ মানুষকে ভুল পথে পরিচালিত করে। যেকোন মানুষ যদি  লোভকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সমাজ তথা দেশে পাপ কাজ অনেকাংশেই কমে যাবে, সমাজে ফিরে আসবে শান্তি, কমে যাবে সমাজ বিরোধী কর্মকাণ্ড, সর্বোপরি দেশ পাবে একটা উন্নত ও সমৃদ্ধ জাতি। তাই দেশের করোনার এ ক্রান্তিলগ্নে সুন্দর সমাজ ও দেশ গঠনে ব্রতী  হয়ে সকলকে পাপ কাজ থেকে বিরত থাকা উচিত।

সুমন মজুমদার।

রবিবার, ৪ জুলাই, ২০২১

ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে।-সুমন মজুমদার।

 ঘুমিয়ে আছে শিশুর পিতা,

 সব শিশুদের অন্তরে। 

********************************


আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এ চিরসত্য সত্য বাণীটি সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল। একটা শিশু ভূমিষ্ঠ হবার আগ পর্যন্ত ১০ মাস ১০দিন তার মায়ের গর্ভে ধীরে ধীরে বড় হয়। চিকিৎসক তথা পুষ্টি বিজ্ঞানীরা গর্ভবতী মায়েদেরকে গর্ভকালীন সময়ে পুষ্টিকর খাবার খেতে পরামর্শ  দিয়ে থাকেন যাতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ স্থায়ীভাবে গঠিত হয়,সরকারও গর্ভবতী মায়েদের প্রতি যত্নশীল হন শুধুমাত্র একজন মা ও শিশু যেন শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকে। একজন শিশু কোন কিছু তার মায়ের গর্ভে থাকাকালীন শিখেনা বা শিখতে পারে না। সে যখন ভূমিষ্ট হয়ে  পৃথিবীর আলোর সংস্পর্শে আসে তখন তার শারীরিক ও মানসিক বিকাশের কলেবর বৃদ্ধি পায়, সে ধীরে ধীরে কথা বলতে শিখে, হামাঁগুড়ি দিতে দিতে হাঁটতে শিখে,  মা,বাবা ডাকতে শিখে, খেলাচ্ছলে বিভিন্ন কিছু চিনতে শিখে,  এ সময়  মায়ের ভুমিকা  অপরিসীম। তার বয়স যখন পাঁচ বছর অতিক্রম করে তখন সে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তির উপযোগীতা লাভ করে এবং তখন থেকে শুরু হয় তার শিক্ষা জীবনের প্রথম ধাপ। প্রত্যেক কোমলমতি শিশুদের মাঝে কিছু কিছু প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে যা বিকশিত করার জন্য মায়েদের পাশাপাশি প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি স্থাপনের মাধ্যমে সরকার ও কাজ করে যাচ্ছেন। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের কলেবর বৃদ্ধির জন্য সরকার প্রাক-প্রাথমিক শ্রেণির মানোন্নয়ন তথা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শ্রেণিকে চিত্তাকর্ষক ও নান্দনিক করে তোলার জন্য প্রতি বছর বিশেষ বরাদ্দের ব্যবস্থা করে থাকেন। নরম মাটিকে যেমন বিভিন্ন আকৃতি দিয়ে বিভিন্ন দৃষ্টিনন্দন ও চিত্তাকর্ষক বস্তুতে রুপান্তরিত করা যায় ঠিক তেমনি একজন কোমলমতি শিশুর সুপ্ত প্রতিভাকেও বিকশিত করা যায়। এই কাজে একজন মা তথা অভিভাবকের চেয়ে একজন শিক্ষকের ভুমিকা অপরিসীম। কিন্তু করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকের পক্ষে অধুনা সে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে,  এ অবস্থায় একজন শিশুর সার্বিক বিকাশ সাধনে একজন মা তথা অভিভাবকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। 
লেখকঃ সুমন মজুমদার 
সহকারি শিক্ষক, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া,চট্টগ্রাম। মোবাইল ; ০১৩০৫৯৬১৪৩৬

শনিবার, ১৯ জুন, ২০২১

করোনাকাল ও শিক্ষিত যুবসমাজ-সুমন মজুমদার।

 করোনাকাল ও শিক্ষিত যুবসমাজ
*******************************



মানুষ সৃষ্টির সেরা ও সামাজিক জীব।তাই মানুষ কখনো একা বাস করতে পারে না,বিভিন্ন দূর্যোগ কিংবা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় একে অপরের পাশে এসে সহযোগিতার হাত বাড়ায়, অধুনা করোনা সংক্রমনের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে সেই সামাজিক দায়বদ্ধতা দিন দিন লোপ পাচ্ছে যার ফলশ্রুতিতে সমাজে নেমে আসছে অস্থিরতা, অরাজকতা তথা চুরি, ডাকাতি,খুন রাহাজানি সহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকান্ড। প্রবাদ আছে ' ইচ্ছা থাকলে উপায় হয়।' মানুষ চাইলে একটা সমাজকে সুশোভিত করে তুলতে পারে, আবার ঘোর অন্ধকারেও ঠেলে দিতে পারে,সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য শিক্ষিত যুবসমাজের ভুমিকা অপরিসীম বলে মনে করে বিশ্লেষকরা। আজকের শিক্ষিত যুবসমাজই আগামীর ভবিষ্যৎ,তারাই একটা সমাজকে সুশোভিত করে তুলতে পারে, সমাজের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করে দিতে পারে বিশেষ করে করোনাকালীন সময়ে যুব সমাজই স্ব-স্ব এলাকায় তাদের এলাকা তথা সমাজের উন্নয়নে ভুমিকা রাখতে পারে,  করোনা ভাইরাস সংক্রমন রোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে উপরের শ্রেণিতে পড়ুয়া  যুবসমাজ তাদের স্ব-স্ব এলাকায় মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনার ব্যাপারে জনসচেতনতামূলক  ক্যাম্পেইন পরিচালনা করতে পারে, তাদেরকে এ সমস্ত সামাজিক কর্মকান্ডে সহযোগিতা,  অনুপ্রাণিত ও সুসংগঠিত করে  উদ্ধুদ্ধ করতে পারে একমাত্র এলাকার শিক্ষিত বয়োজ্যেষ্ঠরা।করোনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় যেহেতু সুদীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেহেতু  যুব সমাজ তথা শিক্ষার্থীদের মাঝে  অস্থিরতা বিরাজ করছে এবং ফলে শিক্ষার্থী তথা যুবসমাজের বিপথগামী হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বলে ধারনা করছেন মনোবিজ্ঞানীরা।পড়ালেখার পাশাপাশি  করোনা সংক্রমন রোধ, বৃক্ষরোপণ থেকে শুরু করে এলাকায়  চুরি, ডাকাতি,খুন রাহাজানিসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে ভুমিকা রাখার ব্যাপারে যুবসমাজকে উদ্ধুদ্ধ করতে পারলেই করোনাকালীন সময়ে তাদের বিপথগামী হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। তাই সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে করোনা ভাইরাস সংক্রমন রোধ ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে যুব সমাজের এগিয়ে আসা উচিত।

লেখকঃ সুমন মজুমদার 

সহকারি শিক্ষক, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহাগাড়া চট্টগ্রাম।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...