বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

পাপীকে নয়,পাপকে ঘৃণা কর।-সুমন মজুমদার।

 পাপীকে নয়,পাপকে ঘৃণা কর।

*****************************


এই নশ্বর পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী নয়,তা জেনেও আমরা সবাই  যে যার ইচ্ছেমত দিনাতিপাত করছি। কেউ কুড়েঁঘরে,কেউ দালানকোটায় কেউ বা আবার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে। যাঁরা দালান কোটা বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসবাস করে  তারাও মানুষ, যারা মাটির ঘর বা কুঁড়েঘরে বসবাস করে তারাও মানুষ পার্থক্য শুধু জীবনধারন বা বসবাসের ধরনে। এ পার্থক্যটুকু কেন হয়? একটু চিন্তা করলেই তা সকলের কাছে বোধগম্য হবে। পার্থক্য শুধুমাত্র আয়ের উৎসে। যারা দালান কোটা বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসবাস করে তারা হয়তো অধিকাংশই প্রভাবশালী নেতা বা বড় ব্যবসায়ী। তাদের কাছে যারা নিম্নশ্রেণীর লোক এবং যারা  মাটির ঘর বা কুঁড়ে ঘরে বসবাস করে তাদের অস্তিত্ব নগণ্য। ফলে পরস্পরের মধ্যে দূরত্ব বেড়ে যায়,  ঘৃণার জন্ম নেয় এবং সর্বোপরি পারস্পরিক সম্পর্ক ও সম্মানবোধ কমে যায়, নিম্নশ্রেণির ভালো মানুষ গুলোর দৃষ্টিভঙ্গিও বিগড়ে যায়, তারাও তাদের জীবনমান উন্নয়ন করতে চায়,ফলে তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে যায়, ফলে সমাজ তথা দেশে নেমে আসে অশান্তি,  বিরাজ করে অস্থিতিশীল পরিবেশ ও অরাজকতা। কোন মানুষ জন্ম থেকেই পাপী হয়ে জন্মায় না,পরিবেশ  ও পারিপার্শ্বিক অবস্থার কারণে সে পাপ কাজ করতে বাধ্য হয়। কিন্তু আমরা একবারের জন্যও ভাবিনা একটা পাপকাজ  হাজারো পাপকাজের জন্ম দেয়। আমরা সবসময় যে পথে সহজে অর্থ উপার্জন করা যায় সেই পথটাই বেছে নিই। যারা বৈধ পথে অর্থ উপার্জন করে তাদের অভাব বেশি,আর যারা অবৈধ পথে অর্থ উপার্জন করে তাদের অভাব নেই বললেই চলে এটাই বর্তমান সমাজের প্রেক্ষাপট। কথায় আছে,' পাপ বাপকেও ছাড়ে না'। এই চিরন্তন সত্য কথাটা আমরা বেমালুম ভুলে যায়।  আমরা একবারের জন্যও চিন্তা করি না যে পথে আমরা অর্থ উপার্জন করে পরিবার-পরিজন নিয়ে দিনাতিপাত করছি সেটা কী ঠিক পথ নাকি ভুল পথ? লোভ মানুষকে ভুল পথে পরিচালিত করে। যেকোন মানুষ যদি  লোভকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সমাজ তথা দেশে পাপ কাজ অনেকাংশেই কমে যাবে, সমাজে ফিরে আসবে শান্তি, কমে যাবে সমাজ বিরোধী কর্মকাণ্ড, সর্বোপরি দেশ পাবে একটা উন্নত ও সমৃদ্ধ জাতি। তাই দেশের করোনার এ ক্রান্তিলগ্নে সুন্দর সমাজ ও দেশ গঠনে ব্রতী  হয়ে সকলকে পাপ কাজ থেকে বিরত থাকা উচিত।

সুমন মজুমদার।

রবিবার, ৪ জুলাই, ২০২১

ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে।-সুমন মজুমদার।

 ঘুমিয়ে আছে শিশুর পিতা,

 সব শিশুদের অন্তরে। 

********************************


আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এ চিরসত্য সত্য বাণীটি সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল। একটা শিশু ভূমিষ্ঠ হবার আগ পর্যন্ত ১০ মাস ১০দিন তার মায়ের গর্ভে ধীরে ধীরে বড় হয়। চিকিৎসক তথা পুষ্টি বিজ্ঞানীরা গর্ভবতী মায়েদেরকে গর্ভকালীন সময়ে পুষ্টিকর খাবার খেতে পরামর্শ  দিয়ে থাকেন যাতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ স্থায়ীভাবে গঠিত হয়,সরকারও গর্ভবতী মায়েদের প্রতি যত্নশীল হন শুধুমাত্র একজন মা ও শিশু যেন শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকে। একজন শিশু কোন কিছু তার মায়ের গর্ভে থাকাকালীন শিখেনা বা শিখতে পারে না। সে যখন ভূমিষ্ট হয়ে  পৃথিবীর আলোর সংস্পর্শে আসে তখন তার শারীরিক ও মানসিক বিকাশের কলেবর বৃদ্ধি পায়, সে ধীরে ধীরে কথা বলতে শিখে, হামাঁগুড়ি দিতে দিতে হাঁটতে শিখে,  মা,বাবা ডাকতে শিখে, খেলাচ্ছলে বিভিন্ন কিছু চিনতে শিখে,  এ সময়  মায়ের ভুমিকা  অপরিসীম। তার বয়স যখন পাঁচ বছর অতিক্রম করে তখন সে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তির উপযোগীতা লাভ করে এবং তখন থেকে শুরু হয় তার শিক্ষা জীবনের প্রথম ধাপ। প্রত্যেক কোমলমতি শিশুদের মাঝে কিছু কিছু প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে যা বিকশিত করার জন্য মায়েদের পাশাপাশি প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি স্থাপনের মাধ্যমে সরকার ও কাজ করে যাচ্ছেন। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের কলেবর বৃদ্ধির জন্য সরকার প্রাক-প্রাথমিক শ্রেণির মানোন্নয়ন তথা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শ্রেণিকে চিত্তাকর্ষক ও নান্দনিক করে তোলার জন্য প্রতি বছর বিশেষ বরাদ্দের ব্যবস্থা করে থাকেন। নরম মাটিকে যেমন বিভিন্ন আকৃতি দিয়ে বিভিন্ন দৃষ্টিনন্দন ও চিত্তাকর্ষক বস্তুতে রুপান্তরিত করা যায় ঠিক তেমনি একজন কোমলমতি শিশুর সুপ্ত প্রতিভাকেও বিকশিত করা যায়। এই কাজে একজন মা তথা অভিভাবকের চেয়ে একজন শিক্ষকের ভুমিকা অপরিসীম। কিন্তু করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকের পক্ষে অধুনা সে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে,  এ অবস্থায় একজন শিশুর সার্বিক বিকাশ সাধনে একজন মা তথা অভিভাবকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। 
লেখকঃ সুমন মজুমদার 
সহকারি শিক্ষক, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া,চট্টগ্রাম। মোবাইল ; ০১৩০৫৯৬১৪৩৬

শনিবার, ১৯ জুন, ২০২১

করোনাকাল ও শিক্ষিত যুবসমাজ-সুমন মজুমদার।

 করোনাকাল ও শিক্ষিত যুবসমাজ
*******************************



মানুষ সৃষ্টির সেরা ও সামাজিক জীব।তাই মানুষ কখনো একা বাস করতে পারে না,বিভিন্ন দূর্যোগ কিংবা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় একে অপরের পাশে এসে সহযোগিতার হাত বাড়ায়, অধুনা করোনা সংক্রমনের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে সেই সামাজিক দায়বদ্ধতা দিন দিন লোপ পাচ্ছে যার ফলশ্রুতিতে সমাজে নেমে আসছে অস্থিরতা, অরাজকতা তথা চুরি, ডাকাতি,খুন রাহাজানি সহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকান্ড। প্রবাদ আছে ' ইচ্ছা থাকলে উপায় হয়।' মানুষ চাইলে একটা সমাজকে সুশোভিত করে তুলতে পারে, আবার ঘোর অন্ধকারেও ঠেলে দিতে পারে,সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য শিক্ষিত যুবসমাজের ভুমিকা অপরিসীম বলে মনে করে বিশ্লেষকরা। আজকের শিক্ষিত যুবসমাজই আগামীর ভবিষ্যৎ,তারাই একটা সমাজকে সুশোভিত করে তুলতে পারে, সমাজের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করে দিতে পারে বিশেষ করে করোনাকালীন সময়ে যুব সমাজই স্ব-স্ব এলাকায় তাদের এলাকা তথা সমাজের উন্নয়নে ভুমিকা রাখতে পারে,  করোনা ভাইরাস সংক্রমন রোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে উপরের শ্রেণিতে পড়ুয়া  যুবসমাজ তাদের স্ব-স্ব এলাকায় মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনার ব্যাপারে জনসচেতনতামূলক  ক্যাম্পেইন পরিচালনা করতে পারে, তাদেরকে এ সমস্ত সামাজিক কর্মকান্ডে সহযোগিতা,  অনুপ্রাণিত ও সুসংগঠিত করে  উদ্ধুদ্ধ করতে পারে একমাত্র এলাকার শিক্ষিত বয়োজ্যেষ্ঠরা।করোনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় যেহেতু সুদীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেহেতু  যুব সমাজ তথা শিক্ষার্থীদের মাঝে  অস্থিরতা বিরাজ করছে এবং ফলে শিক্ষার্থী তথা যুবসমাজের বিপথগামী হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বলে ধারনা করছেন মনোবিজ্ঞানীরা।পড়ালেখার পাশাপাশি  করোনা সংক্রমন রোধ, বৃক্ষরোপণ থেকে শুরু করে এলাকায়  চুরি, ডাকাতি,খুন রাহাজানিসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে ভুমিকা রাখার ব্যাপারে যুবসমাজকে উদ্ধুদ্ধ করতে পারলেই করোনাকালীন সময়ে তাদের বিপথগামী হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। তাই সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে করোনা ভাইরাস সংক্রমন রোধ ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে যুব সমাজের এগিয়ে আসা উচিত।

লেখকঃ সুমন মজুমদার 

সহকারি শিক্ষক, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহাগাড়া চট্টগ্রাম।

বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

চলমান ২৭টি নিয়োগ বিজ্ঞপ্তিঃ

 চলমান ২৭টি নিয়োগ বিজ্ঞপ্তিঃ 



০১। ৪৩ তম (সাধারণ) বিসিএসঃ

☞ পদসংখ্যাঃ ১,৮১৪ টি পদ।

☞ আবেদনের বর্ধিত সময়সীমাঃ ৩০-০৬-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ http://bpsc.teletalk.com.bd


০২। কারিগরি শিক্ষা অধিদপ্তরঃ

☞  পদসমূহঃ ২৩ ক্যাটাগরিতে ২৮২টি পদ।

☞ আবেদনের সময়সীমাঃ ১৬-০৭-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ http://dter.teletalk.com.bd


০৩। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডঃ

☞  পদের নাম ও পদসংখ্যাঃ

(i) নিরাপত্তা পরিদর্শক - ১৩টি পদ। 

(ii) নিরাপত্তা তদারককারী - ১৬টি পদ।

☞  আবেদনের সময়সীমাঃ ১১-০৭-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ http://bpdb.teletalk.com.bd


০৪। বাংলাদেশ ব্যাংকঃ

☞ পদের নামঃ Assistant Director (Research)

☞ পদসংখ্যাঃ ১৯টি।

☞ আবেদনের সময়সীমাঃ ২০-০৬-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bb.org.bd


০৫। প্রবেশপত্র ডাউনলোড @ বাংলাদেশ ব্যাংকঃ

☞ পদসমূহঃ

(i) Officer (General)

☞ ডাউনলোডের সময়সীমাঃ ২৬-০৬-২০২১ ইং।

☞ পদসমূহঃ

(i) Assistant Director (Statistics) 

☞ ডাউনলোডের সময়সীমাঃ ২৩-০৬-২০২১ ইং। 

(i) Assistant Programmer.

(ii) Assistant Maintenance Engineer.

☞ ডাউনলোডের সময়সীমাঃ ১৯-০৬-২০২১ ইং।

☞ প্রবেশপত্র ডাউনলোড লিংকঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php


০৬। উত্তরা ব্যাংক লিমিটেডঃ

☞  পদের নামঃ প্রবেশনারি অফিসার।

☞  আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ https://www.uttarabank-bd.com/index.php/home/career


০৭। ব্র্যাকঃ

☞  পদসমূহঃ

(i) Junior Trainee Officer, Dabi, Microfinance (জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা, দাবি)

(ii) Programme Organizer, Dabi, Microfinance (কর্মসূচি সংগঠক, দাবি)

☞  আবেদনের সময়সীমাঃ ২০-০৬-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ

https://hotjobs.bdjobs.com/jobs/brac/brac1968.htm

http://www.brac.net/work-for-brac


০৮। ট্রাষ্ট ব্যাংক লিমিটেডঃ 

পদের নামঃ Trainee Junior Officer. 

☞  আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ https://career.tblbd.com


০৯। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটঃ

☞  পদসমূহঃ ০৯ ক্যাটাগরির পদ। 

☞  আবেদনের সময়সীমাঃ ১৫-০৭-২০২১ ইং।


১০। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনঃ

☞  পদসমূহঃ ১৬ ক্যাটাগরিতে ৯০টি পদ (একাধিক পদে আবেদন করা যাবে না)।

☞  আবেদনের সময়সীমাঃ ০৫-০৭-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ http://bsti.teletalk.com.bd


১১। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটঃ 

☞  পদসমূহঃ ২৬ ক্যাটাগরির পদ।

☞  আবেদনের সময়সীমাঃ ০২-০৭-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ http://bsri.teletalk.com.bd


১২। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদঃ  

☞  পদসমূহঃ ১৫ ক্যাটাগরির পদ।

☞  আবেদনের সময়সীমাঃ ২৪-০৬-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ http://bcsir11.teletalk.com.bd


১৩। বাংলাদেশ বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষঃ 

☞ পদসংখ্যাঃ ১,৬২১ টি।

☞ ১০টি গ্রুপের প্রত্যেকটি গ্রুপ হতে একটি পদে আবেদন করা যাবে।

☞ আবেদনের সময়সীমাঃ ২০-০৬-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ http://caab.teletalk.com.bd


১৪। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডঃ 

☞ পদসমূহঃ ০৫ ক্যাটাগরিতে ১১৫ টি পদ।

☞ একাধিক পদে আবেদন করলে প্রার্থীর সকল আবেদন বাতিল বলে গণ্য হবে !

☞ আবেদনের সময়সীমাঃ ১৮-০৬-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ http://gtcl.teletalk.com.bd


১৫। জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকাঃ 

☞ পদের নাম ও পদসংখ্যাঃ অফিস সহায়ক- ১৩টি পদ।

☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ১৭-০৬-২০২১ ইং।


১৬। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ঃ 

☞  পদসমূহঃ তথ্যসেবা কর্মকর্তা -৩৭টি পদ।

☞  আবেদনের সময়সীমাঃ ১১-০৭-২০২১ ইং।

☞  অনলাইনে আবেদনঃ http://erecruitment.bcc.gov.bd


১৭। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কক্সবাজারঃ

☞ পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।

☞ আবেদনের সময়সীমাঃ  ১৩-০৭-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ http://dgfpcox.teletalk.com.bd


১৮। বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশালঃ

☞ পদসমূহঃ ১০ ক্যাটাগরির পদ।

☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ১১-০৭-২০২১ ইং।


১৯। জেলা প্রশাসকের কার্যালয়, চট্রগ্রামঃ

☞ পদসমূহঃ ০২ ক্যাটাগরির ১৬টি পদ।

☞ আবেদনের সময়সীমাঃ ০৫-০৭-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ http://dcctg.teletalk.com.bd


২০। জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরঃ 

☞ পদসমূহঃ ০৫ ক্যাটাগরির পদ।

☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ০৫-০৭-২০২১ ইং।


২১।বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটঃ 

☞ পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।

☞  আবেদনের বর্ধিত সময়সীমাঃ ৩০-০৬-২০২১ইং। 


২২। কানেক্টেড বাংলাদেশ শীর্ষক প্রকল্পঃ 

☞  আবেদনের সময়সীমাঃ ২৪-০৬-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bcc.gov.bd


২৩। জেলা প্রশাসকের কার্যালয়, নাটোরঃ 

☞ পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।

☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২১ ইং।


২৪। বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীঃ 

☞ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।

☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ১১-০৭-২০২১ ইং।


২৫। জেলা প্রশাসকের কার্যালয়, চট্রগ্রামঃ 

☞ পদের নাম ও পদসংখ্যাঃ অফিস সহায়ক - ০৬টি পদ।

☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ২৩-০৬-২০২১ ইং।


২৬। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডঃ

☞ পদের নামঃ এক্সিকিউটিভ প্রোগ্রাম-আইসিটি। 

☞ আবেদনের সময়সীমাঃ ২১-০৬-২০২১ ইং। 


২৭। বিএএফ শাহীন কলেজ, ঢাকাঃ 

☞ পদসমূহঃ প্রভাষক, সহকারী শিক্ষক ও অন্যান্য পদ।

☞ আবেদনের সময়সীমাঃ ১৯-০৬-২০২১ ইং।

☞ শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণঃ https://bafsdjobs.osl.ac/শিক্ষাগত-যোগ্যতা

☞ অনলাইনে আবেদনঃ https://bafsdjobs.osl.ac/


কার্টেসীঃ আব্দুল্লাহ আল মাসউদ।

রবিবার, ১৩ জুন, ২০২১

বিকাশ আলফ্রেড'র কবিতা- মীরজাফর!!

 মীরজাফর
          বিকাশ আলফ্রেড
 
মীরজাফর তুমি পলাশীর প্রান্তর
বাঙালির বুকে ক্লাইভের খঞ্জর।
 তুমি একাত্তরের অত্যাচারী পাকিস্তানি  হানাদার বর্বর।
 তুমি মহা পাপী সন্তান রাজাকার একাত্তরে প্রমাণ।
 তুমি করেছো শত্রুর হাতে বাঙালি ভাই-বোনদের প্রদান।
 তুমি মাথার উকুন মাথায় বাস করে মাথা কে কর   খুন।
 তুমি কুকুরের কামড়ে মিশে থাকা জলাতঙ্কের গুন।
 তুমি আলোর সৃষ্টি আলেয়া মানুষের সৃষ্টি ছায়া
 তুমি বাংলায় জন্মগ্রহণ করেও ভুলে গেছো বাংলার মায়া।
 তুমি পানের মধ্যে মাঝে মাঝে অতিরিক্ত চুন।
 তুমি ভাইয়ের হাতে  ভাইকে করাও খুন।
 তুমি বন্ধুর কাছে বন্ধুর মারাত্মক বিশ্বাসঘাতকতা
 মানুষের জন্য এক জঘন্য প্রতীক হৃদয়হীন নিষ্ঠুরতা।
 তুমি ফলের মাঝে লুকিয়ে থাকা গোপন পোকা
 তুমি পৃথিবীতে যুগে যুগে মানুষকে এখনো দিয়ে যাচ্ছ ধোঁকা।
 তুমি কেড়ে নিতে পারো এক নিমিষেই অনাহারীর মুখে খাবার
 তুমি মুহূর্তের ব্যবধানে ভেঙ্গে দাও সাজানো সুখের সংসার।
 তুমি কাঁচা বাঁশের মধ্যে লুকিয়ে থাকা অকল্পনীয় ঘুন।
 এডিসের শরীরে মিশে থাকা ডেঙ্গুজ্বরের গুণ।
 তুমি মানুষকে মৃত্যুর পথে আমন্ত্রণকারী এডিসের কামর
 তুমি মানুষরূপী ঘৃণ্য নরপশুদের সাথে মিশে থাকা আড্ডার আাসর।
 তুমি প্রতিটি সমাজে বসবাসকারী ঘৃণিত এক লোক 
তুমি মানুষের রক্ত চুষে খাওয়া খুবই পরিচিত সাধারণত জোঁক।
তুমি গাছের মাঝে বসবাসকারী অকৃতজ্ঞ পরগাছা।
 তুমি স্বীকার করো না যে তার জন্য তোমার জীবন বাচাঁ।
 তুমি নিরীহ মানুষের উপর মিথ্যে নির্মমতার সাজা
 তুমি সমাজ ধ্বংস কারী নেশা নাম যার গাঁজা।
->চয়নকাল

 ২০০১ সাল।


বুধবার, ২৬ মে, ২০২১

বিশেষ বার্তাঃকরোনাকালে নিজেদের নিরাপত্তা ও সুরক্ষায় আরো সচেতন হওয়া উচিত।-- সুমন মজুমদার।

 বিশেষ বার্তাঃকরোনাকালে নিজেদের নিরাপত্তা ও সুরক্ষায় আরো সচেতন হওয়া উচিত। 
*********************************



সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউয়ের কবলে। বিশ্বের ন্যায় আমাদের দেশও   করোনা ভাইরাসের কবলে।প্রতিদিনই আক্রান্ত হচ্ছে  ফি-হাজার মানুষ। টিভি-চ্যানেল, পত্রিকার পাতা খুললেই প্রথমেই দৃষ্টিগোচর হয় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাসের সংক্রমন রোধে দেশে ধাপে ধাপে চলছে লকডাউন,নেওয়া হচ্ছে সীমাবদ্ধতাসহ বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ, বিশেষ করে নিজেদেরকে নিরাপদ ও সুরক্ষিত রাখার প্রয়াসে সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা,  চলছে বিনামূল্যে টিকাদান কর্মসূচি। স্বাস্থ্যবিধি 'র মধ্যে মুখে মাস্ক ব্যবহার করা অন্যতম বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীদের মতে নাক' হলো প্রাণিদেহের  অন্যতম ইন্দ্রিয় যার মাধ্যমে এরা শ্বাস -প্রশ্বাস নেয় এবং যা সরাসরি ফুসফুসের সাথে সংযুক্ত তাই করোনা ভাইরাস খুব সহজেই শ্বাস -প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে বাসা বেঁধে নিতে পারে, তাই হয়তো সরকার মাস্ক পরার উপর যথেষ্ট গুরুত্বারোপ করেছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ঘরের বাইরে গেলে আমরা মাস্ক পরার ব্যাপারে উদাসীনতা দেখায়, হাট-বাজার, দোকান-পাট,  বিপনি-বিতানে সর্বত্রই আমরা মুখে মাস্কবিহীন অবাধে চলাচল করি, সম্প্রতি ভারতে করোনা ভাইরাসের ভিন্ন ভ্যারিয়েন্ট সনাক্ত হয়েছে, যা খুবই ভয়াবহ বলে ধারনা করছেন চিকিৎসা বিজ্ঞানীরা, অধুনা আমাদের দেশে ব্ল্যাক ফ্যাঙ্গাস নামক নতুন এক  ছত্রাকের সন্ধান পাওয়া গেছে, চিকিৎসা বিজ্ঞানীদের ধারনা মতে করোনা ভাইরাসের পরবর্তী সংক্রমণ নাকি এ ব্ল্যাক ফ্যাঙ্গাস সংক্রমণ যা টিকা গ্রহণের পরেও হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিজেদের নিরাপত্তা ও সুরক্ষায় সকলের আরো সচেতন হওয়া উচিত। 
লেখক ঃ সুমন মজুমদার 
সহকারি শিক্ষক 

উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,  লোহাগাড়া, চট্টগ্রাম।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...