শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

।লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের উদ্যোগে মহোৎসব উপলক্ষে মাস্ক বিতরণ।

 লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন কায়সারের  উদ্যোগে মহোৎসব উপলক্ষে মাস্ক বিতরণ।


নিজস্ব প্রতিবেদকঃ

লোহাগাড়ার উত্তর আমিরাবাদ মজুমদার পাড়ায় মহোৎসব উপলক্ষে   মাস্ক বিতরণ করেছে, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত  সহ- সভাপতি মিনহাজ উদ্দিন কায়সার।


রোজ, শুক্রবার(১৫.০১.২১) সন্ধ্যায়, মাস্ক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উত্তর আমিরাবাদ সর্বজনীন  কালিবাড়ির মহোৎসব কমিটির  সভাপতি পার্থসারথি দাশ গুপ্ত, সেক্রেটারি রতন ভট্টাচার্য্যকে মাস্ক প্রদান করা হয়।  


এতে আরো উপস্থিত ছিলেল, ছাত্রলীগের কর্মী, ছোটন দাশ ফোরকান,শোভন, গোলাম কিবরিয়া প্রমূখ।


মাস্ক বিতরণের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে


, মিনহজ উদ্দিন কায়সার, বিডি জার্নাল৭১ কে জানান, ইতোমধ্যে বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে,মানুষকে সচেতন করার লক্ষ্যে এই আয়োজন  করা হয়েছে। যা ভবিষ্যতও চলমান থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।

 সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...