রবিবার, ৫ জুলাই, ২০২০

Positive Thinking!

Articles,
By, B.K Bichitro,


Positive Thinking & Attitude can be considered as a special quality for any human being.  Can lead him to the desired goal of success.  Let's not know how we can reach that doorstep.

 Every day we have to face some problems in the way of life.  Just as we have to jump into the workplace to earn a living, we also have a personal life beyond that.  In that personal case too, we have to make some decisions according to our needs as well as reject them.  However, our path may not always be smooth.

 Seeing the uneven path in life, we often panic, suffer from inferiority complex and come to a conclusion before doing the work, "No, this work will not be done by me", or "I can not".  Many have experienced this type of situation more or less at some point in their lives and may have lost a golden opportunity due to lack of negative thoughts or willpower.  So even if we face a difficult subject without losing courage, we can develop the mentality of completing it through a little effort and practice if we want.

 First we need to decide what we really want to do, which way to go, to reach that desired goal, and no matter how difficult it may be, "I must be able to do it" means to develop a positive attitude.  Let's focus on some positive thoughts.

 Avoid negative thoughts and exaggerated thoughts


There are many of us who think in the beginning before doing any work that this work will not be done by him.  And he finds out many possible imaginary reasons why that work should not be done by him, which is not correct at all.  He needs to think that he can do it and that he can do it.

 For example, one person's clothing or posture is not the same.  Some may be obese or some may be in very thin or medium health.  But if anyone thinks I'm too fat, I'll never be able to have beautiful and attractive health, or if I overeat, I won't be able to cut back on food - that's a completely wrong idea.  Instead, if we think like this, I will follow the rules in a systematic way from today, I will follow the hygiene rules, I will control the diet, then it will be a positive idea.  Because it controls positive thinking as well as develops positive thinking.

সমাজসেবা অধিদপ্তরে চাকরি।


লোহাগাড়ার উত্তর আমিরাবাদে টংকাবতীর ভাঙনে বিলীন হচ্ছে কয়েক'শ পরিবার।

লোহাগাড়ার উত্তর আমিরাবাদে টংকাবতীর ভাঙনে বিলীন হচ্ছে কয়েক'শ পরিবার।

বি.কে বিচিত্র,  চীফ রিপোর্টারঃ 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায়  টংকাবতী খালের ভাঙনে কয়েক' শ ঘরবাড়ি ও অন্তত ১০০ একর ফসলের জমি বিলীন হচ্ছে  গত কয়েক বছর ধরে। সম্প্রতি পাহাড়ি ঢলের কারণে খালের ভাঙন তীব্রতর হয়েছে। বেড়েছে খালের প্রশস্ততা। ভাঙনের ঝুঁকিতে থাকা তুলাতলী বাজার এলাকার সুশীল পাড়া, ব্রাহ্মণ পাড়া, উত্তর আমিরাবাদ এম বি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বণিক পাড়া, মজুমদার পাড়ার কয়েক হাজার বাসিন্দার চোখে এখন ঘুম নেই।
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, খালের ব্যাপক ভাঙনে চলাচলের রাস্তা পার্শ্ববর্তী ঘরবাড়ি বিলীন হয়েছে খালে। এতে শিক্ষার্থীসহ এলাকার লোকজন যাতায়াতে চরম দুর্ভোগে দিন কাটছে।
স্থানীয় ভুক্তভোগী  বাসিন্দারা , উক্ত প্রতিবেদককে জানান, প্রতি বছর বর্ষা আসলেই  দুর্ভোগ চরম আকার ধারণ করে। স্থানীয় জনপ্রতিনিধি ও  সরকারের পক্ষ থেকে রটিন মাফিক পরিদর্শনে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। বাসিন্দাদের কাজ হবে বলে আশ্বাস দিয়ে চলে যায়,আর কেউ পরিবর্তীতে খবর নেয় না।
স্থানীয় বাদিন্দাদের কর্তৃপক্ষের নিকট দাবি, যত দ্রুত সম্ভব ভাঙন এলাকায় বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে কয়েক'শ ঘরবাড়ি ও ফসলি জমি  বিলীন থেকে রেহায় পাবে।


 সূত্রে জানা গেছে, টংকাবতী খালের দুই পাড়ে অবস্থিত তুলাতলী বাজার এলাকা, বণিকপাড়া, ব্রাহ্মণপাড়া, সুশীলপাড়া, বৈরাগীপাড়া(দাশ পাড়া)মুদিপাড়া, চৌধুরীপাড়া, ঘোনাপাড়া ও জলদাশ পাড়ার  বাসিন্দারা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। খালের অব্যাহত ভাঙনে দুশ্চিন্তায় রয়েছে স্থানীয় বাসিন্দারা। হুমকির মুখে রয়েছে উত্তর আমিরাবাদ এম বি উচ্চবিদ্যালয় ও উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সোমবার, ২৯ জুন, ২০২০

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।


বি.কে বিচিত্র, চট্টগ্রাম।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধের জন্য চট্টগ্রাম জেলারভলোহাগাড়া  উপজেলার  বিভিন্ন প্রান্তে সাধারণ জনগণ ও  অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উন্নতমানের কয়েক'শ  মাস্ক বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ -সম্পাদক মিনহাজ উদ্দিন কায়সারের পক্ষ থেকে রবিবার (২৯ জুন) সন্ধ্যায়
লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সার   মাস্ক পরানোর মাধ্যমে এ কর্মসূচী শুরু করেন।
করোনা ভাইরাস প্রাদুর্ভাব থেকে সুরক্ষিত থাকার জন্য এবং নেতাকর্মীরা যাতে দুঃস্থদের পাশে থেকে  উপজেলার ৯টি ইউনিয়ন  কাজ করতে পারেন এব্যাপারে কমিটি হচ্ছে। মাস্ক বিতরণ সম্পর্কে জানতে চাইলে,  মিনহাজ উদ্দিন কায়সার বলেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম  চলমান থাকবে । এছাড়া  নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন স্থানের অসহায় কৃষকদের ধান কেঁটে দেওয়া হয়েছে। সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাতে কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে পারেন সে জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য,  গত সপ্তাহে,  ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচী, শিক্ষা সামগ্রী বিতরণ হয়েছিল।

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

ব্লু-ইকোনমি বা সমুদ্র অর্থনীতি ও বাংলাদেশ।

ব্লু-ইকোনমি বা নীল বিপ্লব হচ্ছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি। ১৯৯৪ সালে অধ্যাপক গুন্টার পাউলি ভবিষ্যতের অর্থনীতির রূপরেখা প্রণয়নের জন্য একটি টেকসই এবং পরিবেশবান্ধব মডেল হিসেবে ব্লু-ইকোনমির ধারণা দেন। . পৃথিবীর তিন ভাগ জল। পৃথিবীর দেশগুলো তাদের বর্তমান ও ভবিষ্যত চাহিদা মেটাতে তাকিয়ে আছে সমুদ্রবক্ষে সঞ্চিত সম্পদের দিকে। ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় ৯০০ কোটি। এই বিপুল জনগোষ্ঠীর খাবার যোগান দিতে তখন সমুদ্রের মুখাপেক্ষী হতে হবে। . বিশ্ব অর্থনীতিতে সমুদ্র অর্থনীতি বহুবিধভাবে অবদান রেখে চলেছে। বছরব্যপী ৩ থেকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের কর্মকান্ড সংঘটিত হচ্ছে সমুদ্রকে ঘিরে। . বিশ্বের ৪ শ ৩০ কোটি মানুষের ১৫ ভাগ প্রোটিনের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও জীবজন্তু। . পৃথিবীর ৩০ ভাগ গ্যাস ও জ্বালানী তেল সরবরাহ হচ্ছে সমুদ্রতলের বিভিন্ন গ্যাস ও তেলক্ষেত্র থেকে। . সামুদ্রিক জীববৈচিত্র্যের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে সমুদ্র নির্ভর ঔষুধশিল্পও গড়ে তোলা সম্ভব। . সমগ্র বিশ্বে ক্রমশঃ ব্লু ইকোনোমি জনপ্রিয় হচ্ছে। বিগত বছরগুলোতে যতগুলো আন্তর্জাতিক সম্মেলন হয়েছে তার সবগুলোতেই ব্লু ইকোনোমি ছিল আলোচনার কেন্দ্রে। ২০১২ তে রিও+২০, সমুদ্র বিষয়ক এশীয় সম্মেলন, ২০১৩ সালে বালিতে অনুষ্ঠিত খাদ্য নিরাপত্তা এবং ব্লু গ্রোথ ইত্যাদি সম্মেলনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থনৈতিক সহায়তা এবং উন্নয়ন সংস্থা (OECD), জাতি সংঘের পরিবেশ কর্মসূচি (UNEP), বিশ্ব ব্যঙ্ক, ফাউ (FAO), ইউরোপীয়ান ইউনিয়ন (EU) সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উন্নয়ণ কৌশলের মূলেও থাকছে ব্লু ইকোনোমি। . আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বিভিন্ন ছোট বড় দেশ ব্লু ইকোনোমি নির্ভর উন্নয়ন কৌশল প্রণয়ন করছে। ইন্দোনেশিয়ার জাতীয় অর্থনীতির সিংহভাগ সমুদ্র নির্ভর। সাম্প্রতিক সময়ে দেশটি এমনকিছু পদক্ষেপ গ্রহণ করেছে যে তার পরিপূর্ণ বাস্তবায়ন করা গেলে সমুদ্র থেকে আহরিত সম্পদের মূল্যমান জাতীয় বাজেটের দশগুণ হবে। অপরদিকে অস্ট্রেলিয়া সমুদ্রসম্পদ থেকে বর্তমানে প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। আর ২০২৫ সাল নাগাদ এই আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০০ বিলিয়ন ডলারে। . বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে সমুদ্র নির্ভর ব্লু-ইকোনোমির বদৌলতে। সম্প্রতি সমুদ্র বিজয়ের পর খুলে গেছে নীল বিপ্লবের অপার দুয়ার।

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম, বিভাগীয় বিশেষ জজ।নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় অনিয়ম!

 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম,   বিভাগীয় বিশেষ জজ, আদালত, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অ...